Poultry Doctor BD এপ্সের সৌজন্যে পোল্ট্রি পালন নিয়ে লাইভে আলোচনা/পরামর্শ/প্রশ্নোত্তর প্রোগ্রাম ঃ
প্রতি সপ্তাহের সোমবার রাত ৮.৩০টা থেকে ৯টা(৩০মিনিট)
১।
পোল্ট্রি সেক্টরের সবাই এই আলোচনায় অংশ নিতে পারবে(যারা ফার্ম করতে আগ্রহী,নতুন খামারী,পূরান খামারী,পোল্ট্রি রিলেটেড কোম্পানী্র প্রতিনিধি (বাচ্চা,ফিড,মেডিসিন,ভ্যাক্সিন,সাপ্লাইয়ার ,ভ্যাক্সিনম্যান) রেডি/রিজেক্ট মুরগি বিক্রেরা এবং ক্রেতা(ভোক্তা),ভেট ছাত্র -শিক্ষক,পোল্ট্রি প্যাক্টিশনার্স )
লেয়ার,ব্রয়লার,সোনালী,কোয়েল,হাঁস,কবুতর, টার্কির উপর আলোচনা/পরামর্শ/প্রশ্নোত্তর হবে।
ট্রপিক্স গুলো আগেই জানিয়ে দেয়া হবে।যেদিন যে বিষয়ে আলোচনা হবে সেদিন সে বিষয়ের উপর প্রশ্নোত্তর দেয়া হবে তবে পোল্ট্রির যে কোন বিষয়ের উপর প্রশ্ন করা যাবে।
২।
খামারীদের মাঝে প্রায় ৪০%ভুল ধারণা আছে যা আলোচনার মাধ্যমে দূর করা হবে।তাছাড়া জানার ও বাকি আছে অনেক কিছু।সব কিছু তুলে ধরা হবে ইনশাল্লাহ।
অপ্রয়োজনীয় মেডিসিন,ভ্যাক্সিন দেয়া বন্ধ করা হবে।
ফার্মের খরচ কমানোর বিষয়ে আলোচনা হবে।
বিজ্ঞান ভিত্তিক ফার্মের দিকে মনোযোগী করা হবে।
অতিরিক্ত এন্টিবায়োটিক ব্যবহার বন্ধ করতে হবে।
দেশের সকল খামারীদের মাঝে পরিচিতি বাড়ানো,অভিজ্ঞতা শেয়ার করা।
যারা নতুন ফার্ম করবে তাদের জন্য পরামর্শ থাকবে।
সমকালীন বিভিন্ন সমস্যা নিয়ে কথা হবে।
৩।ব্যবস্থাপনার উপর নিচের বিষয়গুলি নিয়ে আলোচনা হবে।
১।সেড নির্মাণ ও জীবাণূমুক্তকরণ পদ্ধতি.
২।ব্রুডিং ব্যবস্থাপনা এবং বিভিন্ন ব্রুডার
২।টিকার সিডিউল,টিকার দেয়ার পরেও কেন কাজ করেনা ।সরকারী টিকার বিবরণ
৩।মুরগির সেড এবং খাচার মাপ ,খরচ সহ
৪।শীত,বর্ষা এবং গরম কালীন ব্যবস্থাপনা
৫।ফার্মে লাভ লসের কারণ
৬।লাইটিং প্রোগ্রাম
৭।ফার্মের জীবাণু সেডে কতদিন থাকে এবং কিভাবে দূর করবেন
৮।মুরগির বয়স অনুযায়ী খাবার ,পানি ও ওজন বের করার সহজ পদ্ধতি।
৯।সেডের বিভিন্ন পদ্ধতি এবং যন্ত্রপাতি
১০।মুরগিতে কিভাবে ধকল পড়ে এবং রোগ হয়।
১১।পর্দা এবং লিটার ব্যবস্থাপনা
১২।ফার্মে ইদুর,মাছি কেন হয় এবং সমাধান কি
১৩।বাচ্চা মর্টালিটির কারণ এবং কোন বয়সে কোন রোগ হয়।
১৪।হ্যাচিং পর দ্রুত খাবার দেয়ার কারণ
১৬।ডিম কমে যাবার কারণ
১৫।প্রোলাপ্স এবং ঠোকরা ঠুকরি কেন করে ,সমাধান কি
১৬।ফার্ম ব্যবস্থাপনার বিভিন্ন ধরণের ভুল
১৭।ফার্মে যে কোন সমস্যার পিছনে যে বিষয় গুলি জড়িত
১৮।খাবার ছিটানোর কারণ এবং সমাধান
১৯।ফার্মে রোগ বিস্তার এবং সমাধানে করণীয়
২০.১০০০ লেয়ারের নিপল লাইনের খরচ এবং লেয়ার পালন সিডিউল
২১।ফার্মে ডিলার ,কোয়াক এবং এম আর দের ভূমিকা ও ফলাফল
২২।কৃমি এবং কৃমিনাশক ব্যবস্থাপনা
২৩।বায়োসিকিউরিটি
২৪।ঠোটকাটা এবং ব্যবস্থাপনা এবং মুরগি ছাটাই ।
২৫।ফার্মে কাজের রুটিন
২৬।লেয়ার প্রজেক্ট ,ব্রয়লার প্রজেক্ট,সোনালী প্রজেক্ট,কোয়েল প্রজেক্ট
২৭।টিপস
২৮।ফার্ম করার আগে কি কি বিষয় জানা দরকার
৪।আলোচনার জন্য লাইভ প্রোগ্রাম টি হবে Poultry Problems and Solutions Dr Md Shuhorab Hossain এই পেজটিতে।কাজেই পেজটিতে লাইক দি্যে রাখতে পারেন।যাতে প্রোগ্রাম টি মিস না হয়।
৬।।
প্রতিদিনই খামারীরা বিভিন্ন বিষয় নিয়ে মোবাইলে কল দেয়,মেসেঞ্জারে,পেজের ইনবক্সে যোগাযোগ করে যার অধিকাংশই উত্তর দেয়ার সুযোগ হয় না।যার অধিকাংশ কারণ বিস্তারিত হিস্ট্রি না দেয়ার কারণে বা সময়ের অভাবে ।তাছাড়া চিকিৎসা দিলে গেলেও অনেক বিষয় শুনে দিতে হয় যা কথা বলার মাধ্যমেই সম্বব।ইদানিং সমস্যা হচ্ছে না ।কারণ এপসের মাধ্যমে তথ্য দিলে রোগ নির্ণয় করে খামারিদের চিকিৎসা দেয়া হচ্ছে।
এই আলোচনায় চিকিৎসা দেয়া হবে না। চিকিৎসা নিতে হলে এপসের মাধ্যমে নিতে হবে যার কিছু নিয়ম আছে।