ট্রাকিয়া এবং ব্রংকাই দেখে রোগ নির্ণয়
ট্রাকিয়া এবং ব্রংকাই দেখে নিচের রোগ গুলিত ধারণাস করা যায়
আই বি,রানিক্ষেত,আই এল টি,মাকোপ্লাজমা,ভিটামি এ এর ঘাটতি,এ আই,কৃমি
১।ট্রাকিয়াতে মিউকাস হলে নিচের রোগ গুলি হতে পারে।
আই বি,রানিক্ষেত,আই এল টি,মাইকোপ্লাজমা
২।ট্রাকিয়াতে রক্ত হলে নিচের রোগ গুলি হতে পারে
আই এল টি,এন ডি ,এ আই,এমোনিয়া গ্যাস
৩।ট্রাকিয়াতে পাতলা পর্দা
ভিটামিন এর ঘাটতি
৪। ট্রাকিয়াতে লাল সুতার মত
সিংগামাস ট্রাকিয়া কৃমি
৫।ব্রংকাই এ প্লাগ
আই বি এবং এ আই