Breaking News
বেল্টভিল স্মল হোয়াইট টার্কি
বেল্টভিল স্মল হোয়াইট টার্কি

বেল্টসভিল স্মল হোয়াইট টার্কি

বেল্টসভিল স্মল হোয়াইট টার্কিঃ
এটি   গৃহপালিত টার্কি । এটি  ছোট থেকে মাঝারি হয় এবং পালক সম্পূর্ণরূপে সাদা ।

এ জাতের টার্কির নামকরণ জায়গার নামানুসারে করা হয়েছে
বৈশিষ্ট্য: 

 খুবই সুন্দর,পালক সম্পূর্ণরূপে সাদা  ।

মাথার কেশগুচ্ছ কালচে বর্ণের।

চোখের রং ধুসর বাদামি বর্ণের,  স্যাংক ও আংগুল   সাদা গোলাপী ।

বেশ সহ্য ক্ষম এবং সহনশীল ক্ষম।

বয়স্ক পুরুষ টার্কি’র   ৭ কেজি 

 বয়স্ক স্ত্রী টার্কি’ র  ওজন ৪ .৫ কেজি

মাংসের জন্যই  পালন করে।

ব্রিডার্স খামারিদের কাছে প্রদর্শনীর জন্য এ জাতের টার্কি আকর্ষণীয় ও উপযুক্ত।

যে কোন আব হাওয়ায় বেঁচে থাকে।

উৎপত্তি ঃ আমেরিকা

Please follow and like us:

About admin

Check Also

স্ট্যান্ডাড ব্রোঞ্জ

স্ট্যান্ডার্ড ব্রোঞ্জ টার্কি:

স্ট্যান্ডার্ড ব্রোঞ্জ টার্কি :– ব্রোঞ্জ টার্কির  উৎপত্তি হয়েছে ইউরোপিয়ান ঔপনিবেশিক কর্তৃক আমেরিকার বন্য টার্কি ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »