Breaking News
রোগ ব্যাধি
রোগ ব্যাধি

মুরগির প্রজননতন্ত্র,পরিপাকতন্ত্র,শ্বাসতন্ত্র,ইউরিনারী,কার্ডিওভাস্কুলার ও স্কেলেটাল সিস্টেম,স্নায়ুতন্ত্র এবং রোগ

মুরগির প্রজননতন্ত্র,পরিপাকতন্ত্র,শ্বাসতন্ত্র,ইউরিনারী,কার্ডিওভাস্কুলার ও স্কেলেটাল সিস্টেম,স্নায়ুতন্ত্র এবং রোগ

১।প্রজননতন্ত্র এবং রোগঃ

প্রজননতন্ত্রের বিভিন্ন অংশঃ

দৈর্ঘ্য ঃ ২.৪ ফুট

ডিম কোন অংশে কত সময় থাকে.(প্রায় ২৪ -২৫ ঘন্টা)

ওভারি(ডিম্বাশয়)

১.ইনফান্ডিবুলাম ( লম্বায় ১১সে:মি (৩-৪ইঞ্চ),এখানে থাকে ১৫ মিনিট)
২.ম্যাগনাম ( লম্বায়৩৩.৬০সে মি (১৩ইঞ্চি),থাকে সাড়ে ৩ ঘন্টা)
৩.ইসমাস( লম্বায়১০.৬০সে মি,(৪-৫ইঞ্চি) এখানে থাকে ১.১৫ ঘন্টা)
৪.ইউটেরাস(জরায়ু) লম্বায়১০.১০ সে মি,(৪-৫ ইঞ্চি) এখানে থাকে ২০ঘন্টা
৫.ভ্যাজাইনা (৬.৯ সেমি,)৩ ইঞ্চি

মুরগির প্রজননতন্ত্রে নিন্মলিখিত রোগ গুলি হয়:
ক.ওভারিতে যে রোগ হয়

১.ওভারিতে টিউমার

লিউকোসিস
মেরেক্সস.

২.আংগুরের থোকার মত সিস্ট

সিস্ট (এডেনোমা)
৩.বিকৃতি,বিবর্ণ এবং থলথলে ওভা( অপরিপক্ক ডিম)

সালমোনেলোসিস(টাইফয়েড,প্যারাটাইফয়ন,পলোরাম)

৪.কনজেস্টেড(congested) এবং রাপ্সার(ruptured) ওভা

কলেরা(তীব্র),রানিক্ষেত,হিটস্টোক

খ.জরায়ুতে যে রোগ হয়

১.জরায়ুতে সিজি একজুটেড(cheesy exudate)

ই- কলাই,মাইকোপ্লাজমোসিস

২.ডিম্বনালির মাঝখানে সংকুচিত হয়,ডিম কমে এবং বিকৃত ডিম.

আই বি(ব্রংকাইটিস)

৩.সমস্ত ডিম্বনালিই সংকুচিত হয়

ই ডি এস

৪.সিস্টিক ওভিডাক্ট(ডিম্বনালী ডান পাশে)

ফুসারিওডোনিয়াম টক্সিসিটি

৫.ডিম্বনালীতে ডিম আটকে থাকে

এগ বাউন্ড সিন্ডম

৬.ডিম ছোট হওয়া

ফুসারিওডোনিয়াম টক্সিসিটি

নিম্নলিখিত রোগ গুলি প্রজননতন্ত্রের সবচেয়ে বেশি ক্ষতি করে:
১.ফাউল কলেরা
২.এ -আই
৩.রানিক্ষেত

৪।আই বি

৫। ই ডি এস

এই জন্য এসব রোগে ডিম পাড়া কমে যায় এবং ডিম আসতে দেরি হয়:

২।মুরগির পরিপাকতন্ত্র এবং রোগ:এখানে প্রায় ২২টি রোগ হয়।

গুরুত্বপূর্ণ বিযয়গুলি নিন্মরুপ:

1.খাদ্যথলি:( Crop)পি এইচ ৪.৭ -৪.৯

2.প্রভেন্টিকোলাস(proventriculus): p h(২.১)(Acidic)
pepsin,gastrin,pepsinogen&HCL realease করে.(3ml per hours)

3.গল ব্লাডারGallblader :bile(1ml per hour)

4.ক্ষুদ্রান্ত(small intestine)(lenth about 5ft).digest & absorb rapidly less than 3 hours.

5.ডিওডেনাম প্যাঙ্ক্রিয়েস(Duodenam & pancrease: )lipolytic,insolin & proteolytic enzyme realease (ph 7-9)( basic)

#ডিম পাড়া অবস্থায় খাবার হজম হতে সময় লাগে ২.৫ ঘন্টা
# গ্রোয়িং পিরিয়ডে লাগে ৮-১২ ঘন্টা
#মুরগি  দিনে প্রায় ১০০-১১০ গ্রাম পায়খানা করে।

রোগ:

সালমোনেলোসিস(টাইফয়েড,পুলোরাম)
নেক্রোটিক এন্টারাইটিস
রানিক্ষেত
কলেরা
ই-কলাই
এন্টারাইটিস(এন্টারো কক্কাস,রোটা ভাইরাস।ক্যাম্পাইলোব্যাক্টর)
আমাশয়

রিও

এডেনো ভাইরাস

মাইকোটক্সিকোসিস

 ৩।শ্বাসতন্ত্র এবং রোগঃ প্রায় ১৭টি রোগ হয়।
নিম্নলিখিত অংশগুলি নিয়ে গঠিত
# নাক
#ফ্যারিক্স
#ল্যারিক্স
#ট্রাকিয়া
#ব্রংকাই
#ব্রংকিওল
#এলভিওলি(ফুসফুস),এখানে গ্যাসীয় আদান প্রদান হয়।
রোগগুলি নিন্মরুপ
ব্রংকাইটিস
রানিক্ষেত
ইনফেকশাস ল্যারিংগোট্রাকিয়াটিস
ব্রুডার নিউমোনিয়া
মাইকোপ্লাজমোসিস
এ আই
ই -কলাই
পক্স
 প৪।ইউরিনারী সিস্টেম
কিডনি
 রোগঃ
গাম্বোরু
ব্রংকাইটিস
গাউট
টাইফয়েড
মাইকোটক্সিকোসিস
এ আই ( এইচ ৫)
এস্টোভাইরাস
এভিয়ান নেফ্রাইটিস ভাইরাস
 ৫।কার্ডিও ভাস্কোলার সিস্টেমঃ
হার্ট এবং ব্লাড ভেসেল
 রোগঃ
এসাইটিস
সাডেন ডেথ সিন্ড্রম
কলেরা
 এ আই
 ৬।স্কেলেটাল সিস্টেম(Skeletal system)
Muscoskeletal Disorder
প্যারালাইসিস
#Osteoperosis(Cage layer fatigue)
#perosis( Slipped Tendon)
#Pododermatitis (Bumble Foot)
#Spondylothesis
#Tibial dyschondroplasia
#Chondrodystrophy
 #ফেমোরাল হেড নেক্রোসিস
#এন্টারোক্ককাস
#রিও ভাইরাস
 ৭।স্নায়ুতন্ত্র
রানিক্ষেত
মেরেক্স
কলেরা
এভিয়ান এনসেফালোমাইলাইটিস
এ আই
ভিটামিন ই এর ঘাটতি
 
Please follow and like us:

About admin

Check Also

মেজর ভুল ডায়াগ্নোসিস গুলো কি কি

১.৬-৭দিনের বাচ্চার ক্ষেত্রে কোন মর্টালিটি হলে সাল্মোনেলা বলা হয় যা ৯৯%ই ভুল। কারণ বাচ্চার লিভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »