Breaking News

ফাউমি মুরগি

ফাউমি ফাউমি মুরগি

ফাউমি জাতের মুরগি
উৎপত্তিঃ এ জাতের মোরগ-মুরগীর উৎপত্তিস্থল মিশরের ফাউমি প্রদেশ।

৩০০০ খৃস্ট পূর্ব
বৈশিষ্ট্যঃ
১. পালকের রং কালো ও সাদা ফোটা ফোটা, ঘাড়ের পালক সাদা।
২. কানের লতি এবং গায়ের চামড়া সাদা।
৩. ডিমের খোসা সাদা।
৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি,আর্দ্রতা ,গরম পরিবেশে ঠিকে থাকে।ভাল দোড়াতে পারে।

চরে বেড়ায় এবং যে কোন বিপদের হাত থেকে রক্ষা করতে পারে।
উপযোগীতাঃ ডিম উৎপাদনকারী জাত হিসাবে পরিচিত এ জাত আমাদের দেশীয় আবহাওয়ায় পালনের উপযোগী। এদের বার্ষিক গড় ডিম উৎপাদন ১৫০- ২০০ টি (৫৫%)।

ডিমের ওজন ৪২-৪৫গ্রাম,ডিমের রং হালকা সাদা।

মুরগি কুচে হবার রেকড আছে।

১৯-২০ সপ্তাহে ১ম ডিম পাড়ে এবং ২৮-৩৫ সপ্তাহের বেশি ডিম পাড়ে।

প্রাপ্ত বয়স্ক মোরগের ওজন ১৮০০-২০০০গ্রাম এবং মুরগির ওজন ১৪০০-১৬০০গ্রাম

ডিম  বিক্রি হয়  প্রতিটা  ১০- ১৫টাকা

বাচ্চা ৩০ -৩২টাকা

মাংস ১৭০-২২০টাকা কেজি

২মাসে ৭৫০-৮০০গ্রাম হয়।

 

 

Please follow and like us:

About admin

Check Also

#বনরাজা_মুরগীঃ২ মাসে ২-৩কেজি খাদ্য খেয়ে ১১০০-১২০০গ্রাম ওজন আসে।

#বনরাজা_মুরগীঃ এই মুরগীর উদ্ভাবক ভারত সরকারের “প্রজেক্ট ডাইরেক্টরেট অন পোল্ট্রি “। এই মুরগীর পালকে বিচিত্রতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »