Breaking News

এ‍্যালকালয়েড পয়জনিং(Alkaloid Poisoning)ও কার্বো-হাইড্রেট এনগোর্জমেন্

এ‍্যালকালয়েড পয়জনিং(Alkaloid Poisoning)ও কার্বো-হাইড্রেট এনগোর্জমেন্ট(Carbohydrate engorgement).

গুল্মজাতীয় গাছ গাছড়া খেয়ে এ‍্যালকালয়েড পয়জনিং (বনমূলা,বনতুলসী, শিয়ালমতি,মেকুরশুকা) হয়।

১) ভাত খেয়ে পেট জাম হলে,খাদ‍্য হজম না হওয়ায় রক্তে শর্করার ঘাটতি পড়ে। উপরন্তু শরীরে পানিশূন্যতা দেখা দেয়। পায়খানা বন্ধ থাকে পরবর্তীতে পাতলা পায়খানা হয়ে পানি ও পূষ্টি শুন‍্যতা দেখা দেয়।
নিম্নোক্ত চিকিৎসায় দ্রুত পায়খানা হয়ে গরু সুস্থ হয়।

এ‍্যালকালয়েড পয়জনিং-এ কোন এন্টিডোট নাই। ফলে নিম্নের চিকিৎসায় পশুর তাড়াতাড়ি পায়খানা হয়ে বিষাক্ত খাদ্য বের হয়ে যায় ও ডেক্সট্রোজ ব‍্যবহারে পশু সতেজ হয়।
(১০০-১৫০কেজি দৈহিক ওজনের জন্য)
১।১০%ডেক্সা-একূয়া প্রয়োজন মত শিরায় ইঞ্জেকশন।
২। ইঞ্জেকশন এন্টহিষ্টামিন/ডেক্সা মিথাসন।
৩। ইঞ্জেকশন সোডিব/সোডি-বাই-কার্ব:৫০-১০০সিসি শিরায় ইঞ্জেকশন। ভাত খাওয়ার একদিন পর।
৪।এস.আর.প্রোবায়োটিক প্লাস (S.R.Probiotic Plus): ১০০-২০০গ্রায প্রতিবারে প্রথম দিন ২বার।
৫।এস.আর ডেক্সট্রোজ (S.R.Dextrose): ১০০-২০০গ্রাম প্রতিবারে প্রথম দিন ২বার।
৬।এস.আর.বভি(S.R.Bovi ):
১থেকে২প‍্যাকেট প্রতিবারে দিনে দুইবার হালকা গরম পানিতে।

Please follow and like us:

About admin

Check Also

আমি ফ্যাসিওলা বলছি…(কলিজা কৃমি)

আমি ফ্যাসিওলা বলছি… ???????   আমাকে চিনতে পারছেন? আমি লিভার ফ্লুক/কলিজা কৃমি। অন্ত্রে বসবাসকারী যত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »