Breaking News

বিষাক্ত ব্যাঙ

চকচক করলেই যে সোনা হয়না, বা সোনার মতন দেখতে হলেই যে তা নিয়ে চুমু খাওয়া যাবেনা, তা “Golden Poison Frog” নামে একধরনের ব্যাঙ দেখলেই বোঝা যায়।

বিশ্বের # সবচেয়ে_বিষধর_মেরুদন্ডী প্রাণি বলে এদের বেশ খ্যাতি আছে। মাত্র ১-২ ইঞ্চি দৈর্ঘের ২৮গ্রামেরও কম ওজনের এই ব্যাঙটি আত্মরক্ষার কাজে যে বিষ ছুড়ে দেয়, তার মাত্র ১ মিলিগ্রাম বিষ দিয়ে ১০-২০ জন মানুষ মারা সম্ভব, অর্থাৎ যা ২টা আফ্রিকান হাতি মারার জন্যে যথেষ্ঠ। । এর পুরো ১গ্রাম বিষ দিয়ে প্রায় ১৫০০ মানুষ মারা সম্ভব । কলম্বিয়ার রেইনফরেস্ট অঞ্চলে এদের বসবাস। ঐ এলাকার আদিবাসি লোকজন এটার বিষকে কাজে লাগিয়ে ডার্ট তৈরী করে।

এরা বনের উইপোকা, ঝিঝিপোকা, ঘাসফড়িঙ জাতীয় পোকামাকড় খেয়ে জীবনধারণ করে থাকে। আর মজার ব্যাপার হচ্ছে এরা এদের এই বিষ এদের দেহে উৎপন্ন হয়না, এইসব পোকামাকড় খেয়েই সংগ্রহ করে। মোটামুটি ১০বছরের মত বাঁচে এরা। তবে বর্তমানে বিপন্নপ্রায়।

Sohrab Ali Mollah
DVM, BSMRAU
সূত্র: ইন্টারনেট

Please follow and like us:

About admin

Check Also

বিলুপ্তপ্রায় পাঁচটি প্রাণী- রাজশকুন, ঘড়িয়াল, মিঠাপানির কুমির, নীলগাই এবং শুশুক

বর্তমান সময়ে জীববৈচিত্র্য পড়েছে মহা সংকটে। ইতোমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে তালিকাভুক্ত অসংখ্য প্রজাতির উদ্ভিদ ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »