Breaking News

Contact Us


হ্রদয়ে পোল্ট্রি ও ডেইরিঃ
আমি ডা মোঃসোহরাব হুসাইন(পোল্ট্রি কনসাল্ট্যান্ট) পোল্ট্রি সেক্টরের বিভিন্ন জায়গায় কাজ করে যে অভিজ্ঞতা অর্জন করেছি এবং করতেছি,সেগুলোকে সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্য ও অভিজ্ঞতাকে লিপিবদ্ধ করার জন্য আমি এই ব্লগটি চালু করি।এতে আল্লাহ আমাকে যে জ্ঞান দান করেছেম তা সবার মাঝে ছড়িয়ে দিতে পারব।সবাই উপকৃত হবে।

প্রথমে ২০১৬ সালে ফেসবুকে পেজের মাধ্যমে শুরু করি আমার লেখা,

।পেজটি হল Poultry Problems and solutions Dr shuhorab Hossain ।সেখান থেকেও সবাই অনেক কিছু জানতে পারছে।

তারপর সকলের সাড়া পেয়ে আমি এই ব্লগটি চালু করি

Poultry Doctors BD.

ডি ভি এম ডাক্তারদের নিয়ে আমার একটি গ্রুপ আছে যেমন

DVM Practical School.(DPS)এখানে ২৯০০ডাক্তার আছে।

খামারীদের নিয়ে আছেঃখামারী পরামর্শ কেন্দ্র (পোল্ট্রি ) নামক একটি গ্রুপ।

তাছাড়া সব কিছুকে সহজে বোঝানোর জন্য চালু করেছি ইউটিউব চ্যানেলঃPoultry Doctor Channel.

ডি ভি এম ডাক্তারদের ট্রেনিং এর জন্য আছে (ভেট ট্রেনিং স্কুল )।

খামারীদের অনলাইনে প্রশিক্ষণের জন্য আছে ( পোল্ট্রি খামারি ট্রেনিং স্কুল),এখানে  পোল্ট্রি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা আছে।

তাছাড়া আমি পেজে এবং ডাক্তারদের গ্রুপে লাইভ প্রোগ্রাম করে থাকি।

রোগ নির্ণয়ের প্রয়োজনে ল্যাব টেস্টের সুবিধার জন্য আছে আমেনা পোল্ট্রি কেয়ার এন্ড কন্সাল্ট্যান্সি সার্ভিস ।

দেশের বিভিন্ন জেলায় গিয়ে চিকিৎসা দেয়া আমার পক্ষে সম্বব না ।

তাই দেশের সবাইকে যাতে বাসায় বসে চিকিৎসা,পরামর্শ এবং ফিড ফর্মুলা দিতে পারি তার ব্যবস্থা করা হয়েছে।এক্টা এপস বানাইছি যাতে অল্প সময়ে দেশের বা দেশের বাহিরে সেবা দেয়া যায়।এপস টি নাম Poultry Doctors BD Plus

এটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে এবং রেজিস্টেশন করতে হবে।

এর মাধ্যমে যে কেউ পোল্ট্রির চিকিৎসা,পরামর্শ এবং ফিড ফর্মুলা পেতে পারবে।

আগে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় গিয়ে চিকিৎসা করেছি।এখন আর তেমন যায় না।

অভিজ্ঞতা

১।নিজের ফার্মের এর অভিজ্ঞতা।(ব্রয়লার,লেয়ার,সোনালী)

২। যেসব জায়গায় কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছি (ব্রিডার ফার্ম,ল্যাব,মেডিসিন,টেকনিকেল ফিড,ফিড মিল মেডিসিন,মার্কেটিং,হ্যাচারী)

৩।ফার্মে চিকিৎসা করার পর ফলো আপ করি মানে চিকিৎসার ফলাফল কি তা জানার চেষ্টা করি।

৫।যত বেশি সময় ধরে প্যাক্টিস করবে তত দক্ষতা বাড়বে.১১ বছর ধরে প্র্যাক্টিস করছি।

৬।রোগ,এন্টিবায়োটিক,টিকা,ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা ।

৭।পোল্ট্রি সম্পর্কে সব বিষয়ে নলেজকে হাল নাগাত করি।

৯।লিটারেচার,বই,ফেইবুক,ইন্টারনেট এ খোজ খবর রাখা,পোল্ট্রি সেমিনার,মেলা,ট্রেইনিং এ অংশ গ্রহণ করা।

১০।পোল্ট্রি বিষয়ে লেখালেখির সাথে জড়িত আছি।পোল্টির উপর আমার প্রায় ৮০০ আর্টিকেল আছে।

১১।মুরগির পাশাপাশি টার্কি,কোয়েল,হাস,কবুতরের ব্যাপারে দক্ষতা

১২।আল্লাহর ইচ্ছায় আমার ডায়াগ্নোসিস এবং প্রোগ্নোসিস সঠিক হয়,চিকিৎসার ধরণ এবং রিজাল্ট একোরেট।

১৩।ল্যাবে টেস্টের অভিজ্ঞতা

১৪।ভেট ট্রেনিং স্কুলের মাধ্যমে সারা দেশের ভেট ডাক্তারদের কে অফ্লাইনে ট্রেনিং দিচ্ছি প্রতিমাসে ঢাকায়।

পোল্ট্রির উপর বের বই বের করার ইচ্ছা আছে।

আমি প্রথমে প্যারাগনে ব্রিডার ফার্ম জিপি( লেয়ার ও ব্রয়লার),মোলভীবাজার ১ বছর।

রংপুর ব্রিডার ফার্ম(পি এস) ফার্ম ইনচাজ হিসেবে ১বছর

গাজীপুর ব্রিডার ফার্ম এ ইনচাজ হিসেবে ১বছর সেখানে ফিডমিল ও হ্যাচারী ছিল।

তারপর কোয়ালিটি ফিডে ৫ বছর বরিশাল ও পিরোজপুর ছিলাম।বরিশালে আমার আন্ডারে প্রায় ৮লাখ লেয়ার ছিল।এখানে কোয়ালিটি ফিডস লিঃ এর ১টি ল্যাব আছে যেখানে আমি সপ্তাহে ৪ দিন বসতাম যেখানে রানিক্ষেত,সালমোনেলা ও মাইকোপ্লাজমার টেস্ট করা হ্ত।

নরসিংদীতে প্রায় দেড় বছর কাজ করে ২০১৮ সালের নভেম্বর মাসে চাকরি হতে অব্যাহতি দিয়ে নরসিংদীতে পোল্ট্রি কনসাল্ট্যান্সি শুরু করি।
খামারীর চাহিদা,ব্লগ,পেজ,গ্রুপ,চ্যানেল,ট্রেনিং,এপস,তাছাড়া নিজের মুক্তভাবে কাজ করার জন্য চাকরিটা ছেড়ে দিয়েছি।

নরসিংদীর বটেশ্বর,বেলাবোতে আমার একটি ল্যাব আছে যেখানে সাল্মোনেলা,মাইকোপ্লাজমা,টাইটার ও এ আই এর টেস্ট করা হয়।

নরসিংদীর বটেশ্বর,বেলাবোতে আমার নিজের লেয়ার ও ব্রয়লার ফার্ম আছে।

প্রতিদিন মেডিসিনস,টিকা ও এন্টিবায়োটিকের নিয়ে কাজ করি তাছাড়া মার্কেটিং সম্পর্কে কিছু ধারনা আছে।

এসব সকল দিক দিয়ে কাজ করায় নিজের মাঝে সাহস তৈরি হয়।

তাই শুরু করলাম আমার ব্লগে লেখালেখি ।

সারাদেশে আমার লাখ লাখ ভিউয়ারস আছে।পেজ ভিউ এখন পর্যন্ত ১০লাখ,ভিউয়ারস ৫লাখ ।

অতিদ্রুত ছড়িয়ে যাচ্ছে আমার লেখা।

পোল্ট্রি বিষয়ে যে কোন কিছু জানতে আমার ব্লগের সংগে থাকুন।

পোল্ট্রি কনসালট্যান্ট ডা মো সোহরাব হুসাইন

মোবাইল 01717300706
চেম্বারঃ বটেশ্বর প্রতিদিন।সকাল ৭টা – রাত১০টা

বেলাবো,নরসিংদী।

জি মেইল  drshuhorab85@gmail.com

এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডঃ

ক্লাশ            সন             বিভাগ

এস এস সি    ২০০০        ঢাকা

এইচ এস সি   ২০০২   ঢাকা

ডি ভি এম      ২০০৯  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্রবিদ্যালয়।বরিশাল

Translate »