# গাভীর হিটস্টোক
কারনঃ-
,,,,,,,,,,,,,,
রোদের তাপ ৩০ ডিগ্রী সেলসিয়াস এর উর্দ্ধে গেলে এবং বাতাসের আর্দ্রতা ৭০ শতাংশের ঊর্ধ্বে উঠলে গবাদি পশুর শরীরে “হিট স্ট্রেস” সৃষ্টি করে,
পশুকে বিশেষ করে দুগ্ধবতী ও গর্ভবতী গাভীকে ঘায়েল করে মারাত্মক শারীরিক বিপর্যয় সৃষ্টি করে থাকে,
এমন একটি দুঃসহ পরিস্থিতিতে পশুর জীবন হয়ে ওঠে ওষ্ঠাগত।
এ ধরনের পরিস্থিতিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গবাদি পশু কিভাবে খামারকে বিপর্যয়ের মুখে ঠেলে দেয় তা হয়তো আমাদের অনেকেরই জানা নাই। হিট স্ট্রেসের কারণে গবাদিপশুর বিশেষ করে দুগ্ধবতী গাভীর শরীর থেকে প্রচুর পরিমাণ সোডিয়াম ও পটাশিয়াম দেহ থেকে শ্বাস প্রশ্বাস ও লালার সাথে বেরিয়ে যায় পাশাপাশি শরীরে “কর্টিকোস্টেরয়েড” নামক হরমোনের বৃদ্ধি পায়! এর ফলে হিট স্ট্রোকে আক্রান্ত
লক্ষনঃ-
,,,,,,,,,,,,,,,
গবাদিপশু দ্রুত অবসাদগ্রস্ত হয়ে পড়ে,
দুগ্ধবতী গাভীর দুধ উৎপাদন মারাত্মক হ্রাস পায় এবং
শারীরিক বিপর্যয়ের ফলে হঠাৎ পশু মারা যায় এবং
গর্ভবতী গাভীর অকাল গর্ভপাত ঘটে থাকে।
করনীয়ঃ-
,,,,,,,,,,,,,,,,,
প্রতিদিন বেলা ১১.০ টা থেকে বিকাল ৫.০ টা পর্যন্ত সময়ের মধ্যে খামারের গবাদিপশু গুলোকে এই থেকে রক্ষা করতে একাধিকবার শীতল পানি দিয়ে গোসল করাবেন।
একই সাথে হিটস্ট্রেস এর বিপর্যয় থেকে পশুকে রক্ষা করতে পশুর দানাদার খাবারের সাথে নিয়মিত Koreaতে উৎপাদিত Enermax নামক পাউডারটি প্রতি কেজিতে ২ গ্রাম হারে মিশিয়ে খাওয়াতে থাকুন।
ইহাতে শরীরে ধকলজনিত কারণে সৃষ্ট সোডিয়াম ও পটাশিয়াম এর ঘাটতি দ্রুত পূরণ করে অসুস্থ পশুকে অবসাদ গ্রস্থতা থেকে দ্রুত রক্ষা করে থাকে।
লেখকঃ-ডাক্তার মোহাম্মদ নূরুল আমীন,