Breaking News
গাভী কিনার আগে যা জানা উচিত
গাভী কিনার আগে যা জানা উচিত

গাভী_কিনার_আগে_৫টি_পয়েন্ট_অনুসরণ_করা উচিত

১।গাভীটি কত নম্বর বিয়ান, দাঁত কয়টি?
উওরঃ ১ম, ২য়, ৩য় বিয়ান হলে ভালো, ২, ৪, ৬, দাঁত হলে ভালো ৮ দাঁত শুরু হলো এমন হলেও ভালো।

২।গাভীর দুধ কত লিটার সকাল বিকাল?
উওরঃ মনে করেন দুধ বলল ১৫ লিটার, সকালে ১০ বিকালে ৫ লিটার।
আপনি আগে বিকালে দুধ দহন প্রক্রিয়া দেখুন, পরে সকালে দুধ দহন প্রক্রিয়া, ৩য় আবার বিকালের দুধ দহন প্রক্রিয়া দেখুন।

এবার ফলাফল দেখুন সকালে ১০ বিকালে ৫ লিটার হয়েছে কিনা বা কতটুকু কম বেশি হয়েছে।

৩। দুধ দহন করার সময় গাভী লাথি মারে বা নড়াচড়া করে কী? দহনের সময় বাট দিয়ে দুধ বাহির করতে শক্ত লাগে কী?
উওরঃ দুধ দহনের সময় খেয়াল করুন উপরের সমস্যা গুলো আছে কিনা থাকলে ঐ গাভী না নেওয়াই ভালো।

৪।গাভী বাচ্চা দিলো কত দিন হলো? সাথে কী বাচ্চা?
উওরঃ ৭ থেকে ১ মাস হলো বাচ্চা দিলো এমন গাভী হলেই ভালো, কারণ দুধ আপনি অনেক দিন সামনে পাবেন। ষাঁড় বা বকনা বাচ্চা তা নিয়ে মাথা কম ঘামাবেন। গাভীটি সবদিকে ভালো থাকলে ষাঁড় বাচুর হলে ও সমস্যা নাই। তবে বকনা হলে খামারের জন্য ভালো।

৫।গাভীর রং কী?
উওরঃ রং দেখে কেউ গাভী কিনবেন না।
মনে রাখবেন কথায় আছে =চকচক করলেই সোনা হয় না, সুন্দর চেহারা হলেই ব্যবহার ভালো হয় না।
উপরের আলোচনার উওর গুলো যদি গাভীর ভিতরে খুঁজে পান গাভী অদ্ভুত কালো হলে ও সমস্যা নাই।

গাভী কিনার আগে যদি এই দিক গুলো খেয়াল করুন আমি আশা করি আপনি প্রতারিত হবেন না l
Babu Agro-Farm Limitedhttps://www.facebook.com

Please follow and like us:

About admin

Check Also

গরু মোটাতাজাকরণের লাভ লসের হিসাবে

 #ইউটিউব #দেখে #খামার #করলে #বিপদ #১০০%  #কিভাবে #জানুন বিষয় ঃ দেশী এবং সংকর জাতের গরু মোটাতাজা করণ লাভ কেমন #ভূমিকা :এটা ইউটিউবে বানানো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »