Breaking News

বিড়ালের কি কি ভ্যাক্সিন দিতে হবে?কেন দিতে হবে?কখন দিতে হবে? পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না?

বিড়ালের কি কি ভ্যাকসিন দিতে হবে?কেন দিতে হবে?কখন দিতে হবে? পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না? সব উত্তর একই সাথে

বিড়ালকে কি ভ্যাক্সিন দিতে হয়?

অনেক ধরনের ভ্যাকসিন রয়েছে, বর্তমানে আমাদের দেশে ৩ টি ভ্যাকসিন বেশি দেওয়া হয়ে থাকে।
1. NOBIVAC® Feline 1-HCPCh
2. RABISIN®
3. QUADRICAT®

বিড়ালের ভ্যাক্সিন কেন দিতে হয়?

বিড়ালের কিছু মারাত্নক রোগ আছে যা হলে বিড়াল মারা যায় এমনকি তখন কোন ওষুধ আর কাজ করেনা। তাই রোগ হওয়ার আগে বিড়ালকে ভ্যাক্সিন দিতে হয় ( বিড়ালকে অসুস্থ অবস্থায় ভ্যা্সিন দিলে তা আর কাজ করবে না)
এর মধ্যে কিছু রোগ আছে যেমন  র‍্যাবিস মানুষের মধ্যেও সংক্রামিত হতে পারে। তাই পোষা বিড়াল ও মানুষ দুই জনের সুরক্ষার জন্য ভ্যাক্সিন দরকার।

ভ্যাক্সিন কখন দিতে হবে ?
বিড়ালের বয়স ৪-৬ সপ্তাহের মধ্যে ১ম ডোজ ও ১০-১২ সপ্তাহের মধ্যে ২য় ডোজ এবং ১৪-১৬ সপ্তাহের মধ্যে ৩য় ডোজ ভ্যাক্সিন দিতে হবে।
*** প্রতি ১ বছর অন্তর অন্তর টিকা দিতে হবে।

কোন রোগের জন্য কি ভ্যাকসিন দিতে হবে?

>>Nobivac ভ্যাকসিন বিড়ালকে ৪টি ভাইরাস, ব্যাকটেরিয়াজনিত প্রাণনাশক রোগ থেকে সুরক্ষিত রাখে। এই ভ্যাক্সিন বাংলাদেশ সহজলভ্য এবং বিড়ালের জন্য খুবই উপকারী। এই ভ্যাকসিন যেসব রোগ প্রতিরোধ করে-
 Feline Calicivirus (FCV) (cat flu/বিড়ালের জ্বর)
 Feline Rhinotracheitis (নিউমোনিয়া এবং ইনফলুয়েঞ্জা)
 Feline Panleukopenia (FPV)
 Feline Chlamydophila.

>> RABISIN® ভ্যাকসিন বিড়ালের জলাতঙ্ক রোগ থেকে সুরক্ষা করে। এই ভ্যাকসিন ৬ মাস, ১ বছর, ৩ বছর সহ বিভিন্ন মেয়াদের হয়ে থাকে।

>> QUADRICAT® ভ্যাকসিন বিড়ালকে নিম্নলিখিত ভাইরাস থেকে রক্ষা করে
 Calicivirus
 Rhinotracheitis
 Panleukopenia এবং
 Rabies

ভ্যাক্সিন এর কি কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে?
সাধারনত এর কোন পার্শ্বপ্রতিক্ক্রিয়া নেই । তবে অনেক বিড়ালের ২-১ দিনের মধ্যে চুলকানি, ঝিমঝিম ভাব, খাওয়ার অরুচি, বমি, ইত্যাদি হতে পারে। তবে এই লক্ষন বেশিদিন থাকলে অবশ্যই ভেট এর শরণাপন্ন হতে হবে

Pets.xyz
Credit goes to Dr. Srabon Shazol

Please follow and like us:

About admin

Check Also

বয়সভেদে বিড়ালের খাবার

বয়সভেদে বিড়ালের খাবার! বিড়ালকে কি খাওয়নো যাবে আর কি খাওয়ানো যাবে না, তা নিয়ে আমাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »