Breaking News

Poultry Doctor BD এপস দিয়ে অনলাইন পোল্ট্রি সার্ভিস

এটি পোল্ট্রি ও ডেইরী খামারীদের জন্য করা হয়েছে।

আমি ডা মো সোহরাব হুসাইন অনেকে আমাকে চিনেন আমার পেজ ও ব্লগের মাধ্যমে।
page:poultry problems & solutions
Blog:www.poultrydoctorsbd.com.
এগুলো আমার হাতেই গড়া এবং আমার লেখা ও কালেকশন।
১০ বছর ধরে পোল্ট্রি সেক্টরের প্রায় সব জায়গায় আল্লাহ কাজ করার সুযোগ দিয়েছে।

যেমন
#পোল্ট্রি(লেয়ার,ব্রয়লার,সোনালী,টার্কি, হাস,কবুতর,কোয়েল)

ডেইরী
#নিজস্ব লেয়ার ও ব্রয়লার ফার্ম
#ফিডমিল,ফিড ফরমুলেশন,হ্যাচারী,ব্রিডার ফার্ম ,পোল্ট্রি ল্যাব,পোল্ট্রি টেকনিকেল ও মার্কেটিং এসব জায়গায় কাজ করার অভিজ্ঞতা দিয়েই আমার লেখালেখি।
অনেকে বিভিন্নভাবে আমার সাথে যোগাযোগ করে যেমন মোবাইল, ইনবক্সে,মেসেঞ্জারে,ইমোতে,ব্লগে মেসেজ দেয়া,বিভিন্ন বিষয় জানার চেষ্টা করে,সব সময় সবার সাথে সব কিছু আলোচনা বা পরামর্শ দেয়ার সুযোগ হয়ে উঠেনা ।তাই সব বিষয়কে এক জায়গায় একটা সিস্টেমে নিয়ে আসার জন্য চালু করেছি Poultry Doctor BD এপস দিয়ে   অনলাইন পোল্ট্রি সার্ভিস যেটা প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে রেজিস্টেশন করতে হবে। একবার করলে আর ২য় বার করতে হবে না।পাস ওয়াড মনে রাখলেই হবে।
১.এই সার্ভিসে কি কি সুবিধা পাওয়া যাবে
পোল্ট্রি ও ডেইরীর  বিষয়ে সব প্রশ্নের উত্তর পাবে(চিকিৎসা ,পরামর্শ এবং ফিড ফর্মুলা।
#লেয়ার,ব্রয়লার,সোনালী,টার্কি, হাস,কবুতর এর ব্যবস্থাপনা ও চিকিৎসা পাবে।
#ব্যবস্থাপনার দিকে নজর দেয়ার কারণে মেডিসিন্স খরচ কম হবে,লাভ বেশি হবে।
#দ্রুত ও সঠিক চিকিৎসা পাবে।
#নিজেকে দক্ষ করে তুলতে পারবে।
#এক জায়গায় সব সেবা পাবে।
#ঝুকি কম হবে
#আধুনিক পদ্ধতিতে পোল্ট্রি পালন করতে পারবে।

#নতুন ও আধুনিক পদ্ধতি মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে,আগের নিয়ম ৫০% ভুল।
#পোল্ট্রি ঝুকির ব্যবসা তাই লাভ লস থকবে এটা মেনে নিয়ে ব্যবসা শুরু করতে হবে।
#চিকিৎসা নয়,ব্যবস্থাপনার দিকে জোর দিতে হবে।
পোল্ট্রিতে ৮০% ব্যবস্থাপনা বাকি ২০% চিকিৎসা।

#খামারীর চাওয়া:ডাক্তার মুরগি সুস্থ করে দিবে।এটা ভুল।
ডাক্তারের ভুমিকা:
রোগ নির্ণয়, চিকিৎসা, প্রোগ্নোসিস মানে কতগুলো মুরগি মারা যেতে পারে,প্রডাকশন কত কমতে পারে,সুস্থ হবার পর ডিম কত বাড়তে পারে,সুস্থ হতে কতদিন লাগবে,চিকিৎসার খরচ কি রকম হবে,রাখলে লাভজনক হবে কিনা এসব বিষয়ে ধারণা দেয়া।
#ডাক্তার ও খামারীর সম্পর্ক
প্রচলিত:মুরগি অসুস্থ হলে ডাক্তারের ইনকাম বাড়ে।এটা বলতে ভাল শুনা যায়না,কিন্তু এটিই সত্যি।
বিকল্প:ডাক্তার ফারমের জন্য নিয়োজিত থাকবে,সব কিছু ডাক্তারের পরামর্শ অনুযায়ী হবে।
খামারী ডাক্তারকে প্রতিমাসে নির্দিষ্ট ফি দিবে।
ফলাফল:

এতে খরচ কম হবে,লাভ বেশি হবে।ডাক্তার ফার্ম কে নিজের মনে করে সব কিছু করবে।
##ফার্মে যদি কোন সমস্যা হয় তাহলে ১৫-২৫ টি  প্রশ্নের উত্তর দিলেই বুঝা যাবে  কি সমস্যা,সে অনুযায়ী  প্রেস্ক্রিপশন করে দেয়া হবে।
#এই সার্ভিস বাবদ প্রতি প্রেস্ক্রিপশনের জন্য খামারীকে ২০০টাকা ফি দিতে হবে।পরামর্শের জন্য ১০০টাকা,ফিড ফর্মুলার জন্য ৫০০টাকা দিতে হবে।

 বিকাশ   পেম্যান্ট  নাম্বার ০১৯৮৬৭০৮৬৩৯
##রোগ নির্ণয় করতে কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে
প্রশ্নমালা
১।টাইপ(লেয়ার,ব্রয়লার,সোনালী,টারকি,কোয়েল,হাস ,গরু ছাগল ,ভেড়া ,মহিষ)
২।সংখ্যা
৩।বয়স
৪।কতগুলি অসুস্থ
৫।কতগুলো মারা গেছে
৬।কতদিন ধরে অসুস্থ
৭।রানিক্ষেতের টিকা ও কৃমিনাশক কবে দেয়া হয়েছে
৮।পায়খানা(সাদা,লাল।কালো,সবুজ,নীল,ফেনা,পাতলা)
৯।শাসকষ্ট (হাচি,কফ,গড়্গড়)দিনে,রাতে ,নাকি দিনে ও রাতে
১০।প্যারালাইসিস আছে নাকি নাই
১১।ডিম কত কমছে বা ডিমের কালার,সাইজ,আকাবাক কিনা,খোসা পাতলা বা ছোট কিনা
১২।খাবার কত কমছে,কোন কোম্পানীর খাবার, পানি কত কমছে নাকি বেশি খাচ্ছে।
১৩।চোখে সমস্যা(ফোলা নিচে ,নাকি চারদিকে,অল্প না বেশি।
১৪।ওজন কেমন কম না ভাল,,বিভিন্ন সাইজের নাকি সমান
১৫।মুরগি খাচা্‌,মাচায়,না ফ্লোরে
১৬।একই ফারমে বিভিন্ন বয়সের মুরগি নাকি একই বয়সের
১৭।ফারম নতুন না পুরাতন
১৮। খাবার প্রজাতি অনুযায়ী দিচ্ছে নাকি লেয়ার কে ব্রয়লার খাবার নাকি সোনালীকে ব্রয়লার খাবার দিচ্ছে।
১৯।ব্রয়লার ও সোনালী কতদিন গ্যাপ দিয়ে তুলা হয়।
২০ কি কি চিকিৎসা দেয়া হয়েছে
২১।আশে পাশে বা এই থানায় কোন সমস্যা আছে কিনা
২২।অনেক দিন ধরে মুরগি শুকিয়ে যাচ্ছে কিনা
২৩।মুরগি কি হঠাত মারা যায় নাকি অসুস্থ হয়ে মারা যায়।
২৪।বাচ্চা কোন কোম্পানীর,বাচ্চা বাসি কিনা।

Please follow and like us:

About admin

Check Also

একজন ভেট এর সাথে কি কি থাকা জরুরি।

একজন ভেট এর সাথে কি কি থাকা জরুরি। আগে জানতে হবে ডাক্তার কোন স্পিসিস নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »