Breaking News
টাইটার
টাইটার

কোন কোন রোগের স্ট্যান্ডার্ড টাইটার কত

কোন কোন রোগের স্ট্যান্ডার্ড টাইটার কত:

টাইটার ২ভাবে টেস্ট করা যায়।

১।এলাইজা টেস্টঃ এক্ষেত্রে ইউনিট বলা হয়

এলাইজার স্ট্যন্ডার্ড সি ভি ৩০% এর নিচে হলে ভাল,৩০-৫০ হলে ভাল না,৫০-৮০ হলে খারাপ,৮০% এর বেশি হলে খুব খারাপ।

সহজ ভাবে বলতে টাইটারের ইউনিফর্মিটিকে সি ভি দিয়ে প্রকাশ করা হয়।

এইচ আই টেস্টের ক্ষেত্রে সি ভি% ১৪% এর নিচে হলে ভাল।

টাইটারের ক্ষেত্রে গড়ের গুরুত্ব কম,সি ভি টাই মেইন।

২।এইচ আই টেস্ট

রানিক্ষেতের এইচ আই টেস্টের স্ট্যান্ডার্ড টাইটার

বয়স ১-৫ সপ্তাহ ৪-৫ সর্বোচ্চ ৬

৬-১০সপ্তাহ  ৫-৬ সর্বোচ্চ ৭

১১-২০ সপ্তাহ  ৬-৭ সর্বোচ্চ ৮

২১- বিক্রি     ৭-১০

এলাইজা টেস্টের মাধ্যমে রানিক্ষেতের টাইটার

লেয়ার

১-৮ সপ্তাহ ৫০০০-৬০০০ইউনিট

৯-১৬ সপ্তাহ  ৭০০০-৮০০০ইউনিট

১৭-২৪ সপ্তাহ   ৮০০০-৯০০০   ইউনিট

(২২-২৪)-বিক্রি  ১০০০০ইউনিট

ব্রয়লার

১-২ সপ্তাহ  ৪০০০ ইউনিট,২-৩ সপ্তাহ  ৫০০০ ইউনিট

৪-৫ সপ্তাহ ৬০০০ইউনিট

সর্বোচ্চ এর বেশি হলে ফিল্ড ভাইরাস এটাক হিসাবে ধরা হয়।

এ আই টেস্টের স্ট্যান্ডার্ড টাইটার ৫-৬ সর্বোচ্চ ১০

এলাইজা টেস্টের টাইটার ইউনিট

রানিক্ষেত  সর্বোনিন্ম ৫০০০ সর্বোচ্চ  ২৫০০০ ইউনিট

আই বি   ২০০০ -১৭০০০ ইউনিট, আই বি ডি  ৭০০০-২৫০০০ ইউনিট

আই এল টি  ১৫০০ -৬০০০  ইউনিট,ই ডি এস ২০০০-৬০০০  ইউনিট

চিকেন ইনফেকশাস এনিমিয়া ৩০০০-৮০০০,রিও ৭০০০-২০০০০ ইউনিট

মাইকোপ্লাজমা  ৩০০০-৬০০০ ইউনিট,এন্সেফালাইটিস  ৬০০-১২০০ ইউনিট

সিরাম এগ্লু্টিনেশন টেস্টে

মাইকোপ্লাজমা ০-৩ হতে পারে (মাইকোপ্লজামাতে ১ হলেও ডোজ করা উচিত)

সালমোনেলা ০-৪  (সালমোনেলা ১ তেমন গুরুত্বপূর্ণ না)

কি কি রোগ নির্ণয় করতে এইচ আই টেস্ট করতে হয়

আই বি,এ আই,রানিক্ষেত,করাইজা

এইচ আই টেস্ট  এর ক্ষেত্রে  টাইটার বলা হয়।

আমরা তরল জিনিস যেমন পানি বা দুধ  লিটার দিয়ে পরিমাপ করি আবার ধান,চাল কেজি হিসেবে পরিমাপ করি।

তেমনি  মুরগির রক্তের সিরামে  এন্টিবডি কি পরিমাণ আছে তা  টাইটার/ইউনিট দিয়ে বুঝানো হয়।

Please follow and like us:

About admin

Check Also

টাইটারের জন্যএইচ এ এবং এইচ আই টেস্ট কিভাবে করতে হয়,১% আর বি সি কিভাবে বানাতে হয়(শর্ট টেকনিক সহ)

টাইটারের জন্যএইচ এ এবং এইচ আই টেস্ট কিভাবে করতে হয়,১% আর বি সি কিভাবে বানাতে …

Translate »