Breaking News

টার্কি রাইনোট্রাকিয়াইটিস বা সোলেন হেড সিন্ড্রম

টার্কি রাইনোট্রাকিয়াইটিস বা সোলেন হেড সিন্ড্রম

কারণঃ

এটি নিউমোভাইরাস দিয়ে হয়.ফ্যামিলি প্যারামিক্সিভিরিটি,সাব ফ্যামিলি নিউমোভিরিনি

এটাকে ART,TRT,APV) এই ৩নামে ডাকা হয়,Upper respiratory tract infection of turkey.Complicated by secondary bacterial infection.

এতে অনেক মরবিডিটি ও মরটালিটি হয়।্টার্কির  ডিম কমে যায়,

It causes serious economic losses.

কিভাবে ছড়ায়ঃ

এটি নির্ভর  করে পোল্ট্রির সংখ্যা,হাইজিন ও বায়োসিকিউরিটির উপর।

এটি হাইলি কন্টাজিয়াস।

প্রধানত বাতাসে ছড়ায় কারণ এটি আপার শ্বাসনালীর সিলিয়কে আক্রমণ করে ।কখনও আবার প্রজননতন্ত্রের সিলিয়াকে আক্রান্ত করে।

এটি ফার্মে অনেক দিন থাকে  এবং রিপিট হতে পারে।

দূষিত পানি

যন্ত্রপাতি

লোকজন

কাদের আক্রান্ত করে

টার্কি ও মুরগি

লক্ষণ

সব বয়সে হয়  তবে বাচ্চা বিশেষ করে ফ্যাটেনিং এর জন্য যে সব টার্কি পালা হয় তাদের বেশি হয়।

বাচ্চা টার্কি হাচি ও কাশি দেয়।

নাক দিয়ে পানি পড়ে।

Rales and nasal discharge,conjunctivitis,swelling of the infraorbital and submandibular sinuses can be seen.

Serous ,watery nasal and ocular discharge,frothy eyes.later stage mucopurulant,turbital sinuses and snicking,sneezing,coughing,

চোখের চারদিকে বিশেষ করে চোখের নিচের দিকে ফোলে যায়।

ডিম পাড়া টার্কিতে ডিম কমে যায় ,প্রোলাপ্স হয় এবং শ্বাস কষ্ট হয়।

ইনকোবেশন পিরিয়ড ৩-৭দিন।

৭-১০ দিনে মধ্যে ভাল হয় যদি কোন কমপ্লিকেশন না হয়।

গলার স্বর পরিবরতন হয়ে যায়।

Birds with secondary infections and under poor management disease may be prolonged and exacerbated by airsaculitis,pericarditis,pneumonia,perihepatitis.

মুরগিতে তেমন হয় না,তবে মুরগিতে হলে এটাকে সোলেন হেড সিন্ড্রম বলা হয়,

swelling of peri and infraorbital sinuses,frothy eyes,nasal discharge,torticolis,opisthotonous due to ear infection.

মরটালিটি ২% এর কম।

ব্রয়লার ব্রিডার,কমারশিয়াল লেয়ার,ডিম কমে যায় ও মান খারাপ হয়।

মরভিডিটি ১০০% হতে  হয় কিন্তু মরটালিটি বিভিন্ন রকম ১-৩০%।

বাচ্চা টার্কিতে মরটালিটি বেশি হয়

টার্কির সোলেন হেড সিন্ডম

পোস্টমর্টেম

Poliserositis affecting airsac and pericardium may be due to secondary E coli infection.

কিডনি ফোলে যায় এবং কঞ্জেস্টেড।

ফুসফুস ফাইব্রিনাস এগজুডেট।

চোখের চারদিকে সাবকিউটেনিয়াস ইডিমা হয়,

চিকিৎসা ও প্রতিরোধঃ

এন্টিবায়োটিকঃ সেকেন্ডারি  ব্যাক্টেরিয়াল ইনফেকশন এর জন্য।

টিকা(লাইভ ১০ ও ১৯ সপ্তাহে)কিল্ড

Please follow and like us:

About admin

Check Also

টার্কির রোগ ব্যাধি এবং ভ্যাক্সিন সিডিউল

রোগঃ ১।সালমোনেলোসিস(সালমোনেলা এরিজোনা) সালমোনেলা মুক্ত ব্রিডার থেকে আনতে হবে। ২।এ আই ৩।কলেরাঃ মৃত্য হার ৬০-৯০%,৬ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »