Breaking News

Anal_sac_disease_of_dog

#Anal_sac_disease_of_dog
অনেকদিনপর লিখতে বসেছি তাই ভাবলাম আজকে আর মেরাথন না একটু অন্য ধাচে লিখি।চেষ্টা করছি শর্টকাটে মূল বিষয়গুলো তুলে ধরার।চলুন তাহলে শুরু করা যাক,

★সাধারনত anal sac or anal gland জনিত সমস্যাটি কুকুরের ক্ষেএে সবচেয়ে বেশি হয়ে থাকে।
এই gland দুটি কুকুর এবং বিড়ালের anus এর ভিতরের অংশে ঘড়ির কাটার 4 & 8 o’clock position এ থাকে।

★এই anal gland থেকে foul smelling material (oily,brown color) secret হয়।সাধারনত defecates এর মধ্য দিয়ে gland গুলো empty হয়ে যায়।মজার বিষয় হলো এই foul smelling material এর মাধ্যমে তারা অন্যান্য সদস্যদের জানান দেয় যে এলাকায় Boss আসছে।গেঞ্জাম করার সময় দুষ্টগুলো এই material secret করে পরিবেশ নষ্ট করে দেয়।

★এখন কোন কারনে যদি এই material secret না করতে পারে তাহলে তা gland এর ভিতর impact হয়ে যায় যার কারনে তারা discomfort feel করে,পরবর্তিতে সেইখান থেকে abscess পর্যন্ত হতে পারে।

★এটি মূলত হয়ে থাকে gland এর duct narrow হওয়ার কারনে,material গুলো বের হতে পারেনা যার ফলে material গুলে dry হয়ে glandএর ভেতর impact হয়।Sac empty না করলে পরবর্তিতে abscess পর্যন্ত হতে পারে।

★এইসময়ে কুকুরগুলো বিভিন্ন ধরনের abnormality show করে;
>Anal region এ excessively licking করে।

> Anus এর bottom অংশ দিয়ে মেঝেতে ঘষাঘষি করে ,এর ফলে অনেক owner মনে করে কৃমি হয়েছে।

>Constipation,painful defecation হয়ে থাকে।

#সমাধান করার উপায়:

>প্রাথমিক পর্যায়ে আক্রান্ত gland কে manually finger দিয়ে empty করতে হবে।এক্ষেত্রে আঙ্গুলে olive oil তেল দিয়ে নিলে সুবিধা হয়।

> খাবার তালিকায় fiber জাতীয় খাবারের পরামর্শ দিতে হবে।

>abscess immature থাকলে hot fomentation দিয়ে mature করতে হবে।অতপর ভালো করে puss drain out করে saline water দিয়ে wash করতে হবে।সাথে antibiotic,anti-inflammatory এবং oinment prescribe করতে হবে।

>সবচেয়ে উত্তম হলো surgeryr মাধ‍্যমে gland remove করে নিলে ভবিষ‍্যতে আর কোন সমস‍্যা হওয়ার সম্ভাবনা থাকে না।

বি:দ্র:চিকিৎসা দেয়ার আগে অবশ‍্যই anesthesia or sedation করে নিতে হবে।

Please follow and like us:

About admin

Check Also

খরগোশের হক জয়েন্ট এ ক্ষত

#Rabbit . #Sore_Hocks . এর খুব ভালো বাংলা অর্থ করতে পারছিনা তবে একটু বুঝিয়ে বললে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »