Breaking News

খামারী ভুল তথ্য দিলে বুঝবেন কিভাবে,প্রশ্নোত্তর পর্ব এবং টিপস

খামারী ভুল তথ্য দিলে বুঝবেন কিভাবে।কিভাবে সঠিক টা বের করবেন।মনের কথা/না বলা কথাও বুঝতে হবে জানার আছে অনেক কিছু।

১।বয়স ২৬ সপ্তাহ, ডিম বাড়তেছে প্রতিদিন কিন্তু খামারী বলছে খাবার কম খাচ্ছে।

ব্যাখ্যা:খামারী খাবারের হিসাবে ভুল করেছে।খাবার কমে গেলে ডিম বাড়বে না বা কমে যাবে।

২।স্যার জেন্টা ইঞ্জেকশন করেছি। টাইফয়েড আক্রান্ত

মুরগি সুস্থ হয়নি।মারা যায় দিনে ১০-২০টা করে। কি করা যায়।

ব্যাখ্যা: মুরগির টাইফয়েড হয়নি।এইচ ৭ হয়েছে।খামারীর ধারণা ভুল কারণ টাইফয়েড হলে ভাল হত বা মর্টালিটি কমে যেত।কাজেই খামারীর কথায় হবেনা।নিজের দক্ষতাই আসল।

৩।স্যার মুরগির ডিম বাড়তেছে না এবং ডিমের কোয়ালিটি ও ভাল হচ্ছে না।বয়স ৪০ সপ্তাহ।প্রোডাকশন ৮০%।

ব্যাখ্যা : খামারী তথ্য ঠিক মত দেয়নি।অবশ্যই আগে আই বি বা এইচ ৯ হয়েছিল।যার কারণে ডিম কম।প্রশ্ন করে আগের ইতিহাস জেনে নিতে হবে।

৪।স্যার মুরগির চোখ ও মাথা ফুলে গেছে।খাবার ঠিক আছে।

ব্যাখ্যা: কিছুদিন আগে ই ডি এস বা করাইজা ভ্যাক্সিন করেছিল।ভ্যাক্সিন ঠিক মত করতে পারে নাই।গলার উপর দিকে করেছে।তাই ফুলে গেছে।খামারী সেটা বুঝতে পারে নাই/জানা নাই।

৫।স্যার মুরগির বয়স ৫০ সপ্তাহ।

ডিম কমে গেছে ৫-১০%।মারা যায় না।

ব্যাখ্যা: মুরগির মোল্টিং হচ্ছে।পালক পড়ে যাচ্ছে।সেই বিষয়টা খামারী জানেনা।কাজেই নিজ দায়িত্বেই প্রশ্ন করে জেনে নেয়া উচিত।

৬।স্যার কিছু মুরগি শুকিয়ে মারা যায়।বয়স ১৪ সপ্তাহ।

ব্যাখ্যা:খাচায় উঠানোর পর এবং ঠোটকাটার পর কিছু ছোট মুরগি ঠিক মত পানি না খেতে পারলে মারা যায়।খামারী সেই কথাটি না বললেও প্রশ্ন করে জেনে নিতে হবে।৭০০গ্রামের কম ওজনের বাচ্চা খাচায় উঠালে এমন হতে পারে।

৭।স্যার ডিম কিছুটা সাদা ও ছোট হয় ৫% এর মত।বয়স ৩০ সপ্তাহ।

ব্যাখ্যা: চিকিৎসা দেয়ার আগে প্রশ্ন করতে হবে। কবে থেকে এই সমস্যা।প্রশ্ন করলে যদি বলে প্রথম থেকেই তাহলে আর ঠিক হবে না।রিপ্রডাক্টিভ সিস্টেম ডেভেলপ হয়নি কিছু কিছু মুরগির।

৮।খামারী১টা মুরগি নিয়ে আসছে।মুরগির কোন সমস্যা নাই।পি এম করে কিছু পাওয়া যায়নি।

ব্যাখ্যা: গলায় রক্ত জমাট পাওয়া গেছে।প্যাচ লেগে মারা গেছে।কিন্তু খামারী গোপন করেছে বা জানেনা।কাজেই পি এম করলে গলাটা দেখতে হবে।

৯।স্যার একদিনে ৫০-১০০টা বাচ্চা মারা গেছে।কিছুক্ষণ আগেও বাচ্চা ভাল ছিল।

ব্যাখ্যা: কোন প্রানী ঢুকেছিল।না স্যার।ডাক্তার অবশ্যই ঢুকেছিল।মাথার দিকে চামড়া সরালে চিকন দাতের গর্ত পাওয়া যাবে।

পরের দিন হয়ত খামারীর সামনেই বেজি/বিড়াল ফার্মে দেখা যাবে।তখন বুঝতে পারবে।অনেকে আবার ডাক্তারকে পরীক্ষা করার জন্য রোগের নাম জানতে চাইবে।

১০।টাইফয়েডের জন্য জেন্টা ইঞ্জেকশন দিলাম কিন্তু মুরগি সুস্থ হল না।

ব্যাখ্যা: ডাক্তার হিসাবে আমার কোন ভুল হয় না।ভাল না হবার পিছনে অবশ্যই খামারী দায়ী কিন্তু খুজে পাচ্ছিনাজিজ্ঞাসা করলাম কয়দিন দিয়েছেন।খামারী বলল ১দিন।এবার বুঝেন অনেক কিছু জানার আছে।৩দিন করতে হয়।

১১।করাইজার চিকিৎসা দিলাম

কিন্তু আবার হল।

ব্যাখ্যা:আবার হবার সুযোগ নাই যেহেতু আমি চিকিৎসা দিয়েছি তাহলে কেন এমন হল।প্রশ্ন করলাম এন্টিবায়োটিক সব দিয়েছেন।বলল স্যার ৬দিন দেয়ার পর ভাল হয়েছিল তাই আর দেয়নি।এ জন্যই আবার হয়েছে।

১২।খামারী:স্যার মুরগির গাম্বোরু হয়েছে।একজন কেটে বললো।

ব্যাখ্যা:

আমি: মুরগি অসুস্থ না হলে এবং খাবার ঠিক থাকলে গাম্বোরু হবার সুযোগ নাই।কে কি পাইলো/দেখলো সেটার চেয়ে বড় বিষয় মুরগির কি অবস্থা সেটা জানা।

প্রশ্নোত্তর

১.কোন ইনফেকশনে এন্টিবায়োটিক দিলে মর্টালিটি কমে কিন্তু ফ্লকের ইনফেকশন দূর করা যায়।স্থায়ীভাবে থাকে।

উত্তর: সালমোনেলা।

।এ জন্যই সারা পৃথিবীতে সাল্মোনেলা ইনফেকশন হলে ফ্লক বাতিল করে দেয়।

নোট: বাস্তবে আমি ফ্লকগুলোকে জেন্টা ইঞ্জেকশন দিয়ে ৯০-১০০ সপ্তাহ পর্যন্ত রাখতে পেরেছি সব গুলো যেগুলো শুরুতে আমার চিকিৎসা নিয়েছে।

এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স হবার জন্য ব্যাক্টেরিয়ার মধ্যে সালমোনেলাই মেইন দায়ী।পরের ধাপে আছে ভাইরাস।

২.কোন ডিজিজে এন্টিবায়োটিক দিয়েও অর্গানিজমকে কিল্ড করা যায় না কিন্তু মুরগি সুস্থ করা যায়।

উত্তর: করাইজা।

৩।ব্যাক্টেরিয়াল ডিজিজ ছাড়া কোন ডিজিজে অবশ্যই এন্টিবায়োটিক দেয়া উচিত।

উত্তর: কক্সিডিওসিস

Please follow and like us:

About admin

Check Also

বিশ্বে সবচেয়ে বেশি মাংস খাওয়া দেশের তালিকা

পৃথিবীর মোট বার্ষিক মাংসের এক চতুর্থাংশই খায় শুধু উত্তর আমেরিকায়। পৃথিবীর সবচেয়ে বেশি মাংস খাওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »