Breaking News

টিপস

গরু সমাজ সম্পর্কে কিছু মজার তথ্য জেনে নিন এখন

# গরুর স্বাভাবিক দৈহিক তাপমাত্রা ১০১.৫ ডিগ্রি ফারেনহাইট ।
# গড়পড়তা গরু মিনিটে ৫০ বার জাবর কাটে ।
# সাধারণত একটি গরু দিনে ১৪ বার ওঠাবসা করে থাকে ।
# গরুরা তাদের দুই চোখ দিয়ে প্রায় ৩৬০ ডিগ্রি কোণে চারপাশের সবকিছু দেখতে পায় ।
# একটি তথ্য মতে, সাধারণত গরু দৈনিক ৮ ঘন্টা খায়, ৮ ঘন্টা জাবর কাটে, ১০-১২ ঘন্টা অলস বসে থাকে ও ৪ ঘন্টা ঘুমায় ।
# গরু সিড়ি বেয়ে উপরে উঠতে পারে কিন্তু এর ঠিক বিপরীত কাজটা করতে পারে না, কারণ তাদের পায়ের গঠনটাই এরকম ।
# গরুরা বমি করতে পারে না ।
# গরু পানি খেতে খুব ভালবাসে । বিশেষ করে একটি মহিলা গরু দিনে ৩ থেকে ৫ গ্যালন পর্যন্ত পানি খেতে পারে ।
# গরুর প্রখর ঘ্রাণ শক্তি রয়েছে । এরা ৬ মাইল দূরের কোন বস্তুর গন্ধও পেয়ে থাকে ।

Please follow and like us:

About admin

Check Also

কোন প্রাণী কত বছর বাঁচে এবং গর্ভধারন কাল কত

কত বছর বাচে গর্ভধারন কাল বলদ ২৮বছর ষাড় ২০বছর গাভী ২২বছর ৯ মাস ৯দিন মহিশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »