বিড়ালের ইউ রিনারি সিস্টেমের রোগ
বিড়ালের জটিল সমস্যাগুলোর মধ্যে একটি হলো urinary incontinency or Involuntary leakage of urine from bladder.
★এইক্ষেত্রে যেসকল লক্ষনগুলো পরিলক্ষিত হয়:
বিশ্রামঅবস্থায় urine lekage হবে।
perineum অঞ্চল নোংরা হয়ে থাকে।
ফোটায় ফোটায় urine পড়তে থাকে।
Spontaneous micturation হয় না।
★যেসব কারনে এই সমস্যাটি হতে পারেঃ
1.UTI (urinary tract infection)
2.Bladder stones
3.Urethral obstruction:
*Strictures
*Inflammation
*Neoplasia
*Urolithiasis
4.Concurrent diseases:
*Diabetes
*Cushing disease
*Kidney failure
- Obesity
- Spinal cord disease (এটি হতেপারে জন্মগত অথবা accidental injured)
- Ectopic ureters ( ureter, bladder এর সাথে properly connect থাকেনা)
- Feline Idiopathic cystitis ( বেশিরভাগ বিড়ালের এইটার কারনে incontinency টা বেশি হয়ে থাকে)
- Weakened bladder sphincture
★Behavioral কারনেও এই সমস্যা হতে পারেঃ-
Lack of training
(বিভিন্ন জায়গায় pee করলে সেক্ষেত্রে pee smell remover spray ব্যাবহার করার পরামর্শ দিতে পারেন,ওরা যেখানে পি এর smell পায় সেখানেই পি করে।)
Conginitive changes
★এক্ষেত্রে প্রথম কাজ হলো সঠিকভাবে diagnosis করা।
1.Diagnosis এর গুরুত্বপূর্ণ part হচ্ছে ভালো করে details Histry নেয়াঃ
*Age
*Feeding histry
*Previous disease histry
*Duration of problem
*Appearance of urine
2.এরপর আমরা বিভিন্ন Biochemical test এ যেতে পারিঃ
এক্ষেত্রে যদি সম্ভব হয় ছোট pot এ urine collect করতে বলতে হবে অন্যথায় direct bladder থেকে সংগ্রহ করতে হবে (cystocentesis).
Blood urea nitrogen (BUN) test, Blood creatinine test করে আমরা বুঝতে পারবো Renal failure,urethra blockage , bladder rupture হওয়ার সম্ভাবনা আছেকিনা।
এছাড়াও Reagent strips ব্যাবহার করে আমরা খুব সহজেই urinalysis করতে পারি;এর মধ্যে কয়েকটি যেমনঃ
PH- Bacterial infection থাকলে urine alkalosis হয়
Glucose- glucose level বেশি থাকলে diabetes
Protein:- protein level বেড়ে গেলে urolith or uroplug হওয়ার সুযোগ থাকে।
3.Ultrasound & X-ray :
Ultrasound এর মাধ্যমে bladder এর wall এর thickness দেখে বুঝতে হবে Cystitis হয়েছে কিনা,calculi আছেকিনা।
X-rayr মাধ্যমে বিশেষ করে urolithiasis & accidental case গুলোতে stone এবং bladder এর condition clear দেখা যায়।
এছাড়াও spinal cord disease diagnosis করার জন্য এক্স-রে করতে হয়।
★Treatment :
Based on diagnosis.
Initial stage এ থাকলে চিকিৎসায় সম্পূর্ন ভালো হওয়ার সুযোগ থাকে।Surgical management : Catheter set করে দেয়া হয়।
Accidental case গুলোর prognosis very poor.catheter set or manually press করে urine বের করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে ।
Dry food avoid করতে হবে এবং পর্যাপ্ত পরিমান বিশুদ্ধ পানি খাওয়াতে বলতে হবে।
এইখানে আমি মূলত diagnostic procedure গুলো focus করার চেষ্টা করেছি।
লেখক ডা নাফিজ আহমেদ লিমন