Breaking News

ওষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক রেজিস্টেশন বাতিলকৃত ভেটেরিনারি এন্টিবায়োটিক সমূহ

রেজিস্টেশন বাতিলকৃত এন্টিবা্য়োটিক

এটি ৭.৫.১৯ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়।

কলিস্টিন পাউডার(১লিটারের ওরাল ছাড়া)

ফসফোমাইসিন

সিপ্রোফ্লক্সসিলিন এর সকল কম্বিনেশন

এজিথ্রোমাইসিন

এমোক্সিসিলিন

অলাকোইডক্স

কম্বাইন্ড ড্রাগ

এমোক্সিসিলিন +ক্লোক্সাসিলিন

এমোক্সিসিলিন +ব্রোমোহেক্সিন +ভিটামিন এ

ডক্সি +অক্সি পাউডার

ডক্সি +নিউমাইসিন পাউডার

ডক্সি+ টাইলোসিন

ডক্সি+ট্রাইমেথোপ্রিম

ডক্সি+জেন্টা

জেন্টা+সালফাডিমিডিন+ট্রাইমেথোপ্রিম

নিওমাইসিন+প্রোকেইন পেনিসিসিলিন

অক্সি+টেট্রাসাইক্লিন

প্রোকেইন বেঞ্জাইল পেনিসিলিন+স্টেপ্টোমাইসিন

স্তেপ্টোমাইসিন+সালফাডায়াজিন+সালফডিমিডিন+সালফাপাইরিডিন

সালফাক্লোজিন+কে

সালফাক্লোরোপাইরিডাজিন সোডিয়াম+ট্রাইমেথোপ্রিম+কে

ইরাইথোমাইসিন+সালফমেথোজিল+ট্রাইমেথোপ্রিম ইঞ্জেকশন

টাসিলোসিন+রোক্সিথোমাইসিন

নএফক্সাসিলিন+ট্রামেথোপ্রিম+লোপারেমাইড

এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বৃদ্ধি পাওয়ায়,মানব জাতির কল্যানের কথা বিবেচিনা করে সরকারের এই উদ্যোগ।

 

Please follow and like us:

About admin

Check Also

খাদ্য নিরাপত্তায় প্রাণিসম্পদের গুরুত্বঃ বর্তমান ও ভবিষ্যৎ (ডা মো ইব্রাহিম খলিল)

খাদ্য নিরাপত্তায় প্রাণিসম্পদের গুরুত্বঃ বর্তমান ও ভবিষ্যৎ বর্তমান বিশ্ব বড্ড পরিবর্তনশীল, এ পরিবর্তনের ছোঁয়া জাগতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »