“Digemax EE(Potent Phytogenic essential oil)”
এটা অন্য কোম্পানীও আছে যেমন রেজিও,এভিকেয়ার)
. আমরা সবসময় AGP এর শক্তিশালী বিকল্প খুঁজি যা পোলট্রির healthy gut নিশ্চিত করে হজম ভালো রাখে এবং লিটার শুকনা রাখার মাধ্যমে coccidiosis প্রতিরোধ করে।
Digemax EE,এই phytogenic essential oil এর মিশ্রণ যা খাদ্যের Digestion ঠিক রেখে,অন্ত্রের প্রদাহ ও ধকল কমিয়ে পুষ্টির শোষণ বাড়ায়; Indigestion, dysbacteriosis,wet litter,sub-clinical coccidiosis, necrotic enteritisএর সমস্যা দূর করে মুরগির উৎপাদন ও বৃদ্ধি ঠিক রাখে;ডিমের খোসার মান উন্নত করে Dirty egg প্রডাকশন কমায়।
এতে রয়েছে Capsicum, Cinnnamon, Eucalyptus, Oregano,Turmeric; যাদের Antioxidant capasity যে কোন challenging condition(stress,disease) এ খাদ্য গ্রহণের মাত্রা ঠিক রাখে।
লেখকঃ ডা আফসানা(রেনাটা লি)