ভূমিকাঃ
পড়াশুনার পর ফিল্ডে কাজ করতে গিয়ে কিছু বিষয় অনুভব করেছি,ফিল্ডে দরকারী ও আপডেট ব্যবস্থাপনা দরকার।ফিড ফর্মুলেশন,ডিজিজ ডায়াগ্নোসিস,চিকিৎসা,প্রোগ্নোসিস জানা দরকার।সবই পড়ে আসছি কিন্তু এখানে বিষয়গুলো অতি সহজে বাস্তব ভিত্তিক উপস্থাপন করা হয়েছে যা ১০০% কাজে লাগবে।চাকরিতে জয়েন করার পর আবার নতুন করে বিভিন্ন বই,লিটারেচার,ইন্টার্নেট,ইউটিউব,ফেসবুক থেকে অল্প অল্প করে শিখা অনেক সময় সাপেক্ষ ও কস্টকর।তাই সব জায়গার সব বিষয়কে সহজ করে,এক সাথে,মনে রাখার মত করে হাতের কাছে রাখার জন্য একটা বই খুব প্রয়োজন।দীর্ঘ ১০ বছর ধরে ফিল্ডে পোল্ট্রির সব সেক্টরে কাজ ও পড়াশুনা করে যা অর্জন করেছি তারই প্রতিফলন লেয়ার পালন ও চিকিৎসা ( এ টু জেট) নামক বইটি।বই এর মূল বৈশিস্ট্য হল এটা লেয়ারের এ টু জেট আছে যা অন্য কোথাও খোঁজার তেমন দরকার হবে না।ভেটদের আর ফিল্ডে গিয়ে শিখার দরকার হবে না।ইন্টার্নীতে এটা কাছে থাকলে পোল্ট্রিতে দক্ষ হতে কস্ট হবে না।চাকরিতে এটা বাসায় রেখে প্রতিদিনের কাজ মিলিয়ে নিলেই হবে।তবে ক্যাম্পাসের ছাত্র ছাত্রী ও শিক্ষক সবারই কাজে লাগবে।