Breaking News

সোনালী

সোনালী
উৎপত্তিঃ আর আই আর জাতের মোরগ-এর সাথে ফাউমি জাতের মুরগীর মিলনে সৃষ্ট জাত।
বৈশিষ্ট্যঃ

সোনালী
১. মোরগের গায়ের রং সোনালীর মধ্যে কালো, পাখায় সাদা ফোটা ফোটা। মুরগীর গায়ের রং হলুদ কালো।
২. আকারে মাঝারি। ডিমের খোসা ক্রিম বর্ণের।
৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি।
উপযোগীতাঃ ডিম উৎপাদনকারী জাত হিসাবে পরিচিত এ জাত আমাদের দেশীয় আবহাওয়ায় পালনের উপযোগী। পূর্ণ বয়স্ক একটি মোরগের ওজন ২- ২.৫ কেজি ও মুরগীর ওজন ১.৫- ২ কেজি। এদের বার্ষিক গড় ডিম উৎপাদন ১৫০- ২০০ টি।

 

Please follow and like us:

About admin

Check Also

মুরগির শরীরের বিভিন্ন অংশ,পায়খানা,ডিম এবং শরীরের পরিবর্তন দেখে রোগ নির্ণয়.Trachea,Heart,proventriculus,Gizzard,intestine,nervous system,Bursa,Spleen,Mouth,saliva,Kidney,liver,Respiratory system,comb -Face- Wattle,joint- leg,Feather,Eyes,Diarrhoea,Head,Mortality,skin muscle,bone,Gland,Lung,Ovary-Uterus,Oesophagus- Crop,Faeces,Egg,Change of Body.

  ১.proventriculous:প্রভেন্টিকোলাস দেখে রোগ নির্ণয়.(Muscle stomach/Glandular stomach) 1、Glandular nipple top bleeding – Newcastle disease. 2、Glandular …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »