খামারীদের ধারণা এবং ডাক্তার কি কি পারে

.

খামারীদের ধারণা এবং ডাক্তার কি কি পারে

ডাক্তার কি কি পারে।
খামারীদের ধারণা ডাক্তার ফার্মে না গেলে বুঝবে না।এটা ১০০% ভুল।ডাক্তার খামারীকে কিছু প্রশ্ন করে সেগুলোর উত্তর দিলে ডাক্তার সব বুঝবে।
নিচে কিছু ধারণা দেয়া হল।
ডাক্তার ১ম প্রশ্ন করবে লেয়ার/ব্রয়লার নাকি সোনালী।একেক টার একেক রোগ হয় এবং মরার হারও কম বেশি হয়।এই প্রশ্ন করে রোগের সংখ্যা কমিয়ে ফেলে যেমন রোগ/সমস্যা আছে ৪০-৫০টা।সেখান থেকে ১০-২০টা চলে আসে।

২য় প্রশ্ন মুরগির সংখ্যা কত এবং কয়টা মারা গেছে।এর মাধ্যমে রোগের ধরণ/তীব্রতা বুঝা যাবে।যেমন ১০০০মুরগি থেকে ১টা মারা যাওয়া আর ১০ বা ১০০মারা যাওয়া আকাশ পাতাল পার্থক্য এবং রোগও আলাদা হয় যেমন বেশি মারা গেলে এক ধরণের রোগ আবার কম মারা গেলে আরেক্ট ধরণের রোগ হবে।
এই প্রশ্ন করে ১৫টা রোগ থেকে ৫টা চলে আসে।

৩য় প্রশ্ন করবে বয়স কত।বয়স এর মাধ্যমে ডাক্তার বুঝে যাবে এই বয়সে কোন কোন রোগ হয়।
এটার মাধ্যমে ৩টাতে চলে আসে

৪র্থ প্রশ্ন করবে কয় দিন ধরে অসুস্থ এবং কত গুলি অসুস্থ।
একেক রোগ একেক সময় ধরে থাকে এবং অসুস্থতার হারের উপর রোগের ধরণ নির্ভর করে যেমন বেশি অসুস্থ হলে রানিক্ষেত,গাম্বোরুবা এ আই(৯)

যদি মাস বা মাসের বেশি অসুস্থ থাকে তাহলে মেরেক্স/লিউকোসিস।
২-৩ সপ্তাহ হলে এ আই।
এটার সহ আরো কিছু প্রশ্নের মাধ্যমে ১-২টা রোগে চলে আসে।পোস্ট মর্টেম করলে ত সঠিকভাবে ডায়াগ্নোসিস করে ফেলে।

এভাবে সব গুলো পয়েন্ট ধরে রোগের অবস্থা বুঝা যায় এবং রোগ নির্ণয় করা হয়।
আমি সব গুলো পয়েন্ট ধরে আলাদা আলাদা রোগ নির্ণয় করে দেখাতে পারতাম কিন্তু দিলাম না।শুধু ধারণা দিলাম যে ডাক্তার ফার্মে না গিয়ে কিভাবে প্রশ্ন করেও রোগ নির্ণয় করতে পারে।তাড়াছা মুরগি নিয়ে ডাক্তারের চেম্বারে পোস্ট মর্টেম করলে ত আরো সহজ।তাই যেসব খামারী ও ডিলারদের ধারণা ডাক্তার ফার্মে না আসলে রোগ ধরতে পারেনা তা ১০০% ভুল।
শর্ত হল ডাক্তারকে ফার্মের/মুরগির সব তথ্য দিতে হবে।অনেক খামারীই তথ্য দেয় না বা ভুল দিয়ে থাকে এতে রোগ নির্ণয় ভুল হবে।ফলে চিকিৎসা ও ভুল হবে।তাই নিজেদের স্বার্থেই সঠিক তথ্য দিন ভাল চিকিৎসা নিন।

তবে ডাক্তারকে এক্সপার্ট হতে হবে।ভি টি এসের ডাক্তার মানেই এক্সপার্ট ডাক্তার।
(ভি টি এস) ভেট ট্রেনিং স্কুল

Please follow and like us:

About admin

Check Also

মুরগি কিভাবে পালা উচিত,কিভাবে পালা হচ্ছে,খামারীর হাতে দাম নির্ধারণের ক্ষমতা নাই কিন্তু কি আছে।

মুরগি কিভাবে পালা হচ্ছে,কিভাবে পালা উচিত,লাভ লসের কারণ কি।খামারীর হাতে দাম নির্ধারণের ক্ষমতা নাই কিন্তু …

Leave a Reply

Your email address will not be published.

Translate »
error: Content is protected !!