Breaking News

Veterinary Expert তৈরী প্রয়োজন, সবজান্তা নয়।

Veterinary Expert তৈরী প্রয়োজন, সবজান্তা নয়।

একজন ভেট গরু, মহিষ, উট, ঘোরা, বাঘ, সিংহ, হাতি, ছাগল, ভেড়া, দুম্বা, হরিণ, কুমির, সাপ, হাঁস, মুরগি, টার্কি, কোয়েল, কবুতর, সৌখিন পাখি, খরগোশ, কচ্ছপ, কুকুর, বিড়াল ইত্যাদি অসংখ্য প্রজাতির রোগনির্ণয় করবে, চিকিৎসা করবে, প্রয়োজনে অপারেশন করবে, খাদ্য ও পুষ্টি সম্পর্কে বলবে, প্রজনন ও স্বাস্থ্য সম্পর্কে বলবে, প্রাণিজ আমিষ উৎপাদন নিয়ে কাজ করবে, খামার ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ দিবে, রোগব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিয়ে কাজ করবে, রোগ নির্ণয়ের জন্য ডিজিজ সার্ভিলেন্স করবে, নমুনা সংগ্রহ করবে, ল্যাবে টেস্ট করবে, পোস্ট মর্টেম করবে।

কিন্তু কেন? হিউম্যান সাইটে কি কোন ডাক্তার এভাবে একাই সব কাজ করে?

যিনি শিশু ডাক্তার, তিনি কি চর্ম ও যৌন বা গাইনি ও অবস্ট্রেটিকস নিয়ে কথা বলেন?

যিনি মেডিসিন বিশেষজ্ঞ, উনাকে কি সার্জারী কেইসে ওটিতে দেখা গিয়েছে?

যিনি নিউরো সার্জন, উনি কি ডায়াবেটিস বা পুষ্টি বিশেষজ্ঞ?

কিন্তু একজন ভেট চোখ অপারেশন করেন, সিজার করেন, হার্নিয়া অপারেশন করেন, টিউমার অপারেশন করেন, প্যাটেলার ডেসমোটমি করেন, মাথার ভিতর গিড ডিজিজ অপারেশন করেন, ক্যাস্ট্রেশন করেন, স্পেইং করেন, আট্রেসিয়া আনাই করেন ইত্যাদি ইত্যাদি।

তিনি আরপি জানেন, এআই জানেন, পলিসিস্টিক ওভারি কেইস হ্যান্ডেল করেন, গাইনিকোলজিক্যাল প্রবলেমগুলো সলভ করেন, চিকিৎসা করেন, এমব্রিও ট্রান্সফার নিয়ে কাজ করেন, আলট্রাসনোগ্রাফিও তার কাজ।

তিনি এক্স রে করবেন, ব্লাড টেস্ট করবেন, ফিসিস টেস্ট করবেন, সেরোলজিক্যাল টেস্ট করবেন, পিসিআর করবেন, কালচার মিডিয়া করবেন, আন্টিবায়োটিক সেনসিটিভিটি টেস্ট করবেন।

তিনি ডিজিজ সার্ভিলেন্স করবেন, আউটব্রেক নিয়ে কাজ করবেন, রোগ নিয়ন্ত্রণে টিকা নিয়ে কাজ করবেন।

অফিস সামলাবেন, রেজিস্টার লিখবেন, রিপোর্টিং করবেন।

প্রটোকল দিবেন, মিটিং এ আটেন্ড করবেন, বিভিন্ন দিবস উদযাপনে কাজ করবেন, পরীক্ষার হল ও নির্বাচন সামলাবেন।

খামার ভিজিট করবেন, প্রশিক্ষণ দিবেন, বৈঠক করবেন, উদ্যোক্তা তৈরী করবেন, উন্নত প্রযুক্তির সম্প্রসারণ করবেন।

তিনি ২৪ ঘণ্টা জনগণকে সেবা দিবেন, খামারির অভিযোগ শুনবেন, ফোন রিসিভ করবেন, পাবলিক ও জনপ্রতিনিধি সামলাবেন।

ইত্যাদি। কিন্তু কেন? আমি একজন ভেট বলে?

আমাদের সবজান্তা হওয়ার প্রয়োজন নেই।
Expert হওয়া প্রয়োজন।

আর Specific সাইট এ এক্সপার্ট তৈরীর উদ্যোগ ডিএলএস কেই নিতে হবে।

Dr Nazmul Haque Taufique

কলকাতাতে এক দাদাকে জিজ্ঞেস করলাম, আপনাদের এখানে DVM দের সরকারি চাকুরীতে নিয়োগ প্রক্রিয়া কি?
বল্ল, আমাদের এখানে পোস্টের নাম “ভেটেরিনারি অফিসার!” আর শুধু ভাইভা হয়। ভাইভাতে পাশ করলেই চাকুরী।
আর ভেটেরিনারি রিলেটেড চাকুরী না করলে WBCS (West Bengal Civil Service) পরীক্ষা দিয়ে অন্য জবে ঢুকতে পারবা। কিছুটা আমাদের দেশের মতই।

আর আমাদের দেশে DVM রিলেটেড জবে ঢুকতেও বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি পড়ে এক্সাম দিতে হয়। একথা শুনে উনারা বলতেছিলেন, পুরাই ত হযবরল অবস্হা তোদের! ভেটেরিনারি রিলেটেড জব পেতে এগুলা এক্সাম দিতে হবে কেন?
আসলেই ত! এজন্য দেখি লেভেল-৩ থেকেই আমাদের দেশে BCS এর পড়া শুরু করে। কে কতবার রিভিশন দিল এ নিয়ে খোচা মারামারি হয়। কে কয়টা BCS এর সাবজেক্ট শেষ করল তার প্রতিযোগীতা চলে। অথচ এসময় আমাদের সাবজেক্ট রিলেটেড বিষয়ে টেকনিক্যালি অনেক সাউন্ড হওয়ার কথা ছিল! ভাল ট্রিটমেন্ট শিখতে গেলে নিজের সাবজেক্ট রিলেটেড পড়াশোনার বিকল্প নাই! যার জন্য এরা আমাদের থেকে টেকনিক্যালি অনেক সাউন্ড! আর এই সিস্টেমের জন্য ফিল্ডে গিয়ে কোয়াকদের থেকে আমাদের শিখতে হয়।
যদি VS হতে গেলে শুধু DVM রিলেটেড বিষয়গুলার উপর এক্সাম দিতে হত তাহলে সবাই কোমর বেধে BCS এর মত নিজের সাবজেক্ট রিলেটেড পড়াশোনা শুরু করত! অধিকাংশই স্ট্যান্ডার্ড মানের ডাক্তার হত। আল্টিমেটলি দেশের জনগণের উপকার হত আর সরকারের উদেশ্য ও সফল হত!

আমি করব ট্রিটমেন্ট! অথচ আমাকে জব পেতে এক্সাম দিতে হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান! এর চাইতে হাস্যকর কিছু হতে পারে?
সিস্টেম পরিবর্তন করা জরুরী হয়ে পরছে!)

Dr Shohel Rana

সব মিলে জগাখিচুরি। কিছুই ভাল হবে না এবং হচ্ছেনা।
তবে আপাতত অর্গান স্পেসিফিক না হয়ে স্পিসিস স্পেসিফিক হলেই হবে।
দেশের টেকনোলজি এবং দেশের খামারীদের চাহিদা ও শিক্ষার প্রেক্ষিত বিবেচিনায় নিতে হবে।
পোল্ট্রি বিশেষজ্ঞ, ডেইরী বিশেষজ্ঞ, পেট বিশেষজ্ঞ, জু এনিম্যাল বিশেষজ্ঞ, যথেস্ট ল্যাব, প্যাক্টিস করার পরিবেশ।ক্যাম্পাস থেকে প্যাক্টিস শিখে আসা উচিত।

বি সি এস পরীক্ষায় ভেটদের জন্য ৮০%-৯০% প্রশ্ন করতে হবে ভেট রিলেটেড। এভাবে আস্তে আস্তে মানিয়ে নিতে হবে।

Please follow and like us:

About admin

Check Also

খামারীদের কেমন পরামর্শ দেয়া উচিত,কোনটা উচিত না এবং কিছু আলোচনা।

খামারীদের কেমন পরামর্শ দেয়া উচিত,কোনটা উচিত নাএবং কিছু আলোচনা। খামারীদের পরামর্শ দিতে গিয়ে যাতে সেটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »