মুরগি সুস্থ না হলেও বা ১০০% মর্টালিটি হবার রোগ হলেও কিভাবে ১০০০মুরগি থেকে ৫হাজার থেকে ৩লাখ টাকা রক্ষা করা যায়।

মুরগি সুস্থ না হলেও বা ১০০% মর্টালিটি হবার রোগ হলেও কিভাবে ১০০০মুরগি থেকে ৫হাজার থেকে ৩লাখ টাকা রক্ষা করা যায়।

অনেক রোগ আছে যেগুলো ভাল হয় না।তাই সেসব রোগ সঠিক ভাবে ডায়াগ্নোসিস করতে পারলে অযথা মাসের পর মাস হাজার হাজার টাকার মেডিসিন খরচ কমানো যায়।যেমন লেয়ারে এইচ ৯,আই বি,মারেক্স হলে ডিম ২০-৫০% কমে যায়,ভাল হতে ২-৩মাস বা বেশি সময় লাগে অথচ চিকিৎসা করলেই প্রায় একই থাকে তাই এসব ক্ষেত্রে খরচ কমানোই বুদ্ধিমানের কাজ ।অনেকেই এসব রোগের জন্য ১হাজার মুরগির জন্য ২০-৪০টাকা খরচ করে থাকে।শুধু ডিম বা মুরগি বিক্রি করে লাভ হয় না,খরচ কমিয়েও লাভ করা যায় আবার ব্রয়লারে আই বি এইচ,গাউট,এসাইটিস হলেও শুধু শুধু চিকিৎসা নাকরে টাকা বাচানোই উচিত।মিক্স ইনফেকশন হলে কিছু কিছু চিকিৎসা করা যেতে পারে তবে এত খরচ করার দরকার নাই।এস ক্ষেত্রেও হাজারে ২০০০-৩০০০টাকা বাঁচানো যায়।

অনেক সময় এইচ ৫ এন১ হলে সব মুরগি মারা যেতে পারে সেটা যদি আগেই ডায়ানোসিস করা যায় তাহলে কালিং/বিক্রি করে ১০০০মুরগি ২-৩ লাখ টাকা বিক্রি করা যায়।

Please follow and like us:

About admin

Check Also

ডেইরী টিপস

ডেইরী টিপস ১.আর্লি ল্যাক্টেশনে(১০০দিনে) গাভী টোটাল দুধের ৫০% দুধ দিয়ে থাকে। ২.গর্ভাবস্থার শেষ ১৫দিন এবং …

Leave a Reply

Your email address will not be published.

Translate »
error: Content is protected !!