Breaking News

স্টেফাইলোকক্কোসিস,ফিমোরাল হেড নেক্রোসিস,জি ডি।

এটি স্টেফাইলোকক্কাস অরিয়াস নামক ব্যাক্টেরিয়া দিয়ে হয়।

এটি পোল্ট্রিতে কমন এবং বিভিন্ন রোগ তৈরি করে।নরমালি স্কিনে থাকে।

হোস্টঃ

ব্রয়লার এবং টার্কিতে বেশি হয়।

যেমন ইয়ক সেক ইনফেকশন,গ্রেংগ্রিনাস ডার্মাটাইটিস,বাম্বল ফুট ও স্টেফাইলোকক্কাল সেপ্টিসেমিয়া।

এটি কয়েক টক্সিন ও এঞ্জাইম তৈরি করে যা রোগকে তীব্র করে তুলে।

কিভাবে ছড়ায়ঃ

চামড়ায় বা মিউকাস মেমব্রেনে ইনজুরি হলে ইন্টারনাল সিস্টেমে চলে যায় এবং রোগ তৈরি করে।

ঠোঁটকাটা ও  ট্রিমিং করার সময় জীবাণূ ভিতরে ঢুকে যায়।

১ দিনের বাচ্চায় নাভির মাধ্যমে ভিতরে প্রবেশ করে।

কি কি রোগ  হয় এবং লক্ষণ

বাম্বল ফুট বয়স্ক মুরগিতে হয়,

এতে ফোড়া হয় এবং ফোলে যায়,গরম হয়,ব্যাথা হয়।

ফিমার নামক হাড় পচে যায়

ফলে লেমনেস হয়,দাড়াতে পারেনা।পাখা ঝুলে যায়।

খাবারের কাছে যেতে পারে না,ব্যথা হয়।আস্তে আস্তে শুকিয়ে যায় এবং  মারা যায়।

নরসিংদীর লোকজন এটাকে নাম দিয়েছে শুকনা রোগ।

কারণ

স্টেফাইলোকক্কাই যা পোল্ট্রির পরিবেশে থাকে(লিটার,পালক,বাতাস)

বিভিন ইমোনোসাপ্রেশন ডিজিজ যেমন আই বি ডি,চিকেন ইনফেকশাস এনিমিয়া,মেরেক্সের কারণে সেপ্টিসেমিক একিউট ডেথ হতে পারে।

ই -কলাই ও সালমোনেলা দ্বারা ও হয় তবে তা বিরল।

পোস্টমর্টেম স্ট্যাফাইলোকক্কোসিসহাড় পচা

স্টেফাইলোকক্কাল সেপ্টিসেমিয়া হলে লিভার,ফুস্ফুস,কিডনি,স্প্লিন ও হার্টে সাদা ফোটা দেখা যায়।

ফিমার,সবচেয়ে লম্বা হাড়ে পচন ধরে।

অম্পালাইটিস,

জিডি,

সেলোলাইটিস,

সেপ্টেসেমিয়া,

আর্থাইটিস/সাইনোভাইটিস।হক জয়েন্ট ফোলে যায় এবং গরম থাকে।white to yellow soft fibrinopurulant exudate.It is sequel to septicemia.

স্পন্ডাইলাইটিস

অসটিওমাইলাইটিসঃজয়েন্ট ফুলে যায়,গরম

এন্ডোকার্ডাইটিস।

চিকিৎসা

টেট্রাসাইক্লিন,পেনিসিলিন,সালফোনেমাইড ও লিঙ্কোমাইসিন

প্রতিরোধঃ

হাইজিন মেনে চলা।

ইনজুরি যাতে না হয়।

ফিমোরাল হেড নেকোসিস

১।Proximal Femoral Degeneration.

ফিমার, সবচেয়ে লম্বা হাড়ে পচন ধরে।

ফলে লেমনেস হয়,দাড়াতে পারেনা।

খাবারের কাছে যেতে পারে না,ব্যথা হয়।আস্তে আস্তে শুকিয়ে যায় এবং  মারা যায়।

নরসিংদীর লোকজন এটাকে নাম দিয়েছে শুকনা রোগ।

কারণ

স্টেফাইলোকক্কাই যা পোল্ট্রির পরিবেশে থাকে(লিটার,পালক,বাতাস)

ই কলাই ও সালমোনেলা  দ্বারা ও হয় তবে তা বিরল।

ব্যাক্টেরিয়া ছাড়া ভাইরাস দায়ী যেমন রিও ভাইরাস যা ৪-৮ সপ্তাহের ব্রয়লারে হয়।

ট্রমা বা ইনজুরি যা জীবানূ ঢুকতে সাহায্য করে। বিশেষ করে লেয়ারে ঠোটকাটা।

লক্ষণঃ

ব্রয়লারে হয় ২৫-৫০ দিন বয়সে।

হাঁটতে পারেনা তবে পাখার উপর ভর দিয়ে হাঁটার চেষ্টা করে।

পোস্টমর্টেম

Head Of femar show marked degeneratin(Necrosis)

হাড়ের মাথায় পচন ধরে।

চিকিৎসা এবং প্রতিরোধ

চিকিৎসা থেকে প্রতিরোধ এর দিকে জোর দিতে হবে কারণ চিকিৎসায় ভাল রিজাল্ট পাওয়া যায় না।

খাবারে এন্টিবায়োটিক দেয়া যায়।

বায়োসিকিউরিটির দিকে নজর দিতে হবে

গ্যাংগ্রিনাস ডার্মাটাইটিস

একে বিভিন্ন নামে ডাকা হয় যেমন উইন রট,এভিয়ান ম্যালিগন্যান্ট ইডিমা,নেক্রোটিক ডার্মাটাইটিস,গ্যাস ইডিমা,গ্রেংগ্রিনাস সেলোলাইটিস/ডার্মাটোমাইকোসিস।

It is characterized by areas of death and putrefaction in skin underlying tissue(muscle)

এটা প্রধানত  ব্রয়লারে হয় এবং কমন রোগ তবে লেয়ারেও হয়।

ব্রয়লারে ৪-৬ সপ্তাহ এবং লেয়ারে ৬-২০ সপ্তাহে হয়।

মরটালিটি ১-৬০%।

গরম ও  আর্দ্র পরিবেশে বেশি হয়।

কারণ এবং মেকানিজমঃ

ক্লোস্টিডিয়া (সেপ্টিকাম,পারফ্রিঞ্জেন্স),স্টেফাইলোকক্কাই এবং ই-কলাই।

এককভাবে বা মিলিতভাবে আক্রমণ করে,বেশিরভাগ মিলিতভাবে আক্রমণ করে এবং মারাত্মক হয়।

ইমোনোসাপ্রেশন হলে এটি বেশি হয়।

ঠোকরা ঠুকরি বা যে কোঙ্কারণে স্কিনে ক্ষত হলে জীবানূ দ্বারা আক্রান্ত হয়।

গাম্বোরু,চিকেন ইনফেকশাস এনিমিয়া,আই বি এইচ হলে হয়।

আন হাইজেনিক পরিবেশ,বেশি ঘন,মাইকোটক্সিন।

ক্লোস্টিডিয়া থাকে মাটি,ফিসিস,ধুলাবালি,দূষিত খাবার ও পানিতে।তাছাড়া ইন্টেস্টাইন বিশেষ করে সিকাম।

স্টেফাইলোকক্কাই থাকে সব জায়গায় তবে স্কিন এবং লাইনিং অফ ডাইজেস্টিভ,রেস্পিরেটরি ও ইউরিনারি সিস্টে্মে বেশি থাকে।

লক্ষণঃ

অবসাদ

রুচি কমে যায়।

পায়ে সমস্যা।

কয়েক ঘন্টার মধ্যে মারা যায়।

পোস্টমর্টেম

পাখার চামড়ায় পচন ধরে,পালক উঠে যায়।

গন্ধ বের হয়।

Very dark,moist,devoid of feathers,foul-smelling and show putrefaction in wings,between thigh and over ribs and flanks,between ribs and hips.

চিকিৎসা

ভাল রিজাল্ট পাওয়া যায়না।

পেনিসিলিন,টেট্রাসাইক্লিন ও ব্যাসিট্রাসাইক্লিন পানিতে দেয়া যায়।

পানিতে পি এইচ দেয়া যায়।

প্রতিরোধঃ

পাখি বেশি ঘন রাখা যাবেনা যাতে চামড়ায় কোন সমস্যা না হয়।

স্যানিটারি ব্যবস্থা ভাল করতে হবে।

লিটার,খাবার ও পানি ব্যবস্থা ভাল রাখতে হবে।

ইমোনিটি যাতে ভাল থাকে।

ভিটামিন এ এর ঘাটতি হলে সেরেব্রেলামে ইডিমা,পেটেসিয়াল এবং বড় হেমোরেজ হয়।

Cappillary wall lesions lead to increase vascular permeability with resulting blood and plasma leakage..

এই ফ্লুইড ব্রেস্ট মাসলের উপর এবং পাখার নিচে জমা হয়  (সাব/ কাট)।সবুজ  এবং নীল কালার বাহির থেকে বুঝা যায়।

Please follow and like us:

About admin

Check Also

মেজর ভুল ডায়াগ্নোসিস গুলো কি কি

১.৬-৭দিনের বাচ্চার ক্ষেত্রে কোন মর্টালিটি হলে সাল্মোনেলা বলা হয় যা ৯৯%ই ভুল। কারণ বাচ্চার লিভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »