চিতা Vs চিতাবাঘ !!
চিতা ও চিতাবাঘ বলতে হয়তো আমরা একই প্রাণীকে বুঝি।কিন্তু আসলে তা নয়।এদের মধ্যে বিরাট প্রার্থক্য বিদ্যমান।
চিতা:চিতা ক্যানেডি পরিবারের একটি প্রাণী।এটি আকারে ছোট কিন্তু লম্বাটে,ছিপছিপে দেহ এদের,মুখমন্ডল অপেক্ষাকৃত ছোট।এদের শরীর হালকা হলুদ রংয়ের সাথে ছোপ-ছোপ স্পট।চিতা পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন প্রাণী।চিতা গাছে উঠতে পারেনা।চিতা তার সম্পূর্ণ গতিতে ৩০ সেকেন্ড দৌড়াতে পারে,কারন এতে তার শরীর দ্রুত গরম হয়ে পড়ে।চিতা সর্বোচ্চ দেড় মিনিট একটানা দৌড়াতে পারে।চিতা মাত্র ৩ সেকেন্ডে তার গতি ৬০ কি.মি/ঘন্টায় তুলতে পারে।দ্রুতগতি চিতার শিকারের মূলমন্ত্র।এদের পায়ের ক্ষুর অনেকটা কুকুরের মত,তাই চিতা গাছে উঠতে পারে না।চিতা প্রতিবার একটি শাবক জন্ম দেয়।
চিতাবাঘ:প্যানথেরা পরিবারে অন্তর্গত চারটি প্রজাতির মধ্যে চিতাবাঘ একটি।চিতাবাঘ গাছে চড়তে ওস্তাদ।এদের শরীর মাঝারি আকৃতির অনেকটা বাঘের মতই।চিতাবাঘের শরীর হালকা সাদাটে,আর স্পটগুলি কালো।চিতাবাঘ তার নিজের ওজনের দুইগুন ভারী কোন শিকার নিয়ে গাছের ১৫ মিটার উচুতে উঠতে পারে।চিতাবাঘের পা বিড়াল কিংবা বাঘের ন্যায়।জাগুয়ার চিতার ন্যায় আরেকটি প্রজাতি।