Breaking News

পুষ্টিগীতি (গাভীপালনে ঘাস) ———————ডাঃগায়েন

পুষ্টিগীতি (গাভীপালনে ঘাস)
———————ডাঃগায়েন (

গরু হৃষ্টপুষ্টে ঘাস না দিলেও ,দুধের গাভীর ঘাস চাই,
ঘাস ছাড়া পাললে গাভী জনন অঙ্গে রোগ বালাই,
খামার গড়া ,ঘাস ছাড়া ,বৃথা চেষ্টা কেবল ভাই।।

গাভীপালন করতে গেলে আগে চাই ঘাস,
প্রজননের খনিজ,ভিটামিনের ঘাসেঘাসে বাস,
ঘাসে এ ,ই/ সেলেনিয়াম দেখি,
(বছরবছর)বাচ্চা পেতে কষ্ট নাই।।

জনন অঙ্গ গড়তে প্রোটিন,ঘাসে বেশি বেশি,
নেপিয়ার, পারা,জার্মান, হোক না সে ঘাস দেশি,
বেশি দানাদারে /মোটা করে,
ডিম্বাশয় নিষ্ক্রিয় পাই।।

ভিটামিন এ-র অভাবে জননাঙ্গ পরিপক্ক নয়,
অভ্যুলেশন,ইনভোলিউশন,বাধা ডাক আসায়,
ডি ভিটামিন/থাকলে ক্ষীণ,
আসে না ওই ডাকটাই।।

ক্যালসিয়াম ঘাসে বেশি ,দানাদারে কম,
ফসফরাস দানাদারে রয়েছে উত্তম,
(বাছুরের)হাড়গঠনে /সবক্ষণে
লাগে ওই দুইটাই।।

(ওভারীতে) সিস্ট গঠন,ফুল না পড়া, ই,সেলেনিয়াম দায়ী,
(ভিটামিন)ডি,এ কম দায়ী নয় ,আমি বলতে পারি,
কচি ঘাসে ই/এলজিতে ডি,
শাক পালনে ই/এলজিতে ডি,
গমে ই /ছোলায় দেখি,
ক্রুসিফেরাসে সেলেনিয়াম পাই,( সরিষা,ফুলকপি, বাঁধাকপি,মূলা ইত্যাদি)
গম, ভুট্টা, ছোলাও খাওয়াই।।

Please follow and like us:

About admin

Check Also

টিকা ও ওষুধের ব্যবহার পদ্ধতি (এম এ ইসলাম)

টিকা ও ওষুধের ব্যবহার পদ্ধতি  টিকা ও ওষুধের সঠিক ব্যবহার রোগপ্রতিরোধ ও নিরাময় নিশ্চিত করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »