Breaking News

ব্রুডিং এর বিভিন্ন ব্রুডার(শীতকালে কিভাবে তাপের ব্যবস্থা করতে পারেন)

ব্রুডিং এর বিভিন্ন ব্রুডার(শীতকালে কিভাবে তাপের ব্যবস্থা করতে পারেন)

& ব্রুডার

হয়।

ব্রুডারঃ যা দিয়ে তাপ দেয়া হয়।

ব্রুডার বিভিন্ন ধরনের হয়;

১।গ্যাস ব্রুডার

২।বাল্ব(লাল বাতি)

৩।হারিকেন

৪।কাঠের গুড়া ও টিনের কোটা

৫।ইলেক্ট্রিক হিটার

৬।ইনফ্রারেড ব্রুডার

৭।গ্যাস স্টোভ ও বালি(বুলের মধ্যে বালি নিয়ে গ্যাস স্টীভের উপর রেখে ব্রুডারের মধ্যে রাত্রে দিতে হবে)

৮।কয়লা ও টিনের পাত্র

৯।তুষ ও টিনের কৌটা

১০।মাটির কলসি ও কাঠের অংগারের আগুন বা অন্য কোন আগুন

বিভিন্ন ব্রুডারের সুবিধা -অসুবিধা

গ্যাস ব্রুডার

সুবিধা ঃ

সব চেয়ে ভাল কারণ ভাল তাপ হয়।

অসুবিধা ঃ

দাম বেশি এবং গ্যাসের খরচ বেশি।

সব জায়গায় পাওয়া যায় না।

দুর্ঘটনা ঘটতে পারে

>বাল্ব<

সুবিধা ঃ

দাম কম

সব জায়গায় পাওয়া যায়।

অসুবিধা ঃ

তাপ কম হয়।

কাঠের গুড়ি ও টিনের কোটা

সুবিধা ঃ

খরচ কম

সব জায়গায় পাওয়া যায়

তাপ ভাল হয়।

অসুবিধা ঃ

ধোয়া হয়

খেয়াল রাখতে হয়

বানাতে হয়।

হারিকেন

সুবিধা ঃ

দাম কম

অসুবিধা ঃ

তাপ খুব কম

টিনের চোংগা ও কয়লা

সুবিধা ঃ

ভাল তাপ হয়

অসুবিধা ঃ

বানানোর ঝামেলা

>ইনফ্রারেড ব্রুডার

সুবিধা ঃ

ভাল তাপ হয়

অসুবিধা ঃ

দাম বেশি

সব জায়গায় পাওয়া যায় না।

কাঁঠের_গুড়ার_ব্রুডার>
কাঁঠের গুড়ার ব্রুডার তৈরীর উপকরণঃ
১. তেলের টিন
২. শুকনো কাঠের গুড়া
৩. বাঁশ বা চোঙা
৪. মাটি
৫. বালু

তৈরী_করার_পদ্ধতিঃ
১. প্রথমে একটি তেলের টিনের মুখ পুরোটা কেটে নিন। তারপর এর নিচে থেকে ২ ইঞ্চি উপরে ৩ ইঞ্চি ব্যাসের একটি ছিদ্র করুন।

২. এবার টিনের ভিতর বালু দিয়ে নিচের দিকে ২ ইঞ্চি পরিমান পূর্ণ করে দিন।

৩. এবার নিচের ছিদ্র দিয়ে একটি বাঁশ/চোঙা টিনের মধ্যে ঢুকিয়ে দিন। এটি ব্রুডার জ্বালিয়ে রাখার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরাবরাহ করবে।

৪. এবার টিনের ঠিক মধ্যে দিয়ে আরো একটি বাঁশ টিনের ভিতরে প্রবেশ করিয়ে দিন।

৫. এবার টিনের ভিতরে কাঁঠের গুড়া দিয়ে পুরা টিন ভরিয়ে ফেলুন।

৬. এবার কিছু মাটিতে পানি দিয়ে কাদা বানিয়ে টিনের উপরের খোলা মুখে, কাঁঠের গুড়ার উপর লেপে দিন।

৭. এবার সতর্কতার সাথে বাঁশ দুটি টিনের ভিতর থেকে টেনে বের করে আনুন। খেয়াল করবেন যেন কাঁঠের গুড়ার স্তম্ভ ভেঙ্গে না পরে।

৮. বাঁশ সরিয়ে নেবার কারণে টিনের মধ্য বরাবর যে ছিদ্র তৈরী হবে সেখানে কিছু কেরোসিন তেল দিয়ে আগুন ধরিয়ে দিন।

৯. ভাল মত আগুন জ্বেলে উঠলে হোবারের নিচে কাঠের গুড়ার ব্রুডারটি বসিয়ে দিন।

এমন ১ টা ব্রুডার দিয়ে মোটামুটি ৩০০ বাচ্চাকে তাপ দেয়া যায়

ব্রুডার

১. বৈদ্যুতিক হিটারঃ হােভারের ঠিক নীচে তুষের উপর ইট রেখে ইটের উপর হিটার (১০০০-৩০০০ ওয়াটের কয়েল) বসিয়ে দিতে হবে। হিটারের আগুনে যেন বাচ্চা মারা না যায় সেজন্য হিটারের উপর তারের জাল বসিয়ে দিতে হবে।
২. হ্যাজাক লাইট বা কেরােসিনের স্টোভঃ ব্রুডারে তাপমাত্রা বৃদ্ধির জন্য বৈদ্যুতিক বাল্বের সহযােগি হিসাবে হ্যাজাক লাইট বা কেরােসিনের স্টোভ ব্যবহার করা যায়। তবে এক্ষেত্রে ব্রডারে যেন ধোঁয়া না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
৩. চিকগার্ডের উপর চটের ব্যবহারঃ চিকগার্ড এবং হােভারের উপর বাঁশের কঞ্চি বসিয়ে হােভার থেকে ৭-৮ ইঞ্চি ফাঁকা রেখে বাঁশের কঞ্চির উপর ছালার চট দিয়ে ঢেকে দিতে হবে। কিন্তু ব্রুডারে যেন পর্যাপ্ত বায়ু চলাচল করে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
৪. কয়লার আগুন দিয়ে তাপমাত্রা বাড়ানাের উপায়ঃ
ক) ২ থেকে ২.৫ ফুট উঁচু একটি টিন নিতে হবে।
খ) ছাই বের করার জন্য টিনের নীচে এক দিকে ২ ইঞ্চি x ৪ ইঞচি পুরু করে ছিদ্র করে দিতে হবে।
গ) ছিদ্রের উপরের দিকে রড দিতে হবে যেন কয়লা নীচে পড়ে না যায়।
ঘ) তাপ বের হওয়ার জন্য টিনের চারদিকে ছিদ্র করে দিতে হবে।
ঙ) টিনের উপরের দিকে ২ ইঞ্চি ফাঁকা রেখে টিনের ভিতর কয়লা দিতে হবে।
চ) কয়লায় আগুন দেওয়ার পর ধােয়া উৎপাদন শেষ হলে টিনটি চিকগার্ডের ভিতর হােভারের নীচে ইটের উপর বসিয়ে দিতে হবে।
ছ) ধোয়া সেডের বাহিরে বের করে দেওয়ার জন্য টিনের মুখে ঢাকনা দিয়ে ঢাকনার সাথে একটা পাইপ এমনভাবে আটকে দিতে হবে যেন পাইপের মুখ সেডের বাহিরে থাকে।

ডা মামুন ভেট ও ডা সোহরাব হুসাইন

Please follow and like us:

About admin

Check Also

ফার্মের যে বিষয়গুলি সংশোধনের সুযোগ নাই তাই আগেই ঠিক করে শুরু করতে হবে।

ফার্মের যে বিষয়গুলি সংশোধনের সুযোগ নাই তাই আগেই করা উচিত।। ক।ফার্মের যে সমস্যা যা কোন …

Translate »