Breaking News

অটো এবং প্রচলিত পানি সিস্টেমের সুবিধা -অসুবিধাঃ

অটো এবং প্রচলিত পানি সিস্টেমের সুবিধা -অসুবিধাঃ

অটো বেল ড্রিংকার সিস্টেম

সুবিধাঃ

১.পরিশ্রম ৬০% কমে যায় কারণ পানি টানার ঝামেলা নাই।

২.পানি দেয়ার সময়টাকে ফার্মের টুকিটাকি কাজে মনোযোগ দেয়া যায়।

৩.পানি সব সময় পাত্রে থাকায় মুরগি পর্যাপ্ত পানি পাবে এবং ওজন একটু বেশি আসবে।

অসুবিধাঃ

১.এক কালীন ১০-১৫হাজার টাকা খরচ হবে।(১০০০-১৫০০ মুরগির জন্য)

বড় পানির ট্যাংকি বসালে অতিরিক্ত ১০হাজার টাকা বেশি লাগবে তবে এতে বেশি মুরগি পালা যাবে।

২.সেটিং ঠিক মত না হলে ফার্মে গিয়ে দেখবেন লিটার সব ভিজে গেছে।

সেটিং ঠিক মত করা লাগবে এবং পানি কিভাবে কম বা বেশি আসে সেটা জানা লাগবে।কিভাবে ঠিক করতে হয় সেগুলো জানতে হবে।প্রয়োজনে কারো ফার্মে গিয়ে শিখে আসতে হবে।

পাত্রে পানি না আসলে খুলে ভিতরের ময়লা পরিস্কার করে দিতে হবে।

যাদের কাছ থেকে কিনবেন তাদের উচিত হবে এসব বিষয় শিখিয়ে দেয়া।

বড় ট্যাংকি থেকে পানি দিলে আগের দিনের ঠান্ডা পানি ফেলে দিয়ে গরম পানি দিতে হবে।বিষয়টা মাথায় রাখতে হবে।

প্রতিদিন একবার পাত্র ফোম/কাপড় দিয়ে মুছে দিতে হবে সকাল বেলা।পানির পাত্রে ময়লা হলে দিনে ১ বা ২বার পানি ফেলে দিতে হবে(দুপুর এবং রাতে)।

মুরগি বিক্রির পর পানির লাইন ফ্লাশ করা উচিত।

মেডিসিন দিলে সেগুলো ভিতরে জমা হয়ে জীবানূর লোড বেড়ে গিয়ে পানির মাধ্যমে মুরগিতে চলে আসার সম্ভাবনা থাকে।

প্রচলিত/ম্যানুয়াল পানির সিস্টেমের সুবিধা -অসুবিধা

সুবিধাঃ

তুলনামূলকভাবে পানি বেশি পরিস্কার থাকে যদি পাত্রের উচ্চতা ঠিক থাকে।

টাটকা পানি পায়।

অসুবিধাঃ

১.অনেক কস্ট এবং সময়ের কাজ।তাই কাজের লোক বেশি লাগে। ৪০০০মুরগি ২জন লোকে পালন করলে কস্ট হয় অথচ অটো ড্রিংকারে ১ জন ই ৩০০০-৪০০০ পালন করতে পারবে।এতে মাসে ৬০০০-১০০০০টা খরচ কমে যাবে।

২.মুরগি পর্যাপ্ত পানি পায় না।কারন পানি শেষ হবার সাথে সাথে পানি দেয়ার সুযোগ হয় না। এতে ওজন কিছুটা কম আসে।

৩.নরমাল পানি পাত্রের দাম এবং স্ট্যান্ড মিলে অটো সিস্টেমের প্রায় অর্ধেক দাম হয়ে যায়।

পাত্র ৬৫+ স্ট্যান্ড ৬৫ঃ১৩০টা।

অটো বেল ড্রিংকার ৩২০ তবে এখন ৩৫০টা

নোটঃ১

আমি অটো বেল ড্রিংকার সিস্টেমটাকে ভাল মনে করি।

তাছাড়া কাজের লোক মানেই বাড়তি ঝামেলা। যতটুকু পারা যায় কাজের লোক কম রাখা যায় তত ভাল।কাজের লোকের জন্য আমার ফার্ম বন্ধ করে দেয়ার মত অবস্থা হয়েছে।

একটা ব্যাচ পালন করেছি।কয়েকটা ব্যাচ পালন করলে আরো ভাল বলা যাবে।

যারা অটো ড্রিংকারে পালন করেন তারা কমেন্ট করে অভজ্ঞতা শেয়ার করলে অনেকের উপকার হবে।

নোটঃ২

সকালে খাবার দেয়ার পরে পানির লাইন অন করা উচিত।পানির লাইন অন করে খাবার দিলে খাবার খাওয়ার জন্য দৌড়া দৌড়ি করে পানি ফেলে দিবে।

খাবারের জন্য মাঝে এক্টা লাইন রাখা উচিত আমার টার মত।এতে করে পানির পাত্রের সাথে ধাক্কা লাগার সম্ভাবনা কমে যাবে।

পানির পাত্র এবং খাবার পাত্র এক লাইনে দিলে ধাক্কা লেগে পানি পড়ে

Please follow and like us:

About admin

Check Also

পোল্ট্রি ব্যবস্থাপনা এক কথায় কি বুঝায়

পোল্ট্রি ব্যবস্থাপনা এক কথায় কি বুঝায় এক কথায় ফার্মের ব্যবস্থাপনা হল লুংগী পড়ে নদী পাড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »