Breaking News

মাদারীপুর জেলার ফার্ম ভিজিটের আপডেটঃ

No photo description available.
Image may contain: sky, cloud, outdoor, water and nature
Image may contain: indoor

মাদারীপুর জেলার ফার্ম ভিজিটের আপডেটঃ
কম্বাইন্ড ফার্ম লেয়ার, ব্রয়লার ও মাছ।
লেয়ার ৫০০০, বয়স ২৬ সপ্তাহ,প্রডাকশন ৩৩০০ উঠার পর কমতে কমতে ২৯০০ চলে আসে.
১৫দিনে প্রায় ১৮০ মুরগি মারা যায়।তবে ৩-৫দিনেই ১৫০টির মত মারা যায়।
ঈদের আগের দিন ১৬টা,আর ঈদের দিন প্রায় ৪৫টি মুরগি মারা যায়।ঈদের দিন আমাকে কল দিলো।
খামারী বললো আমার মুরগি সব মারা যাবে,দয়া করে একটু আসবেন।
খামারী ঈদের দিন বাড়ি যায় নি এমন কি কোরবানী ও দেয় নি।
মনটা খুব খারাপ।ফার্ম থেকে বাসায় যায় নি।আমার জন্য অপেক্ষা করতেছিল।
আমি ঈদের পরেরদিন মুরগি দেখার পর,পরের দিন মানে ঈদের ৩য় দিন কোরবানি দিয়েছিল।
আমি মুরগি দেখার পর বললাম আপাতত ভয়ের কিছু নাই।
আপনার মুরগি অতি গরম,অধিক আর্দ্রতা, ফ্যাটি লিভার,ইউনিফর্মিটি খারাপ এবং ক্যানাবলিজমের জন্য মারা গেছে।
সাথে সাথে একটা টেস্ট করলাম এবং যে ভয় টা পেয়েছিল তা দূর হলো।বললাম
আপনি নিশ্চিত মনে বাসায় যান।
তবে বাকি কয়েকটি টেস্ট করে আরো বিস্তারিত জানাবো।
বাকি রিপোট গুলো তেমন খারাপ ছিলো না তবে টাইটার বেশি ছিল।
আজকে ডিম ৩৭০০ এবং মর্টালিটি তেমন নাই।

Please follow and like us:

About admin

Check Also

মেজর ভুল ডায়াগ্নোসিস গুলো কি কি

১.৬-৭দিনের বাচ্চার ক্ষেত্রে কোন মর্টালিটি হলে সাল্মোনেলা বলা হয় যা ৯৯%ই ভুল। কারণ বাচ্চার লিভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »