ইনকিউবেটরের কোথায় ফ্যান লাগাতে হয়।
ইনকিউবেটরের কোথায় ফ্যান লাগাতে হয়।

ইনকিউবেটরে ট্যাম্পারেচার সেন্সর বসানোর স্থান নির্ণয় এবং তাপ ছড়ানোর পদ্ধতী

(ইনকিউবেটর তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এটা)

ডিম থেকে বাচ্চা ফুটানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে সঠিক তাপমাত্রা।
ইনকিউবেটরে আধুনিক প্রযুক্তিতে স্বয়ংকৃয়ভাবে তাপমাত্রা নিয়ন্ত্রন করে একসাথে অনেক গুলো ডিম ফুটানো হয়।
তাপমাত্রা নিয়ন্ত্রক বা অটোমেটিক ট্যম্পারেচার কন্ট্রোলার মূলত ট্যম্পারেচার সেন্সরের উপর ভিত্তি করে ইনকিউবেটরের ভিতরের তাপমাত্রাকে নিয়ন্ত্রন করে।
যেহেতু কন্ট্রোলার শুধুমাত্র সেন্সরের কাছে সঠিক তাপমাত্রা বজায় রাখার জন্য কাজ করে, তাই সেই সেন্সরকে এমনস্থানে স্থাপন করতে হবে যেখান থেকে ইনকিউবেটরের ভিতরের সবস্থানের তাপমাত্রাকে সঠিকভাবে সনাক্ত করতে পারে এবং সেই অনুযায়ী তাপমাত্রা নিয়ন্ত্রন করতে পারে।
বড় ইনকিউবেটর গুলোতে ট্যম্পরেচার সেন্সর স্থাপন করাটা একটা বড় চ্যলেঞ্জ, কারন একস্থান থেকে হাজার হাজার ডিমে সঠিক তাপমাত্রা সনাক্ত করে সকল ডিমে সঠিক তাপমাত্রা বজায় রাখাটা বেশ কঠিন,
অনেক ক্ষেত্রে বড় ইনকিউবেটর গুলোতে একাধিক কন্ট্রোলার ব্যবহার করা হয়,
সেন্সর যাতে একই স্থান থেকে ইনকিউবেটরের সব স্থানের তাপমাত্রা ডিটেক্ট করতে পারে সেই জন্য ইনকিউবেটরের সব স্থানে সমান তাপ রাখতে হয়,

তাপমাত্রা সমান রাখার জন্য ইনকিউবেটরে ভিতরে বাতাসের প্রবাহ সৃষ্টি করতে হয়, বাতাসের মধ্যে তাপমাত্রা এবং  আর্দ্রতা ছড়িয়ে দেয়া হয় ইনকিউবেটরের সব স্থানে।
ইনকিউবেটরে অন্যস্থান অপেক্ষা হিটারের কাছে তাপমাত্রা বেশি থাকে সেই কারনে হিটারের কাছেই লাগানো হয় তাপ ছড়ানো ফ্যান, হিটারের কাছে ফ্যান লাগানোর পাশাপাশি ইনকিউবেটরের যে স্থানে তাপমাত্রা বেশি থাকে সেখানেই ফ্যান বসাতে হবে।
তাহলে বুঝা গেলো ইনকিউবেটরের ভিতরে তাপ ছাড়ানো এবং সঠিক স্থানে সেন্সর বাসাতে পারলেই সকল ডিমে সমান তাপমাত্রা রাখা সম্ভব।
এবার আমরা জনবো তাপমাত্রা ছড়ানোর ফ্যনের স্থান নির্ণয় সম্পর্কেঃ
প্রথমে ইনকিউবেটরের ভিতরে দেয়ালের কাছে বিভিন্ন স্থানে কয়েকটি থার্মোমিটার রাখুন এবার ইনকিউবেটরের হিটার চালু করুন কিছুক্ষণ পরে ইনকিউবেটর খুলে দেখুন কোন থার্মোমিটারে সবচেয়ে বেশি তাপমাত্রা সেই স্থানটা মনে রাখুন,

এরপরে পুনরায় ইনকিউবেটরের দরজা লাগিয়ে হিটার চালু করুন এবারও ঐ একই স্থানে যদি তাপমাত্রা বেশি দেখায় তবে সেখানে একটা কুরিংফ্যন সেট করার জন্য চিহ্নিত করুন,

মনে রাখবেন তাপমাত্রার পার্থক্যের উপর ফ্যনের স্পিড এবং সাইজ নির্ভর করে, তাপমাত্রার পার্থক্য কম থাকলে সেখানে ছোট ফ্যান অথবা কম স্পিডের ফ্যান লাগাতে হবে,
ফ্যানের বাতাস প্রবাহিত করতে হবে ফ্যানের কাছের স্থান অপেক্ষা কম তাপমাত্রার স্থানের দিকে, এই বাতাসটা সরাসরি ডিমে লাগানো যাবেনা,

তবে যদি হেচিংএর সময় ডিমের ভিতরে ডিমের ভিতর ভ্রুনের শরীরের তাপমাত্রা বৃদ্ধির ফলে ডিমের তাপমাত্রা বেড়ে গিয়ে ওভার ট্যম্পারেচার হতে থাকে তাহলে ডিমের তাপমাত্রা সমান রাখার জন্য ডিমের উপর বাতাস প্রবাহিত করা যাবে,

কারন হেচিংএর সময় ডিমের ভিতর পূরিপূর্ণ বাচ্চা হবারর ফলে বাচ্চার শরীরের তাপে ডিম গরম থাকে তাই হেচিংএর সময় সেন্সর অপেক্ষা ডিমের তাপমাত্রা বেশি থাকতে পারে, এবং হেচিং সময় অক্সিজেনের প্রয়োজন পড়ে সেই কারনে হেচিংএর সময় ইনকিউবেটরে বায়ু প্রবাহের দিকে বেশি গুরুত্ব দেয়া হয়,

সেই জন্য হেচিংএর সময় ডিমে বাতাস প্রবিহিত করার জন্য আলাদা কিছু ফ্যন সেট করতে পারেন।
সঠিক স্থানে তাপ ছড়ানো ফ্যন সেট করার পরে সেন্সর স্থাপনের গুরুত্বপূর্ণ কাজ করতে হয়।
কন্ট্রোলারের ট্যম্পারেচার সেন্সর স্থাপনের স্থান নির্ণয়ঃ
প্রথমে কয়েকটি থার্মোমিটার কন্ট্রোলারের ট্যম্পারেচার সেন্সরের কাছে রাখুন, সেন্সর এবং থার্মোমিটারের তাপমাত্রা যদি কোনো পার্থক্য থাকে তাহলে সেন্সরের তাপমাত্রার রিডিংটা সঠিক ধরে নিন,
যেমন কন্ট্রোলারের সেন্সরে যদি ৩৭.৭ডিঃ সেঃ দেখায় এবং অন্য থার্মোমিটরে ঐ স্থানেই যদি ৩৭.২ডিঃসেঃ দেখায় তাহলে বুঝে নেবেন থামার্মিটার যেটা দেখাচ্ছে তারচেয়ে ০.৫ডিঃসেঃ বেশি তাপমাত্রা ওখানে আছে,

এবার মূল পরিক্ষাঃ

থার্মোমিটার গুলো ইনকিউবেটরের বিভিন্ন স্থানে রাখুন এখন কন্ট্রোলারের ট্যম্পরেচার সেন্সর টা ইনকিউবেটররে বিভিন্ন স্থানে রেখে চেক করুন যেখানে সকল থার্মোমিটারের কাছাকাছি তাপমাত্রা দেখাবে সেখানেই হচ্ছে ট্যম্পারেচার সেন্সর স্থাপনের অদর্শ স্থান, বেশির ভাগ ক্ষেত্রে ইনকিউবেটরের উপরের ট্রে থেকে ৬/৮ইঞ্চি উচ্চতায় এই স্থান সনাক্ত হয়।

(ইনকিউবেটরে ডিম দিয়ে এই পরিক্ষা করা সবচেয়ে ভালো)

মনে রাখবেন, ইনকিউবেটরে ভালো হেচিংরেট পেতে
ট্যম্পারেচারের সঠিক রিডিং এবং সঠিক স্থানে সেন্সর স্থপনেরর কোনো বিকল্প নেই।
‘ছোট খামারি ভাইদের জন্য, উন্নন মানের ওয়াটার প্রুফ ট্যম্পারেচার সেন্সর দিয়ে তৈরি করা হয়েছে আমাদের ইনকিউবেটর ট্যম্পারেচার কন্ট্রোলার।’
ট্যম্পারেচার সেন্সর সঠিক স্থানে স্থাপন করাটাই ইনকিউবেটরের সবচেয়ে কঠিন কাজ, এই কাজটা সঠিক হলে ইনকিউবেটর তৈরি ও সঠিক হবে।

Please follow and like us:

About admin

Check Also

হ্যাচারী

হ্যাচারীতে হ্যাচিং বাচ্চা্য় কি কি ত্রুটি হয়,কারণ এবং সমাধান

হ্যাচারীতে হ্যাচিং বাচ্চা্য় কি কি ত্রুটি হয়,কারণ এবং সমাধান ১।ভ্রূণ  মারা যাওয়া কারণ প্যারেন্টে সুষম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!