Breaking News

পোল্ট্রি_ও_পাখির_জন্য_ঠান্ডা_প্রতিরোধ_ও_প্রতিকারে_ভেষজের_জাদুকরি_অবদান_ভেষজ_টনিক”

পোল্ট্রি_ও_পাখির_জন্য_ঠান্ডা_প্রতিরোধ_ও_প্রতিকারে_ভেষজের_জাদুকরি_অবদান_ভেষজ_টনিক

পশুপাখির ঠান্ডা জনিত রোগ বেশি হয় মূলত শীত ও অতিরিক্ত গরমে।গরমে সহজে ঠান্ডা সমস্যা প্রতিরোধ করা গেলও শীতের সময় বিষয়টা খুব কঠিন হয়ে পড়ে ।এই কঠিন বিষয়টাই সহজ করে সস্থির মুখ দেখায় প্রকৃতির মহা অমূল্য উপহার ভেষজ ।।প্রকৃতির বিশেষ অবদান।

⁉️কি ভাবে বোঝা যায় পোল্ট্রির বা পাখির ঠান্ডা লেগেছে

?প্রথমে চোখে পানি জমে,আস্তে আস্তে চোখ ফোলে।
?ঘন ঘন মাথা ঝাঁকায়
? নাক ঝারে, হাঁচি দেয়
?অনেক সময় ঘন ঘন নিঃস্বাস নেয়
?নাক দিয়ে পানি পরে।

এই কয়টি লক্ষণ পরিলক্ষিত হলেই বোঝা যাবে পোল্ট্রি ও পাখির ঠান্ডা লেগে গেছে।

এই ঠান্ডা যাতে না হয় বা কোন কারণে হয়ে গেলে নিম্নে বর্ণিত জাদুকরি টনিক ব্যবহার করে উপকার পাওয়া সম্ভব——

‼️জাদুকরি ভেষজ টনিকের উপাদান সমূহ

আদা ১ইঞ্চি পরিমান
লবঙ্গ ৪ ৫ টা
দারুচিনি ২ইঞ্চি পরিমান
তেজপাতা 3 টা
তুলসীপাতা ১০ ১২টা
এলাচি ২টা

১লিটার পানিতে সব গুলো উপাদান ফুটিয়ে আধা লিটার পানিতে রূপান্তর করতে হবে।পানি প্রায় কালো লাল টাইপ হয়ে যাবে।এই টনিক কুসুম গরম পানিতে মিশিয়ে পোল্ট্রিকে ও পাখিকে খেতে দিতে হবে ।

? ব্যবহার বিধি

প্রতি লিটারে ৪ চা চামুচ করে টনিক ও সাথে ১ চা চামুচ লেবুর রস ও ১চা চামুচ মধু মিশিয়ে খাওয়াতে হবে।(অবিশ্যই কুসুম গরম পানিতে দিতে হবে)। ঠান্ডা প্রতিরোধে ১দিন অন্তর অন্তর ।আর ঠান্ডা লেগে গেলে ৩ দিন টানা ২ বেলা । ভালো হয়ে গেলেও দেওয়া যাবে ।সমস্যা নাই এতে পোল্ট্রির ও পাখির শরীর ভাল থাকবে।

⚠️⚠️সতর্কীকরণ⚠️⚠️

↪️ এই টনিক 3 দিন সংরক্ষণ করে রাখা যায়।

↪️ টনিকের পাশাপাশি অবশ্যই রসুন ব্যবহার করতে হবে ১চা চামুচ রসুন বাটা ১লিটার পানিতে।১ দিন অন্তর অন্তর।

↪️ টনিকের সাথে রসুন মিক্স করে দেওয়া যাবে না।

প্রকৃতিতেই শক্তি প্রকৃতিতেই মুক্তি। নিয়মিত ভেষজ ব্যবহারের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ব্যাপক উপকার পাওয়া সম্ভব।সবচেয়ে বড় বেপার ওষুধের খরচ কমে যাবে তথা রোগ হবার ই সুযোগ পাবে না।প্রকৃতিতে সব রকম রোগের ওষুধ ই বিদ্যমান।যার রয়েছে অতুলনিয় ও আশ্চর্য রকমের রোগবালাই নিধনের ক্ষমতা।তাই আমাদের উচিত প্রকৃতির এই আশীর্বাদ কে নির্দ্বিধায় গ্রহণ করা ও এর উপর আমল করা।

???Accept nature’s gift ,, be and keep healthy?️?️?️?️???

Originated by
Joya K Ahmed

Please follow and like us:

About admin

Check Also

লবঙ্গ

লবঙ্গ (Syzygium aromaticum, অন্য নাম Eugenia aromaticum or Eugenia caryophyllata) এক প্রকারের মসলা ও ভেষজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »