Breaking News

কবুতর ডিমে তা না দেয়ার কারণ ও করনীয়❤️

কবুতর ডিমে তা কেন দিচ্ছেনা ও করনীয়❤️

❤️ আপনার মাদি কবুতর যদি একটি ডিম দেয়, তাহলে ২য় ডিম
দেয়া না পর্যন্ত ডিমে তা দিবে না। সুতরাং ভয়ের কিছু নেই।

❤️আপনার কবুতর যদি নিউ Adult হয় তাহলে অনেক
সময় নিউ Adult কবুতর একটু দ্বিধা-ধন্দে থাকে ডিমে তা দেয়া নিয়ে। সুতরাং ভয়ের কিছু নেই।

❤️আপনার কবুতর যদি ডিম দেয়ার ১৬/১৭ দিন পর ডিমে তা
দেয়া বন্ধ করে, তাহলে বুঝবেন ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে না।
ডিমগুলো নষ্ট ।

❤️কিভাবে বুঝবেন আপনার কবুতরের ডিম নষ্ট না ভাল❤️

ডিম দেওয়ার চার থেকে পাঁচ দিন পর ,অন্ধকারে মোবাইল এর টর্চের আলোর উপর ডিম রাখলে ভিতরে যদি রক্তের শিরার মত বা গাছের শিকড়ের মতো কিছু লাল বর্ণের দেখা যায় তাহলে বুঝতে হবে এই ডিম থেকে বাচ্চা ফুটবে। অর্থাৎ ডিম জমেছে।
আর যদি এমন কিছু দেখা না যায় তাহলে সেই ডিম ফেলে দেওয়াটাই বাঞ্ছনীয়।

❤️আপনার মাদি কবতুরটির সাথে কোন নর কবুতর জোড়া নাই
তারপরও মাদি কবুতরটি ডিম দিয়েছে, তাহলে মাদি কবুতরটি
ডিমে তা না দেয়াটা খুবই স্বাভাবিক। এবং ডিমগুলো নষ্ট ডিম।
কবুতর জোড়া ছাড়া যদি ডিম দেয় তাহলে ডিমগুলো সব নষ্ট ডিম।

❤️ অনেক সময় কবুতর এর জোড়া বা Pair দেয়ার জন্য আপনি
বাজার বা হাঁট থেকে কবুতর কিনে এনে আপনার কবতুর এর
সাথে জোড়া দিলেন। যদি জোড়া দেয়ার ১ সপ্তাহ এর মধেই ডিম
দেয় তাহলে বুঝবেন ডিমটি এই জোডার মেটিং Mating থেকে
আসেনি। এ ক্ষেত্রে কবুতর ডিমে তা নাও দিতে পারে।

❤️কবুতরের খোপ বা খাঁচা, হাড়ি ইত্যাদি পরিবর্তন করলে কবুতর ডিমে তা দেয়া বন্ধ করে দেয়।

❤️অনেক সময় বিভিন্ন পরিবেশগত কারনে কবুতর ডিমে তা দেয়া বন্ধ করে দেয় যেমনকবুতর ডিমে তা নাদেয়ার কারণ

❤️ মানুষের আনাগোনা
❤️বার বার ডিমে হাত দেয়া
❤️ ইঁদুর বা বিড়াল এর আনাগোনা
❤️ প্রচণ্ড বজ্ৰপাতের শব্দ ইত্যাদি কারন।

❤️ কবুতর যদি তার ডিম পাড়ার সঠিক পাত্র যেমন হাড়িতে যদি
ডিম না পাড়ে তাহলে সেই ডিমগুলোতে তা না দেয়াটা স্বাভাবিক ব্যাপার। ডিমগুলো হাড়িতে তুলে দিন।

উপরের কারণগুলো কবতুরের ডিমে তা না দেয়ার অন্যতম কারন।
এছাড়া অন্যান্য কারনেও কবুতর ডিমে তা দেয়া বন্ধ করে দিতে পারে।
উদাহরণ স্বরূপ

❤️কবুতরের পর্যাপ্ত জায়গা স্বল্পতার অভাব
❤️কৃমি সমস্যা
❤️ক্যালসিয়ামের অভাব
❤️মাল্টিভিটামিন এর সমস্যা এবং অতিরিক্ত মাল্টিভিটামিন প্রয়োগের ফলে কবুতরের পায়ের গিট ফুলে যাওয়ার সমস্যা
❤️পর্যাপ্ত খাদ্য মানের অভাব
❤️প্রোটিনের অভাব
❤️কবুতরের বাত রোগের কারণ
❤️বিট লবণের অভাব
❤️মিনারেলস এর ঘাটতি
❤️উন্নত মানের গ্রিট এর অভাব
সুতরাং সে অনুযায়ী ব্যবস্থা নিন।

Nazmul Huda

Please follow and like us:

About admin

Check Also

কবুতরের বাচ্চার যত্ন নিবেন যেভাবে

কবুতরের বাচ্চার যত্ন নিবেন যেভাবে★★ ১. প্রথম ডিম পাড়ার ১৯ তম দিন বাচ্চা ফুটে কবুতরের। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »