বিড়ালকে বিছানায় নিয়ে ঘুমানো ক্ষতিকর ?
আপনার বিড়াল নিয়মিত বাইরে আসা-যাওয়া করলে সালমোনেলা, বিভিন্ন প্রকারের জীবাণু, ফাঙ্গাল ইনফেকশন; এমনকি বার্ড ফ্লুর মতন রোগও বহন করে নিয়ে আসতে পারে। তাই নিজের পরিবার এবং আপনার পোষা বিড়ালের নিরাপত্তার কথা চিন্তা করে সে বাইরে গিয়ে ঘরে ফিরে আসলে নিয়মিত পরিষ্কার করান।
সালমোনেলা এবং ক্যামিলোব্যাকটার বিড়াল থেকে সবচেয়ে বেশি পরিমাণে ছড়ানো দুটি ব্যাকটেরিয়া। মানুষের দেহে এগুলি সর্দি-জ্বরের মতন পরিস্থিতি সৃষ্টি করতে পারে। যা মাঝেমধ্যে ইনফেকশনের দিকেও মোড় নেয়।
বিড়াল বাইরে থেকে আসার পর ভালোমতন লক্ষ্য করুন তার শরীরে কোনো ময়লা আবর্জনা লেগে আছে কীনা। সম্ভব হলে আপনার বিছানাটি এমনভাবে তৈরি করুন যাতে আপনার বিড়াল বিছানায় না ওঠে।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের মতন প্রতিষ্ঠানও প্রতিবার বিড়াল ধরার পর হাত ধুয়ে ফেলার পরামর্শ দেয়। বিড়ালকে ধরলে বা আদর করলে খাওয়ার আগে অবশ্যই সাবান দিয়ে হাত ভালোভাবে ধুয়ে নেবেন।
pet.xyz