ফার্মে আগমণ ———- ২১/০৬/২০১৯ লাইভ ওজন ২৩৯ কেজি ।
নিয়মিত চেকআপ —– ২৬/০৮/২০১৯ লাইভ ওজন ৩৩০ কেজি ।
গত ৬৭ দিনে ওজন বেড়েছে ৯১ কেজি । দৈনিক ১৩৫৮ গ্রাম করে ।
দৈনিক —– ৩ কেজি দানাদার । ————- ৬৯ টাকা
দৈনিক —–১৫ কেজি ঘাস ও খড় । ——– ১৫ টাকা
দৈনিক —- ২৫ লিটার পানি । —————- ০০ টাকা
দৈনিক শ্রমিক ও বিদ্যুৎ খরচ —————– ৪১ টাকা
———————————————————————–
৬৭ দিনে ৯১ কেজি ওজন বৃদ্ধির জন্য — ১২৫ টাকা দৈনিক খরচ করে প্রতিদিন গ্রোথ ১৩৫৮ গ্রাম পাচ্ছি ।
Roki biswas
গরুর সম্পূরক খাদ্যের তালিকা
দুধের গরুর জন্য
গমের ভুষি – ১০ kg*৩১=৩১০
ধানের কুড়া – ৩০ kg*১০=৩০০
ভুট্টা ( ইস্ট ফার্মেন্টেটেড ) -২৫ kg*২০=৫০০
মুসুর ভুষি – ১০ kg*২৬=২৬০
খেসারি ভুষি – ১০ kg *৩২=৩২০
সরিষার খৈল – ১০ kg*৩৩=৩৩০
মলাসেস- ১kg*২২=২২
লবন – ২ kg *২০=৪০
ডি বি – ২ kg*১৫০=৩০০
মোট ১০০ kg =২৩৮২ টাকা
প্রতি kg ২৩.৮২ টাকা
মোটাতাজার গরুর জন্য
ধানের কুড়া – ২৫ kg *১০=২৫০
ভুট্টা ( ইস্ট ফার্মেন্টেটেড )- ৫০ kg*২০=১০০০
খেসারি ভুষি – ১৫ kg*৩২= ৪৮০
সরিষার খৈল – ১০ kg*৩৩=৩৩০
মলাসেস -১ kg*২২=২২
লবন – ১ kg*২০=২০
ডি বি – ১ kg*১৫০=১৫০
মোট ১০৩ kg = ২২৫২ টাকা
প্রতি kg ২১.৮৭ টাকা
দুধের এবং মোটাতাজা উভয়ের জন্যই পর্যাপ্ত কাঁচা ঘাস খাওয়াতে হবে
আরেকটি ফর্মোলা
প্রতি ১০০ কেজি লাইভওয়েটের ষাঁড় বা মোটাতাজা করণের গরুকে যদি ৫০০ গ্রাম ঈস্ট ফারমেন্টেড কর্ণ, ১০০ গ্রাম সয়াবিনের /সরিষার খৈল অথবা যেকোন ডালের ভুষি,২৫০ গ্রাম চালের কুরা এবং ১৫০ গ্রাম ইউরিয়া মোলাসেস ব্লক (ইউ,এম,বি) দেয়া যায় তাহলে গরুর দৈনিক বৃদ্ধি হবে অকল্পনীয় ভাবে দারুণ। আমি ক্রস জাতের ষাঁড়ে এটা এপ্লাই করে ভালো ফল পেয়েছি।দিনে ১৫০০গ্রাম ওজন বেড়েছে।
Credit : Mukti Mahmud (পি ডি এফ)
নিচের গরুগুলো দিনে ১১০০ গ্রাম করে ওজন বেড়েছে।একজন খামারীর অভিজ্ঞতা থেকে নেয়া হয়েছে।
এসব ওজনের কারণের ক্ষেত্রে গরুর জাত,যত্ন,খাবার।তাছাড়া কোন রোগ ব্যাধি না হওয়া মূখ্য ভুমিকা পালন করেছে।