Breaking News
ঝুঁটি
ঝুঁটি

ঝুটি,ফেইস,ওয়াটল দেখে রোগ নির্ণয়

ঝুটি, ফেইস এবং ওয়াটল দেখে মুরগির রোগ নির্ণয় ঝুঁটি

মুখ দেখে প্রায় ১৫টি রোগের অবস্থা বুঝা যায়

কলের্রা,ক্রনিক কলেরা,এ আই,করাইহা,পক্স,ফ্যাটি লিভার,সাল্মোনেলা,টক্সিক ফিড,বায়োটিন/প্যান্টোথেনিক এসিড/ভিটামিন এ/রিবোফ্লবিন এর ঘাটতি,ফুসারিয়াম টক্সিকোসিস,ভুল ভ্যাক্সিনেশন

১।ঝুটি নীল এবং ফোলা,বেগুনী

কলেরা,এ আই ও স্পাইরোকেটোসিস এর যে কোন একটি হতে পারে।

২.সাদা পাউডার ডিপোজিট এবং ওয়াটল ফোলা(ঠান্ডা)

ক্রনিক কলেরা

৩.ঝুটি গরম

#করাইজা

ঝুটি গরম,ফোলা ও নডিউলযুক্ত

 পক্স (skin,eyelid,face & base of beak) এ লেশন থাকবে।

৪.ফেইস ফোলা,ঝুটি এবং ওয়াটল নীল:

#কলেরা

৫.ফেইস এবং ইনফ্রাঅরভিটাল সাইনাস ফোলা সাথে +- কনজাংটিবাইটিস

#.করাইজা সাথে  চোখ দেখতে হবে,(চোখের নিচে ক্যাজিয়াস ম্যাস থাকে)
# এ আই (এ আই হলে  লিভার দেখতে হবে বড় ও নরম কিনা)

৬.Non inflammatory swelling of wattles +-edema of face

#Toxic Feed

৭. parrot beak

biotin or panthoneic deficiency

৮.ঝুটি বড়

#ভিটামিন এ এর ঘাটতি
#Fusarium Toxicosis সাথে ( enlarge ovary & bursa,prolapse of cloca,cystic oviduct.)দেখতে হবে।

৯. ঝুটি ও ওয়াটল নীল

#Spirochaetosis  সাথে( fever,dullness,enlarge liver & spleen) হবে।
# Blue comb diseases( no fever,drop production,diarrhoea)

১০।.greyish scab like deposit at corner of mouth or eyelid.

#Riboflavin deficiency ( chicks)

১১.Faultry Administration of vaccine

Abnormal swelling of Face and Head.

১২।ঝুটি ফ্যাকাশে হয়

সাল্মোনেলোসিস

ফ্যাটি লিভার

Please follow and like us:

About admin

Check Also

মেজর ভুল ডায়াগ্নোসিস গুলো কি কি

১.৬-৭দিনের বাচ্চার ক্ষেত্রে কোন মর্টালিটি হলে সাল্মোনেলা বলা হয় যা ৯৯%ই ভুল। কারণ বাচ্চার লিভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »