Breaking News

হার্ট দেখে রোগ নির্ণয়

এটি নরমাল হার্ট

হার্ট দেখে প্রায় ৩০টি রোগ নির্ণয় করা যায় তবে হার্ট ছাড়াও অন্য লেশন ও লক্ষণ থাকতে পারে।

প্যারাটাইফয়েড,পুলোরাম,টাইফয়েড,মেরেক্স,লিউকোসিস,কলিসেপ্টীসেমিয়া,সি আর ডি,স্টেপ্টোকক্কাস,স্টেফাইলোকক্কসা্‌,ক্যাল্পাইলোব্যাক্ট্‌ কলেরা,জি ডি,আই বি এইচ,গাউট,লবনের প্যজনিং,টক্সিন ফ্যাট সিন্ড্রম,বটুলিজম,এসাইটিস,সউডোমোনাস,ভিটামিন ই ও সেলেনিয়াম এর ঘাটতি,লিস্টেরিয়া,ইরাইসিপেলাস,স্পারোকেটোসিস

তাই রোগ নির্ণয় করতে পাশাপাশি অন্য লেশন দেখতে হবে।

একই লক্ষণ আবার কয়েকটি রোগের ক্ষেত্রে দেখা যায় সে ক্ষেত্রে টেস্ট করা উচিত।

1.Pericarditis with milky or fibrinous exudate(৬টি রোগের ক্ষেত্রে এমন হতে পারে)

Paratyphoid হবে  যদি  mortality হয় এবং বয়স ২০ সপ্তাহের দিকে বেশি হয়।

Colisepticemia  হবে যদি fibrinous perihepatitis,peritonitis,salpingitis হয়।

C R D হবে  যদি  Airsacculitis হয়,cheesy exudate very common)

Pullorum হবে  যদি বয়স ৩ সপ্তাহ হয় ।

Typhoid হবে যদি বয়স ২০ সপ্তহারের বেশি হয় ।

Streptococcusis (sporadic ) infarct in liver

2.Hydropericardium (watery fluid around heart) (৫টি রোগের ক্ষেত্রে হতে পারে)

Campylobactor hepatiticus

Toxic fat syndrome

Fluid in abdomen,s/c tissue.(2-7 wks but 3 wk peak)

Botulism হবে যদি  সাথে (paralysis  হয়  এবং পচা খাবার খায়।)

CAV/IBH হবে যদি  (pale blood ,liver and bonemarrow yellow brown jaundice,hemorrage in muscle

Leechi diseases হবে যদি ব্রয়লারে বয়স  ৩-৬ সপ্তাহ হয় তবে ৪ সপ্তাহে বেশি হয় (3-6 wks but 4wk peak in broiler )

3.Chalky urate deposit on heart and pericardium

Gout(গাউট)

4.Petechiae /pinpoint hemorrhage on   surface of heart( ৭টি রোগের ক্ষেত্রে এমন হতে পারে)

মেইনলি F C(কলেরা)

IBH হবে যদি  ব্রয়লারে  anemia, 4-8 wks হয়।

Staphylococcal septicemia হবে যদি বয়স ৩ সপ্তাহ হয় (3wks)

salt nacl poisoing হবে যদি  সাথে (diarrhoea,edema of s/c,leg weakness) হয়।

Gangrenous cellulitis হবে সাথে  যদি (clostridium and staphylococcusis) দ্বারা  আক্রান্ত হয়।

pseudomonous হবে এবং সাথে ( Enteritis) হবে।

Erysipelas

5.mycocarditis(grey nodules in heart muscle)

পুলোরাম এবং টাইফয়েড দুই ক্ষেত্রেই হতে পারে

6.tumer in heart (diffuse or nodular) ২টি রোগের ক্ষেত্রে এমন হতে পারে)

MD (gasping) ,হাঁচি হবে যদি গলার নার্ভ আক্রান্ত হয়,প্যারালাইসি হবে.৫০ সপ্তাহের পরে হবে না।

leucosis হবে তবে ১৬ সপ্তাহের পরে হবে।প্যারালাইসি হবে না।

7.vegetative endocarditis(greyish deposit inside heart)২টি রোগের ক্ষেত্রে এমন হতে পারে)

streptococcus(perihepatitis and pericarditis)

staphylococcusis হবে সাথে  যদি (arthritis,myosis,gangrenous dermatitis) হয়।

8.Necrotic spot in heart muscle(২টি রোগের ক্ষেত্রে এমন হতে পারে)

spirochaetosis হবে সাথে যদি (spleen big and hemorrhagic হয় ,proventriculus hemorrhagic হয়)

listeriosis

9.round heart

round heart diseases(un known or vit E /selinium deficiencies)

10.pericarditis with yellowish brown ,slimy exudate

campylobacter hepatiticus হবে সাথে  যদি ,typical mottled liver due to hemorrhage ,slighty raised,necrotic lesion in liver)

11.হার্টের উপরের কালো হয়ে যায়

এটা পাওয়া যায় কিন্তু কোন জায়গায় এর ব্যাখ্যা নাই তবে ক্রনিক সাল্মোনেলার জন্য হতে পারে।

১২।মাঝে মাঝে ১টা মুরগি মারা গেলে হার্টে হেমোরেজ পাওয়া যায় কিন্তু মুরগিতে তেমন সমস্যা থাকে না বা মারাও যায় না।সম্ববত ব্লাড ক্লোটিং ফ্যাক্টেরের ঘাটতি বা অজানা কারণে মারা যতে পারে।বা মাইকোটক্সিনের জন্য মারা যেতে পারে।

Please follow and like us:

About admin

Check Also

মেজর ভুল ডায়াগ্নোসিস গুলো কি কি

১.৬-৭দিনের বাচ্চার ক্ষেত্রে কোন মর্টালিটি হলে সাল্মোনেলা বলা হয় যা ৯৯%ই ভুল। কারণ বাচ্চার লিভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »