Breaking News

বিড়ালের ইউ রিনারি সিস্টেমের রোগ

বিড়ালের ইউ রিনারি সিস্টেমের রোগ

বিড়ালের জটিল সমস্যাগুলোর মধ্যে একটি হলো urinary incontinency or Involuntary leakage of urine from bladder.

★এইক্ষেত্রে যেসকল লক্ষনগুলো পরিলক্ষিত হয়:

বিশ্রামঅবস্থায় urine lekage হবে।
perineum অঞ্চল নোংরা হয়ে থাকে।
ফোটায় ফোটায় urine পড়তে থাকে।
Spontaneous micturation হয় না।

★যেসব কারনে এই সমস্যাটি হতে পারেঃ

1.UTI (urinary tract infection)

2.Bladder stones

3.Urethral obstruction:
*Strictures
*Inflammation
*Neoplasia
*Urolithiasis

4.Concurrent diseases:
*Diabetes
*Cushing disease
*Kidney failure

  1. Obesity
  2. Spinal cord disease (এটি হতেপারে জন্মগত অথবা accidental injured)
  3. Ectopic ureters ( ureter, bladder এর সাথে properly connect থাকেনা)
  4. Feline Idiopathic cystitis ( বেশিরভাগ বিড়ালের এইটার কারনে incontinency টা বেশি হয়ে থাকে)
  5. Weakened bladder sphincture

★Behavioral কারনেও এই সমস্যা হতে পারেঃ-

Lack of training
(বিভিন্ন জায়গায় pee করলে সেক্ষেত্রে pee smell remover spray ব্যাবহার করার পরামর্শ দিতে পারেন,ওরা যেখানে পি এর smell পায় সেখানেই পি করে।)
Conginitive changes

★এক্ষেত্রে প্রথম কাজ হলো সঠিকভাবে diagnosis করা।

1.Diagnosis এর গুরুত্বপূর্ণ part হচ্ছে ভালো করে details Histry নেয়াঃ

*Age
*Feeding histry
*Previous disease histry
*Duration of problem
*Appearance of urine

2.এরপর আমরা বিভিন্ন Biochemical test এ যেতে পারিঃ

এক্ষেত্রে যদি সম্ভব হয় ছোট pot এ urine collect করতে বলতে হবে অন্যথায় direct bladder থেকে সংগ্রহ করতে হবে (cystocentesis).

Blood urea nitrogen (BUN) test, Blood creatinine test করে আমরা বুঝতে পারবো Renal failure,urethra blockage , bladder rupture হওয়ার সম্ভাবনা আছেকিনা।

এছাড়াও Reagent strips ব্যাবহার করে আমরা খুব সহজেই urinalysis করতে পারি;এর মধ্যে কয়েকটি যেমনঃ

PH- Bacterial infection থাকলে urine alkalosis হয়

Glucose- glucose level বেশি থাকলে diabetes

Protein:- protein level বেড়ে গেলে urolith or uroplug হওয়ার সুযোগ থাকে।

3.Ultrasound & X-ray :

Ultrasound এর মাধ্যমে bladder এর wall এর thickness দেখে বুঝতে হবে Cystitis হয়েছে কিনা,calculi আছেকিনা।

X-rayr মাধ্যমে বিশেষ করে urolithiasis & accidental case গুলোতে stone এবং bladder এর condition clear দেখা যায়।
এছাড়াও spinal cord disease diagnosis করার জন্য এক্স-রে করতে হয়।

★Treatment :

Based on diagnosis.
Initial stage এ থাকলে চিকিৎসায় সম্পূর্ন ভালো হওয়ার সুযোগ থাকে।

Surgical management : Catheter set করে দেয়া হয়।

Accidental case গুলোর prognosis very poor.catheter set or manually press করে urine বের করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে ।

Dry food avoid করতে হবে এবং পর্যাপ্ত পরিমান বিশুদ্ধ পানি খাওয়াতে বলতে হবে।

এইখানে আমি মূলত diagnostic procedure গুলো focus করার চেষ্টা করেছি।

লেখক ডা নাফিজ আহমেদ লিমন

Please follow and like us:

About admin

Check Also

খরগোশের হক জয়েন্ট এ ক্ষত

#Rabbit . #Sore_Hocks . এর খুব ভালো বাংলা অর্থ করতে পারছিনা তবে একটু বুঝিয়ে বললে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »