ব্রিডিং বুলের দানাদার খাদ্যের ডেইলি রেশনের ফর্মূলেশনঃ

ব্রিডিং বুলের দানাদার খাদ্যের ডেইলি রেশনের ফর্মূলেশনঃ
——————————————————————————–
প্রতি ১০০ কেজি লাইভ ওয়েটের ব্রিডিং বুলের জন্য সংমিশ্রিত দানাদার খাদ্য দিতে হবে ৮০০-৯০০ গ্রাম,কাঁচা ঘাস ১০ কেজি, খড় ১ কেজি।

দানাদার খাদ্যের সংমিশ্রণ :
গমের চিকন ভুষি ২৫%
ছোলা বা মটরের ভুষি ২৫%
সয়াবিনের খৈল ১৫%
সরিষার খৈল ১০%
চালের মিহি কুরা ১৮%
ডিসিপি ৪%
লবণ ৩%
গরু প্রতি ১৫০-২০০ গ্রাম মোলাসেস।

ব্রিডিং বুলের খাবারে প্রোটিন, ড্রাই মেটার,মিনেরালস বেশী রাখতে হয়।

(মুক্তি মাহমুদ)

Please follow and like us:

About admin

Check Also

টিকা ও ওষুধের ব্যবহার পদ্ধতি (এম এ ইসলাম)

টিকা ও ওষুধের ব্যবহার পদ্ধতি  টিকা ও ওষুধের সঠিক ব্যবহার রোগপ্রতিরোধ ও নিরাময় নিশ্চিত করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!