Breaking News

ভেট ডাক্তার হিসাবে কোন বিষয়ে স্পেশালিস্ট হবার সুযোগ আছে।

আমাদের দেশে ভেটেরিনারি পেশা নিয়ে সাধারণ মানুষের জানাশুনা অনেক কম, কিন্তু অনেক শিক্ষিত মানুষ এ পেশা নিয়ে মাঝে মধ্যে এমন সব মন্তব্য করেন যে তাদের নিজেদের জ্ঞানের পরিধি আন্দাজ করা কঠিন হয়না। প্রাণী ও মানব কল্যানে নিয়োজিত এ পেশাজীবীদের নিয়ে অবান্তর মন্তব্য করার আগে Veterinary শব্দটি লিখে গুগলে সার্চ করলেও এক মিনিটেই জানা সম্ভব এ পেশার পরিধি কত বৃহৎ!

মানুষ ব্যতীত পৃথিবীর জল ও স্থলের প্রানিকুলের যেকোন প্রাণীর চিকিৎসা করার রাষ্ট্রীয় বৈধতা আছে একমাত্র ভেটেরিনারিয়ানদের। তাই ভেটেরিনারি বিষয়ে যারা পেশাগত ডিগ্রি অর্জন করেন তাদের কাজের ক্ষেত্রও বিশাল। আমেরিকান ভেটেরিনারি মেডিক্যাল এসোসিয়েশনের আইন অনুযায়ী একজন ভেটেরিনারিয়ান অন্তত নিম্নোক্ত ২২ টি বিষয়ে স্পেশালাইজেশন করতে পারেন-
১ . Anesthesia and analgesia specialist
২ . Animal welfare specialist
৩ . Behavioral medicine specialist
৪ . Veterinary clinical pharmacologist
৫ . Animal dentistry specialist
৬ . Dermatologist
৭ . Emergency and critical care specialist
৮ . Internal medicine specialist যেমন কার্ডিওলজি, নিউরোলজি ইত্যাদি।
৯ . Laboratory animal medicine specialist
১০ . Veterinary microbiologist
১১ . Animal nutritionist
১২ . Veterinary ophthalmologist
১৩ . Veterinary pathologist
১৪ . Poultry veterinary medicine specialist
১৫ . Preventive medicine veterinarian
১৬ . Veterinary radiologist
১৭ . Species – specific veterinary specialist যেমন পাখি বিশেষজ্ঞ, গবাদি প্রাণী বিশেষজ্ঞ, সরীসৃপ ও উভচর প্রাণী বিশেষজ্ঞ ইত্যাদি
১৮ . Sports medicine and rehabilitation veterinarian
১৯ . Veterinary surgery specialist
২০ . Theriogenologist
২১ . Veterinary toxicologist
২২ . Zoo and wildlife veterinarian
….
মো: জহুরুল ইসলাম (ডিভিএম, পিএইচডি)

Please follow and like us:

About admin

Check Also

একজন ভেট এর সাথে কি কি থাকা জরুরি।

একজন ভেট এর সাথে কি কি থাকা জরুরি। আগে জানতে হবে ডাক্তার কোন স্পিসিস নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »