Breaking News
ব্লু স্লট টার্কি
ব্লু স্লট টার্কি

ব্লু স্লট টার্কি

ব্লু স্লট টার্কি
এটি আমেরিকার গৃহপালিত টার্কি।

এ জাতের টার্কি দেহের পালকের জন্য স্লট ধুসর রঙের  টার্কি হিসেবে পরিচিত।

ধারণা করা হয় যে ব্ল্যাক নরফোক  এবং আমেরিকার পূর্বাঞ্চলীয় বন্য টার্কির সংকরায়নের মাধ্যমে এ জাতের টার্কির উন্নয়ন  করা হয়েছে।

কেউ কেউ মনে করে  ব্ল্যাক টার্কি  এবং হোয়াইট জাতের টার্কি সংকরায়নের এ জাতের টার্কির উন্নয়ন ঘটানো হয়েছে।
স্লট টার্কি ১৮৭৪ সালে আমেরিকান পোল্ট্রি এসোসিয়েশন কর্তৃক অনুমোদিত হয়।

বর্তমানে এ জাতের টার্কি বিলুপ্ত প্রায় টার্কি হিসেবে সরকারি লাইভস্টক বিভাগ কর্তৃক তালিকাভুক্ত করা হয়।
বৈশিষ্ট্য ঃ
এটি আকারে মাঝারি থেকে বড় ।

এ জাতের টার্কি  বেশ সুন্দর।

,এ জাতের টার্কির দেহের পালকে ছোট ছোট কালো দাগ দৃশ্যমান।

স্লট টার্কির  মাথা,ওয়াটল ও ঘাড় লাল থেকে সাদাটে নীলাভ রঙের ।

এ জাতের টার্কির ঠোঁট শিং এর  কালারের মত।

চোখ বাদামি ।

।স্যাংক ও  নখ  সগোলাপী ।
বয়স্ক পুরুষ টার্কির গড়  ওজন ১০.৫ কেজি এবং   স্ত্রী টার্কির    ওজন ৬.৫ কেজি।

এটি মাংস উৎপাদনের জন্য পালন করা হয়।
স্লট টার্কি  সহনশীল ও শান্ত

কোন কোন সময় এ জাতের টার্কি আক্রমণাত্মক ভঙ্গি প্রদর্শন করে।

মাংসের ঘ্রাণ  খুব ই ভাল।

স্ত্রী টার্কি  ফোটা ফোটা দাগযুক্ত ক্রিম বা বাদামি রঙের ডিম পাড়ে।

এটি খুবই শক্তিশালী ও সহ্যক্ষমতা সম্পন্ন ।

 

Please follow and like us:

About admin

Check Also

ন্যারাগানসেট টার্কি

ন্যারাগানসেট টার্কি : যুক্ত্ররাস্ট্রের পূর্বাঞ্চলীয় জংগলের বন্য টার্কি ও গৃহপালিত টার্কির মধ্যে ক্রস করে ন্যারাগানসেট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »