Breaking News
হ্যাচারী
হ্যাচারী

হ্যাচারীতে হ্যাচিং বাচ্চা্য় কি কি ত্রুটি হয়,কারণ এবং সমাধান

হ্যাচারীতে হ্যাচিং বাচ্চা্য় কি কি ত্রুটি হয়,কারণ এবং সমাধান

১।ভ্রূণ  মারা যাওয়া

কারণ

প্যারেন্টে সুষম খাবারের অভাব এবং জিন গত সমস্যা।

হ্যাচিং ডিম মজুত করার ত্রুটি থাকলে

তাপমাত্রা খুব কম বা বেশি থাকলে

ভেন্টিলেশন ভাল না হলে

ডিম ঠিক মত না ঘুরালে

২।আস্ত ডিমের মধ্যে মৃত বাচ্চা

কারণ

ইনকিউবেটরে আর্দ্রতা খুব কম থাকলে

সেটার থেকে হ্যাচারে ডিম নেয়ার সময় আপেক্ষিক আর্দ্রতা ঠিক না থাকলে

ভেন্টিলেশন ভাল না হলে

ডিম ঠিক মত না ঘুরালে

৩।ভাংগা ডিমের মধ্যে মৃত বাচ্চা

অস্বাভাবিক আকারের নাভি বা মাথা

ভিটামিন বা মিনারেলের ঘাটতি

কার্বন বাই অক্সাইড কম বা বেশি  অথবা বেশি পরিমাণ জীবানূনাশক দিয়ে স্প্রে ।

হ্যাচারে আপেক্ষিক আর্দ্রতা ও তাপমাত্রা খুব কম থাকলে বা অল্প সময়ের জন্য তাপমাত্রা খুব বেশি থাকলে

সেটারে আপেক্ষিক আর্দ্রতা খুব বেশি থাকলে

৪।বাচ্চা ডিমের ভিতরকার বস্তু দ্বারা আবৃত থাকলে(sticky chicks)

তাপমাত্রা খুব কম বা বেশি

২০ বা ২১ দিনে তাপমাত্রা খুব বেশি হলে।

আপেক্ষিক আর্দ্রতা খুব বেশি হলে (২০ বা ২১দিনে হলেও)

হ্যাচারে বায়ু চলাচল কম হলে

সেটার থেকে হ্যাচারে ডিম নেয়া দেরী হলে

৫।ডিমের খোলস বাচ্চার ঘায়ে লেগে থাকা

হ্যাচিং ডিমের স্টোরেজ ভাল না হলে ডিমের জলীয় অংশ কম থাকে ফলে এমন হয়।

ডিম ইঙ্কিউবেটরে থাকা কালীন তাপমাত্রা খুব বেশি এবং আপেক্ষিক আর্দ্রতা খুব কম হলে।

বাচ্চার ঘা আঠালো ও বাচ্চার ঘায়ে ময়লা থাকলে

৬।নির্ধারিত সময়ের আগে বাচ্চা  ফোটে বের হওয়া

খুব ছোট আকারের ডিম

১ম ১০দিন তাপ খুব বেশি হলে।

আর্দ্রতা ১মদিন ও ১৯ তম দিনে খুব কম এবং ১৭ তম দিনে খুব বেশি হলে।

৭।বাচ্চার নাভী অমসৃণ বা সংকোচিত  হওয়া

১৬-২১ তম দিনে তাপ খুব বেশি হলে।

২০ বা ২১ তম দিনে তাপ খুব কম হলে

তাপমাত্রা ব্যাপক উঠানামা করলে।

আপেক্ষিক আর্দ্রতা ২০ বা ২১ তম দিনে খুব বেশি হলে

ক্ষতিকর জীবাণূ ডিমে হ্যাচারীতে থাকলে

৮।বাচ্চা আকারে ছোট

ব্রিডারে সুষম খাবার না দিলে

ডিম ৫০ গ্রামের কম হলে ডিমের খোসা পাতলা এবং ছিদ্র বেশি হলে।

ইঙ্কিউবেটরে তাপ খুব বেশি  এবং আর্দ্রতা খুব কম হলে

৯।বড় সাইজের দূর্বল বাচ্চা  এবং ট্রেতে মৃত বাচ্চা

ইঙ্কিউবেটরে তাপ খুব কম হলে

হ্যাচারে এবং হ্যাচার রুমে  কম  বায়ু চলাচল থাকলে।

নাভী জাীবাণূ দ্বারা আক্রান্ত হলে

১০ দ্রুত ও কস্টদায়ক শ্বাস  প্রশ্বাস নেওয়া দূর্বল বাচ্চা

ব্রিডারে সুষম খাবার না দেয়া

হ্যাচারে তাপ ও আর্দ্রতা খুব বেশি হলে

হ্যাচারে এবং হ্যাচার রুমে  কম  বায়ু চলাচল থাকলে।

হ্যাচারীতে ফর্মালিনের অবশিস্টাংশ থাকলে

কন্টাজিয়াস রোগের উপস্থিতি থাকলে

১১ বাচ্চার কোমল পালক ছোট হওয়া(Down is too short)

ইনকিবেটরে তাপ ও আর্দ্রতা  বেশি হলে

বাচ্চা ফুটে বের হবার সময় বায়ু চলাচল খুব বেশি হলে

১২।বাচ্চা দেরিতে ফোটা মানে ২১ দিন পরে বাচ্চা ফোটা

ব্রিডারে সুষম খাবার না দিলে

হ্যাচিং ডিম ঠিক মত স্টোরেজ না করলে  বা বেশিদিন স্টোরেজ করলে

বেশ বড় সাইজের ডিম হলে

খুব ঠান্ডা ডিম সেটিং এ দিলে

১ম ১০দিন তাপ খুব কম হলে

আপেক্ষিক আর্দ্রতা খুব কম হলে

১৩। ধীরে এবং অনিয়মিত বাচ্চা ফোটা

ব্রিডার রোগাক্রান্ত হলে

ব্রয়লার ও লেয়ারে ডিম একত্রে দিলে

বিভিন্ন বয়সের ব্রিডারের  ডিম এক সাথে দিলে

বিভিন্ন সময়ের সংরক্ষিত ডিম এক সাথে দিলে।

হ্যাচারের তাপ খুব কম হলে

বায়ু চলাচল কম হলে

১৪ বাচ্চা ফোটার সময় বাচ্চার মাথা পিছনের দিকে আর পা সামনের দিকে থাকা

ব্রিডারে সুমষ ম খাদ্য না দিলে

দ্রুত ছড়ানো(কন্টাজিয়াস) রোগ হলে

১৫ বাচ্চা যদি ঠিক মত নাড়াচাড়া না করা

ভ্রূনের বৃদ্ধিতে অস্বাভাবিকতা

জেনেটি্কস সমস্যা

হ্যাচারের তাপ খুব কম বা বেশি হলে

বায়ু চলাচল কম হলে

হ্যাচিং ট্রে খুব পিচ্ছিল হলে

ইনফেকশাস রোগ হলে

ব্রিডারে পুস্টির ঘাটতি থাকলে

১৬।  অস্বাভাবিক শারীরিক বাচ্চা  এবং ভালভাবে বাচ্চা না ফোটা

ভ্রূনের বৃদ্ধিতে অস্বাভাবিকতা

জেনেটিক্স সমস্যা

ব্রিডারে সুষ ম খাবার না দিলে

ডিম উলটা পজিশনে থাকলে,হ্যাচিং ডিম পরিবহ নে ত্রূটি থাকলে,ডিমে আঘাত লাগলে

হ্যাচিং ডিমের  পর্যাপ্ত বিশ্রাম না দিলে

বিরুপ আকারের ডিম হ্যাচিং এ দিলে

ডিমের চিকন মাথা উপরে দিলে

ডিম ঠিক মত না ঘুরালে

তাপমাত্রা খুব কম খুব বেশি

ইঙ্কিউবেটরে আপেক্ষিক আর্দ্রতা খুব কম হলে

বায়ু চলা চল কম হলে

১৭।এক ঠোটের উপর আরেক ঠোট আড়াআড়ি থাকা(crossed beaks)

পরিবহ্নের সময় ডিমে সমস্যা হলে

হ্যাচিং ডিমের  পর্যাপ্ত বিশ্রাম না দিলে

ব্রিডারে সুষম খাবার না দিলে

জেনেটিক্স

১ম ৩দিন জীবানূ নাশক দিলে

১৮। চোখ না থাকা

পরিবহনের  সময় ডিমের ভিতর অংশ নস্ট হয়ে গেলে

৭-১৩তম দিনে তাপ বেশি থাকলে

হ্যাচিং ডিমের পর্যাপ্ত বিশ্রাম না দিলে

ব্রিডারে সুষম খাবার না দিলে

৯। চোখ বন্ধ থাকা(crossed eyes)

২০ তম – ২১ তম দিনে হ্যাচারের তাপ খুব বেশি হলে এবং আপেক্ষিক আর্দ্রতা কম হলে

২০।পাকানো আংগুল(curled toes)

ব্রিডারে সুষম খাবার না দিলে

##হ্যাচিং ডিমের বিভিন্ন অংশের শতকরা হার##

ডিমের খোসা ও খোসার ভিতরের অংশ   ১২%

এলবুমেন ও ক্যালাজা           ৫৬%

কুসুম      ৩২%

হ্যাচিং ডিমের আদর্শ ওজন ৫৬.৭ গ্রাম(৫২-৬৬গ্রাম)

ডিম দেয়ার পরে ৬ ঘন্টা ২৭ ডিগ্রি সেন্টিগ্রেট এ রাখতে হয়।

মুরগির শরীরে র তাপমাত্রা ৪১ ডিগ্রি যা ডিমে থাকে সেটাকে  ধীরে ধীরে কমাতে হবে।

স্টোরেজ  রোমের তাপমাত্রা হবে ৬৫ডিগ্রি ফারেনহাইট,৫দিনের বেশি রাখতে হলে তাপমাত্রা হবে ৫১ ডিগ্রি ফারেনহাইট।

স্টোরেজ রোমের  আপেক্ষিক আর্দ্রতা হবে  ৭৫-৮০%

সেটারে আপেক্ষিক আর্দ্রতা ৫০-৬০% আর হ্যাচারে হবে ৬৫%

সেটারের তাপমাত্রা ৯৯.৫ ডিগ্রি ফারেনহাইট আর হ্যাচারে তাপমাত্রা হবে ৯৮-৯৯

বাচ্চা রাখার ঘরের তাপমাত্রা হবে ৭৫ ডিগ্রি ফারেনহাইট এবং আপেক্ষিক আর্দ্রতা ৭৫%।

 

 

 

 

 

 

Please follow and like us:

About admin

Check Also

বার বার/প্রতি ব্যাচে ঠান্ডা/ সি সি আর ডি হচ্ছে ? সমাধান কি.

.বার বার/প্রতি ব্যাচে ঠান্ডা/ সি সি আর ডি হচ্ছে ? সমাধান কি. ১।বিভিন্ন বয়সের মুরগি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »