Breaking News

গরুর মারাত্মক ভাবে ব্লোট বা ফাঁপা পরিলক্ষিত হলে চি‌কিৎসা:


গরুর মারাত্মক ভাবে ব্লোট বা ফাঁপা পরিলক্ষিত হলে চি‌কিৎসা:
 খুব বেশি ও দ্রুত পেট ফাঁপতে থাকলে যত তারাতারি সম্ভব গ্যাস বের করার ব্যবস্থা গ্রহণ করতে হব। এটি ট্রকার এন্ড কানুলা পশুর বাম পার্শ্ব ফ্লাঙ্ক বা ত্রিভুজ আকৃতির অংশে ব্যবহার করা হয়( যে পাশে ফোলা অংশ বেশি বুঝা যায়) গ্যাস বের করার পর কেনুলা দিয়ে এন্টিব্লোট প্রিপারেসন দিতে হবে, যাতে করে গ্যাস প্রস্তুতি হ্রাস পায়। তবে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে ঔষধের ডোজ সম্পর্কে। ঔষধের গায়ে লিখা থাকে তারপরও চিকিৎসক এর পরামর্শ নেওয়া উত্তম।
 মারাত্মক অবস্থায় , সয়াবিন তেল ২৫০-৫০০ মিলি লিটার বা প্যারাফিন তেল ১০০-১৫০ মিলি লিটার খাওয়ালে উপকার পাওয়া যায়।
 অনেকে সময় ট্রকার ও কেনুলা করায় যথেষ্ট হয় না। সে জন্য পরিষ্কার ও জীবাণু মুক্ত ধারালো ছুরি দিয়ে ১০ থেকে ২০ সেঃমি এর মত কাটতে হবে এবং ফ্রদি উপাদান গুলি হাত দিয়ে বের করে ফেলতে হবে।
 অতি মারাত্মক অবস্থায়, একজন ভেটেরিনারিয়ানের জন্য অপেক্ষায় না থেকে মালিকে নিজ উদ্দোগ করতে হবে। এর পর ভেটেরিনারি চিকিৎসক এর সাহায্য নিয়ে পেট পরিষ্কার ও সেলাই করে নিতে হবে। তার পর যাতে করে কাটা যায়গায় কোন ধরণের সমস্যার সৃষ্টি না হয় এজন্য এন্টিবায়োটিক ব্যবহার করতে হবে।
ডা আবুল হাসান এ  সি আই  গোদ্রেজ

Frothy tympany”

1.Frothy Tympany এর Treatment protocol এ Normal Acidosis, Blot থেকে একটু পার্থক্য
রয়েছে।
Frothy tympany তে আমাদের উদ্দেশ্য হবে Converted the frothy tympany into free gas tympany by using antifoaming Agents.

যেমন 1.Simethicon or Dimethicon preparation. (like Lefoam vet/Veticon vet).
Or.
Simethicon+Dil oil combination (Like Gasnil vet/No blot vet)
যেটা important, সেটা হল অনেক সময় উপোরক্ত Drug preparation পাওয়ার সময় বা সুযোগ থাকে না, সে ক্ষেত্রে Formalin একটি ভালো Antifoaming agent হিসাবে কাজ করে।
যেহেতু বাজারে Formalin পাওয়া দুষ্কর সে ক্ষেত্রে
“Using কেরোসিন তেল” about 20 ml to overcoming the Surface tension as কেরোসিন leads to decrease the surface tension and consequently helps in eruption of Gases and coallage in free layer of Rumen.
2.যদি মনে করেন আরও কঠিন হয়ে যাচ্ছে সময় নেই সে ক্ষেত্রে “Using trocar and canula or To relief pressure or by Surgical interference by Rumenotomy.
3.Mineral oil or vegetable oil 0.5 ~1 ltr.to evacuate the ruminal content.
4.Sodium Bi carbonate 2.5 to 5%(SB Nate/Sodib/Sobi vet)apply I/Vly to overcome Acidosis.
5.Ruminal Tonics(Rumilator vet/Bovivet) and Ruminotorics(Rumenton/Motivet) may use to overcome the threads.
আমি যে পরামর্শ দেয় সচারাচর ” If Secondary tympany we should remove the cause and if its impossible /উপরে প্রদত্ত সব treatment প্রটোকল শেষ”The Animal slaughtered to avoid the risk of continuous expense or Fatal attack (Death).

খামারিকে পরামর্শ
1.Withdraw the causes of bloat (bloat producing Food) &providing of balanced Ration (Quantity and Quality is the Factor).
কারণ এটা only খামারি প্রদেয় খাবার থেকে উদ্ভুত সমস্যা)

Source-Dairy related journal +Experience.
Dr.Syed Amanullah Faruq
Ms in medicine.

Please follow and like us:

About admin

Check Also

বাছুরের ডায়রিয়ার কারণ

Couses of diarrhea in neonatal rumenants ?Bacterial: ?Escherichia coli ?Salmonella spp. ?Campylobacter fecalis ?Campylobacter coli …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »