Breaking News

ব্রয়লার মুরগির ঘর,ব্যবস্থাপনা( টিকা,মেডিসিন,খাবার,লিটার,পর্দা,ব্রুডিং),ওজন,বাচ্চার দাম, রোগব্যাধি,লাভ লস,কেন লাভ বা লস হয়.বিস্তারিত:)

ব্রয়লার মুরগির ঘর,ব্যবস্থাপনা( টিকা,মেডিসিন,খাবার,লিটার,পর্দা,ব্রুডিং),ওজন,বাচ্চার দাম, রোগব্যাধি,লাভ লস,কেন লাভ বা লস হয়.বিস্তারিত:

ব্রয়লার, সোনালি এবং লেয়ারের তুলনামুলক আলোচনা:(১০০০মুরগি সেড সহ)

পয়েন্ট      ব্রয়লার        সোনালি     লেয়ার
বয়স         ৪-৫সপ্তাহ    ৬-৯সপ্তাহ  ৮০-১০০সপ্তাহ
খরচ         ৩লাখ           ২.৫লাখ      ৮-১০লাখ
লাভ        ০-৫০হাজার   ০-৫০হাজার  ০-১লাখ  (লস ও হতে পারে)
শ্রমিক     ১ মাস            ২ মাস        দুই বছর
ঝামেলা   বেশি                কম         খুব বেশি
রিক্স        বেশি               কম          খুব বেশি
লাভ        ১ মাসে           ২ মাসে    ২ বছরে
দক্ষতা     কম লাগে     কম লাগে       বেশি লাগে
জায়গা   ১২শ বর্গফুট  ৮শ বর্গফুট      ১১ বর্গফুট(খাচায়)

১০০০ মুরগির জন্য ঘর:
পূর্ব- পশ্চিম লম্বা হবে

১০০০ মুরগির জন্য সাধারনত ১১৪০-১২০০ বর্গফুট দরকার, একটু বেশি হলে ভাল.গরমের সময় সুবিধা হয়.

বিভিন্নভাবে ১০০০ বর্গফুট করা যায়, যার যার সুবিধা অনুযায়ী.

যেমন নিম্ন রুপ

২৩*৫২ :১০৪০ বর্গফুট বা ২০*৫৭ :১১৪০ বা ৭০*১৭:১১৯০বা৭৫*১৫:১১২৫ বর্গফুট,
দৈঘ্য যা ইচ্ছা করা যায়,প্রস্থ ২৫ফুট এর বেশি করা ভালনা.

উচ্চতা ৮-৯ ফুট  হলে ভাল তবে অধিকাংশ ৭-৮ ফুট,ফ্লোর পাকা ভাল কিন্তু কাচা হলে ইটের খোয়া এবং বালি দিয়ে, তারপর এটেল মাটি দিয়ে লেপে দিতে হবে. শুধু কাচা হলেও চলে.

পাকা ফ্লোর

সুবিধা

পরিস্কার করা  সহজ

ইদুরের আক্রমণ কম হয়

জীবাণূ আক্রমণ কম হয়

অসুবিধা

ফ্লোর পাকা হলে ফ্লোর ভেজা ভেজা থাকে

কাচা ফ্লোর

সুবিধা

খরচ কম

লিটারের আর্দ্রতা সহজে শোষে নেয়

অসুবিধা

পরিস্কার করা কঠিন,জীবণূ থেকে যায়।

 

ঘর তৈরির খরচ:


বিভিন্ন ভাবে বিভিন্ন খরচ করে ফার্ম করা যায়.আমি একটা হিসেব দিলাম(১০০০ ব্রয়লারের জন্য)

পিলার ২০টি ২০০০০টাকা
কাঠ ৩০০০০
টিন ৩০০০০
পরদা৫০০০টাকা
মিস্ত্রি ১০০০০টাকা
নেট ১২০০০টাকা
পাত্র,ব্রডার ১০০০০টাকা
মাটি কাটা ১০০০০টাকা
ইলেক্ট্রিকেল ৫০০০টাকা
সিলিং ৩০০০টাকা
সাইড ওয়াল ১২০০০টাকা

টোটাল:,১,৪৭,০০০টাকা

এর কম -বেশিও হতে পারে।

১০০০ ব্রয়লার মুরগি পালতে

খাবার লাগবে  ৫০ব্যাগ*২১৫০:১০৭৫০০টাকা(অনেকে ৪০-৬০ বস্তা পর্যন্ত খাওয়ায়,২৫-৩৫দিন পর্যন্ত পালে)
বাচ্চা১০০০*৬০; ৬০০০০,এখন বাচ্চার রেট ২৯-৩১টাকা আর মুরগির দাম ১১০-১৫ টাকা।
মেডিসিন ৭০০০টাকা
টিকা ২০০০টাকা
বিদ্যুৎ ১০০০টাকা
লিটার৩০০০টাকা
কর্মচারী ৮০০০টাকা

টোটাল ,১,৮৯,৫০০টাকা

৩০দিন পর ১৭০০ গ্রাম করে ১০০০-৫০ :৯৫০ টির ওজন ১৬১৫ কেজি * ১২৫ টাকা দরে(এখন রেট ১৩০টাকা):২০১৮৭৫টাকা( ৫০ টা মৃত ধরে)

তাহলে লাভ:২০১৮৭৫-১৮৯৫০০:১২৩৭৫টাকা

বেশি লাভ করতে হলে
কর্মচারী ছাড়া ৮০০০ টাকা সেভ হবে
খাবার নগদ হলে ৫০০০ (বস্তা প্রতি ১০০ টাকা কম লাগবে.)

লাভ নির্ভর করে বাচ্চার দাম,রেডি মুরগির দাম,ওজন বেশি আসার উপর মানে ওজন ১৭০০ (৪৭ কেজি * ১২৫:৬০০০টাকা , এবং ওষধ খরচ কমানোর উপর(৩০০০টাকা)

(বাচ্চার রেট  বিভিন্ন সময়২০-৮০টাকা পর্যন্ত হয়,ওজন বিভিন্ন কারণে  ১৪০০গ্রাম-১৮০০গ্রাম  পর্যন্ত হয়,ফিডের দাম ২০০০-২২৫০টাকা পর্যন্ত হয় যা বাকি বা নগদের উপর নির্ভর করে,নিজে পালন করলে ৮০০০টাকা কম লাগবে,অনেক সময় মেডিসিন ৪০০০-১৫০০০টাকা হয়,মরটালিটি ২%-৫০% হয়)

মুরগি যদি ৩০ টা কম মরে তাহলে ৩০*১৭০০:৫১ কেজি *১২৫: ৬০০০টাকা

বাচ্চার দাম যদি ১ টাকা কম হয় তাহলে ১০০০ টাকা

সবকিছু ঠিক থাকলে লাভ হবে:১২৩৭৫+৫০০০+৬০০০+৩০০০+৬০০০+১০০০০+৫০০০:৪৭৩৭৫ টাকা

তাছাড়া রেডি মুরগির দাম যদি আরো ১০ টাকা বেশি হয় তাহলে লাভ ১৫২০*১০:১৫২০০ টাকা যোগ হবে.১৫০০০+৪৭৩৭৫:৬২,৩৭৫ টাকা

আবার সমস্যা হলে ৫০,০০০ টাকা লসও হতে পারে তাই সবকিছু মাথায় রেখে ব্যবসা শুরু করা উচিত.

তবে সঠিকভাবে পরিচালনা করলে লাভ বেশি না হলেও লস হবেনা( আল্লাহ যদি চায়)

টিকা:

১-৫ দিন         আই বি + এন ডি

৮-১২ দিন       গামবোরু

১৫-১৯ দিন     গামবোরু

২৩-২৪দিন         এন ডি(যারা ৩৫দিন বা বেশি  পালন করে তারা দিতে পারেন)

খাবার পাত্র:১-৭ দিন ১০০টির জন্য ১ টি
পানির পাত্র ১০০টির জন্য ১ টি

প্রথম ১ দিন পেপারে খাবার দিতে হবে যাতে খাবার চিনতে পারে।

৭-১৫ দিন পর্যন্ত ৩০ টির জন্য ১ টি খাবার পাত্র এবং ৪০টার জন্য ১ টি পানির পাত্র.

১৫-৩৫ দিন পর্যন্ত ২০-২৫ টার জন্য ১ টি খাবার পাত্র এবং ৩০ টার জন্য ১ টি পানির পাত্র.

খাবার এবং পানির পাত্র কিছু কম বেশি হতে পারে তবে বেশি দেয়াই ভাল বিশেষ করে বাচ্চা অবস্থায়.

ব্রুডিং:

ব্রয়লারের বাচ্চা ২য় সপ্তাহে ২ গ্রাম এবং ৩য় সপ্তাহে ৩ গ্রাম করে প্রতি ঘন্টায় বৃদ্ধি পায়,তাছাড়া প্রতি ঘন্টায় ১ এমএল করে পানি খায়.

পানি যদি ১-৩৫ দিনে ৪০% কম খায় তাহলে ওজন ৪০০ গ্রাম কম হবে.

১ম সপ্তাহে ওজন ১৮০ গ্রাম হলে ৩০ দিনে ১০ গুন মানে ওজন ১৮০০ গ্রাম হবার সম্বাবনা থাকে।

ব্রুডিং এর জন্য আলাদা ঘর রাখা উচিত কারণ ব্রুডিং এর ঘরের ধরণ আলাদা হয় যেমন সাইড ওয়ালের উচ্চতা বেশি,পরদা নিচ থেকে উপর পর্যন্ত ঢেকে দেয়া হয়,তাছাড়া এক সাথে দুটি ব্যাচ পালা যায়.(এক্টাতে বাচ্চার ব্রুডিং আরেকটায় বড় মুরগি)

বাচ্চা আসার আগে ঘরের তাপমাত্রা ৯৫’ ফারেনহাইট বা ৩৩’ সেন্টিগ্রেট করতে যা করার তাই করতে হবে.( কাঠের গুড়ি,স্টোভ, বালব,হারিকেন,কয়লা, হিটার,গ্যাস ব্রুডার,ইনফ্রারেড বাল্ব)

ব্রুডিং এর তাপমাত্রা

১ ম সপ্তাহে ৯৫’ ফারেনহাইট
২ য় সপ্তাহে ৯০
৩ য় সপ্তাহে ৮৫
৪ থ সপ্তাহে ৮০
৫ ম থেকে শেষ পর্যন্ত ৭৫ ‘ ফারেনহাইট

আপেক্ষিক আর্দ্রতা হবে ৫০-৬০%

লিটার এবং রোগ

শীতের সময় লিটার ৩ ইঞ্চি এবং গরমেদ্রতা১ ইঞ্চি করে দিলে ভাল হয় কারণ লিটার পাতলা হলে বাচ্চার শরীরের তাপ বের হয়ে লিটারে চলে যায়. লিটার ভিজা হলে মিক্সার বা নতুন করে দিতে হবে. লিটার ভাল মানে মুরগি ভাল.

লিটার ভিজা হলে আমাশয় হয়, আমাশয় হলে গামবোরু এবং রানিক্ষত হবার সম্বাবনা থাকে.

লিটার বেশি শুকনা হলে স্প্রে করে দিতে হবে কারণ ধূলা বালি নাকে গিয়ে মুরগির ঠান্ডা লাগে,বিশেষ করে বাচ্চার ব্রুডার নিউমোনিয়া হবার সম্বাবনা থাকে.

খাবার এবং পানির পাত্র ও রোগ

খাবার পাত্র দিতে হবে পিঠ বরাবর আর পানির পাত্র দিতে হবে চোখ বরাবর তাহলে মুরগি সহজে খেতে পারবে এবং পানি ও খাবারে ময়লা পড়বে কম ফলে পানি বাহিত রোগ কমে হবে, পেঠ ভাল থাকবে. পাতলা পায়খানা হবেনা ওজন ভাল হবে.তাছাড়া দাডিয়ে খাওয়ার কারণে পায়ের ব্যায়াম হবে এবং প্যারলাইসিস কম হবে.

লিটার যদি খাবার এবং পানিতে পড়ে তাহলে আমাশয় হয় যা সব রোগকে দাওয়াত করে নিয়ে আসে.

প্রতিদিন পানির পাত্র পরিস্কার করতে হবে এবং সপ্তাহে ১ বার খাবার পাত্র পরিস্কার করতে পারলে ভাল.

মুরগির অধিকাংশ রোগ পানির মাধ্যমে আসে.

পর্দা এবং রোগ:

পর্দার নিচের অংশ ফিক্স থাকবে এবং উপর হতে নিচে নামানো হবে,অথবা উপরে চটের অংশ এবং নিচে কাপড়ের অংশ থাকা উচিত যাতে প্রয়োজন অনুযায়ী উঠানো নামানো যায়.

শীতের সময় দরজা এবং পর্দার উপরের অংশ ঢেকে দেয়া উচিত.

পর্দা উপরে ফিক্স থাকলে সঠিকভাবে উঠানো নামানো যায়না ফলে ভিতরে গ্যাস হয়,গ্যাস হলে ধকল পড়ে এবং শ্বাসনালির ক্ষতি করে ফলোইকোপ্লাজমা,ব্রংকাইটিস এবং রানিক্ষেত হতে পারে.

খাবার এবং পানি:

খাবার হিসেবে প্রিস্টাটার বা স্টাটার ১-১৫দিন

স্টাটার বা গ্রোয়ার ১৫-২৫দিন

ফিনিশার ২৫-৩৫ দিন দেয়া হয়. অনেকে শুধু প্রিস্টাটার বা স্টাটার এবং গ্রোয়ার খাওয়ায়,ফিনিশার খুব কম খাওয়ায়.

১ম ২ দিন ৪ ঘন্টা পর পর খাবার দেয়া উচিত এবং খাবার যাতে সব সময় থাকে তানাহলে মুরগি ছোট বড় হয়ে যাবে.

৩-১০ দিন দিনে ৪ বার খাবার দিতে হবে এবং ১১ দিন থেকে দিনে ৩ বার খাবার।

গরমের দিন ঠান্ডা সময় মানে সকালে এবং বিকালে খাবার দিতে হবে.

কতদিনে কত ওজন:

২৬-৩২ দিনে ১৪০০-২০০০ গ্রাম পর্যন্ত হয় আর খাবার খাবে ১০০০ মুরগিতে ৪০-৬০ ব্যাগ.ওজন অনেকটা বাচ্চার মান,ব্যবস্থাপনা,খাবার,সেডে,পরিবেশের  উপর নির্ভর করে.

বাচ্চা, রেডি মুরগি খাবারের দাম

বাচ্চার রেট ২০-৮০ টাকা, রেট উঠানামা করে,

রেডি মুরগির দাম ও উঠানামা করে ৯০-১৪০ টাকা তাই লাভ টা ও উঠানামা করে.
খাবারের দাম বাকিতে ২২০০-২১০০ টাকা, নগদে ২১০০-১৯০০ টাকা

রোগব্যাধি :

প্রধান রোগ হল

আমাশয়

,গাম্বোরু

আই বি এইচ

রানিক্ষেত.

মাইকোপ্লাজমা,

ব্রংকাইটিস,

নেক্রোটিক এন্টারাইটিস,

ব্রুডার নিউমোনিয়া

রিও ভাইরাস ,

এডেনো ভাইরাস।

মেডিসিন:
আমাশয় বেশি হয় তাই

১৩-১৫দিনে

২৩-২৫ দিনে
মোট দুই বার আমাশয়ের ডোজ করা উচিত.

ব্রুডিং এর সময় প্রথম দিন প্রবায়োটিক, সি এবং গ্লোকোজ  বা স্যালাইন দেয়া যায় ,পরের দিন থেকে লাগলে এন্টিবায়োটক দেয়া যায়.
প্রবায়োটিক লিটারের উপর স্প্রে করে দেয়া যায়.

প্রতি সপ্তাহ ২ দিন করে প্রবায়োটিক দিলে ভাল হয় এতে পায়খানা ভাল থাকবে.

পানি এবং রোগ:

পানিতে প্রতিদিন সেফোয়াট বা অন্য কোন ক্লোরিন ব্যবহার করা উচিত,এতে পেঠ ভাল থাকবে, পানির মাধ্যমেই অধিকাংশ (২২ টি)রোগ আসে এবং ওজন কম আসে.

কেন লাভ হয় না কারণ

১রেডি মুরগির দাম উঠানামা করে
২.ওজন কম আসা
৩ মুরগির ঘর সঠিকভাবে করা না  হলে  রোগ ব্যাধি বেশি হয়।
৪.পালন সম্পর্কিত সঠিক ধারনা না থাকা
৫রোগ বালাই
৬.বায়োসিকিউরিটি মেনে না চলা
৭..বাচ্চা ভাল মানের না হওয়া
৮.টিকার মান এবং দেয়ার পদ্ধতি ভাল না হওয়া
৯..বাচ্চার দাম বেশি
১০. খাবারের দাম বেশি
১১.মুক্ত বাজারনীতি মানে দামের উপর সরকারের কোন নীতিমালা নেই.
১২. দেশে কতগুলো ফার্ম আছে,কতগুলো বাচ্চা উৎপাদিত হয় এবং আমাদের চাহিদা কতটুকু তার কোন সঠিক হিসেব নেই ও সে অনুযায়ী কোন ব্যবস্থা নেই.

তবে নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি সঠিকভাবে পালন করতে পারলে লস হবেনা হয়ত কম লাভ হবে কিন্তু বাংলাদেশে দক্ষ লোক এবং ভাল পরিবেশ ও পরিচালনা কঠিন.(ভাগ্য একটা ব্যাপার আছে তা বিশ্বাস করতেই হয়)

Please follow and like us:

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »