Breaking News

বাংলাদেশ থেকে একমাত্র MSD বৃত্তি পেল ইসরাত জাহান প্রমি

MSD Animal Health/ World Veterinary Association, Scholarship Program 2018 এর জন্য মনোনীত একমাত্র বাংলাদেশি শিক্ষার্থী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ইসরাত জাহান প্রমি।৩০টি দেশ থেকে ৪১জন  কে মনোনীত করা হয়েছে।প্রত্যেক কে ৫০০০ ডলার করে বৃত্তি প্রদান করা হবে.২৮ এপ্রিল ২০১৯ কোস্টারিকায়  এ তালিকা প্রকাশ করা হয়েছে । শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের লেভেল-২, সেমিস্টার-২ এর শিক্ষার্থী।  অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা রইলো ইসরাত প্রমির জন্য।ইসরাত জাহান প্রমির ভাষ্য অনুযায়ী তার  এ বৃত্তি প্রাপ্তির পেছনে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন শেকৃবির মেডিসিন এবং পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান Vet Kbm Saiful Islam স্যার।বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড।মোঃ জাহাঙ্গীর আলম  স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তার এই প্রাপ্তি ডি ভি এম তথা দেশের সুনাম বয়ে আনবে।

 

Please follow and like us:

About admin

Check Also

খাদ্য নিরাপত্তায় প্রাণিসম্পদের গুরুত্বঃ বর্তমান ও ভবিষ্যৎ (ডা মো ইব্রাহিম খলিল)

খাদ্য নিরাপত্তায় প্রাণিসম্পদের গুরুত্বঃ বর্তমান ও ভবিষ্যৎ বর্তমান বিশ্ব বড্ড পরিবর্তনশীল, এ পরিবর্তনের ছোঁয়া জাগতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »