Breaking News

টিপস ১৯

টিপস

#ব্রয়লারে খাবার হজম হতে সময় লাগে ৪ ঘন্টা।লেয়ার গ্রোয়ারে  লাগে৮-১২ ঘন্টা,লেয়ার প্রডাকশনে লাগে আড়াই থেকে ৩ ঘন্টা।

#Effect of Heat Stress:

Blood leave viscera go to skin for evaporated heat>decrease protein digestion and absortion >panting to evaporate >metabolic disorder>corticosteroid go to blood>reduce immunity and reproduction.

#লিভার বি১২,কপার,আয়রন গ্লাইকোজেন জমা রাখে।

#লিভাবে সমস্যা হলে

পেরোসিস(আংশিক প্যারালাইসি হয়)

পিত্তনালীতে প্রদাহ হয়

ব্লাড ক্লোটিং হয় না।

আর বি সি তৈরি কম হয়

খাবার কম খায়

ফ্যাটি লিভার হয়

কার্বোহাইড্রেট,ফ্যাট,প্রোটিন ম্যাটাবলিজম কমে যায়।

#ফ্যাটি লিভার/কিডনি

বাচ্চার মুরগি লিভার হলুদ থাকে কারণ ফ্যাটের পরিমাণ বেশী থাকে.৫-৬দিন থেকে ফ্যাটের পরিমাণ কমতে থাকে এবং হাল্কা লাল হয়।

ডিম পাড়া শুরু কলে আবার লিভারে ফ্যাট জমা হয় এস্টোজেন হরমোনের প্রভাবে।

#ডিম্বনালীতে চর্বি জমা হলে ডিম কমে যায়।

#লিভার টনিকের কাজ

সাইনারিনঃহেপাটোপ্রটেক্টিভ,এন্টিব্যাক্টেরিয়াল এবং পিত্ত তৈরি করে।

কার্নিটিনঃফ্যাটি এসিড হতে এনার্জি তৈরি করে।

ডি এম মেথিওনিনঃ

লিপোট্রপিক কম্পাউন্ড যা লিভার ও কিডনির কার্যকারিতা বাড়ায়।

ক্লোরিন ক্লোরাইডঃ

লিভারের বিভিন্ন এঞ্জাইম তৈরি করে,মিথাইল ডোনার,লিভারের ক্ষতিগ্রস্থ টিস্যকে রিপেয়ার করে।

ম্যাগ্নেসিয়াম সালফেটঃ

টক্সিন দূর করে,খাদ্য পরিপাক ও শোষণে কাজ করে।

সর্বিটলঃ

অস্মোটিক,ল্যাক্সাটিভ,ডাইইউরেটিক এবং ফ্যাট দূর করে।

 

#জিংক এর কাজঃ

প্যাঙ্ক্রিয়েজ এর উপর কাজ করে।

কার্বোনিক এনহাইড্রেজ তৈরি করে যা ডিমের খোসা তোইরি করে।অতিরিক্ত লবণ খাবারে বা পানিতে দিলে এনহাইডেজের কার্যাকারিতা কমে যায়।

বাই কার্বোনেট তৈরিতে এনাহাইড্রেজের ভূমিকা রয়েছে।

অভিপজিশন ঠিক রাখে।

 

#ক্ষুদ্রান্তে প্রায় ২২টি রোগ হয়।

১০০কেজি খাদ্যে ১০-১২ কেজি এন এস পি থাকে যা বিভিন্ন প্রোডাক্টস দিলে অনেক টা কমে আসে।যেমন সাল্টোজ প্লাস।

এন এস পির ১০-১২% কাজে লাগানো যায় বাকি অংশ টুকু পায়খানা দিয়ে বের হয়ে যায়।

ডিমে ১২% প্রোটিন থাকে আর মুরগিতে প্রায় ২০% প্রোটিন থাকে।

 

#এমোনিয়াঃ

৩০ পিপিএম হলে বাহিরের লোক বুঝতে পারে আর ৪০ পিপিএম হলে শ্রমিক বুঝতে পারে।

৪ সপ্তাহ পর্যন্ত এমোনিয়া বেশি বিপদজঙ্ক।

৫০পিপিএম ৪ সপ্তাহ পর্যন্ত  হলে ১৭% ওজন কমে যায় আর ৭৫ পিপিএম হলে ২১ ওজন কমে যায়।

#

সি আর ডিঃমাইকোপ্লাজমা যদি ক্লিনিকেলি চলে আসে।

সি সি আর ডিঃমাইকোপ্লাজমা +ব্যাক্টেরিয়া(ই-ক-লাই)

আর ডি সি(রেস্পিরেট্রী ডিজিজ কম প্লেক্স) ব্যাক্টেরিয়া + ভাইরাস বা ভ্যাক্সিনের রিয়েকশন।

৫০-৬০% ফার্ম মাইকোপ্লাজমা দ্বারা আক্রান্ত হয়।

মাইকোপ্লাজমা হল প্রাইমারী ইনভেডার(Invader).

বাচ্চা মুরগি,ডিম পাড়ার শুরুতে এবং পিকের সময় মাইকোপ্লাজমা বেশি হয়।

ভার্টিকেলঃ

সেক্সোয়াল

ডিম

বাচ্চা

ক্যারিয়ার

বাচ্চা

সুস্থ হয়ে যাওয়া মুরগি

গেম বার্ড,ওয়াইল্ড বার্ড,ব্যাক ইয়ার্ড বার্ড

লাইভ ভ্যাক্সিন

ন্যাসারাল ভ্যাক্সিন

ঠান্ডা এবং অতি ঘন।

মাইকোপ্লাজমা পার অক্সিডেজ নিউরামিডেজ হেমোলাইসিস করে।

Depletion of Host cells>amaino acid,fatty acid,DNA precursor.

systemic invation by mycoplasma>immunity suppressed and diseases>production loss and death.

 

#ই -কলাই

সালপিনজাইটিসঃ

হঠাত মারা যায়।ডিম আটকে যায়।

সেপ্টেসেমিয়াঃ

ডিম কমে যায় এবং মারা যায়।

#কসুমিক্স প্লাস দিলে হেমোরেজ হয় না।

Sulpher drug damages thombocytes,inhibit blood coagulation,casuses blood vessel rupture.

Vitamins enhances diarrhoea during coccidiosis/dysentry.

ইএস বি৩ পি এইচ ৫.৫ পর্যন্ত সমস্যা হয় না।

কক্সি ভ্যাক্সিন দেয়ার ১৪দিন পর টাইটার উঠে।

ভাইরাল এবং ব্যাক্টেরিয়াল কিল্ড ভ্যাক্সিন সময় ই এস বি৩ দেয়া যায় কিন্তু লাইভ ব্যাক্টেরিয়াল ভ্যাক্সিন দেয়ার পর দেয়া যাবে না।

খাবারে কক্সিডিওসিট দেয়া থাকলে টল্টাজুরিল দেয়া ঠিক  না।

এম্পোরিয়াল দিলে থায়ামিন এর ঘাটতি হয়।

মাইকোটক্সি ও এন্ডোটক্সিনের লোড বেশি হলে ই এস বি৩ ও ওক্সিটেট্রা এর শোষণে বাধা দেয় কারণ মাইকোটক্সিনের কারণে লিভারের কার্যকারিতা কমে যায়।

লার্ভাডেক্স(মাছিনাশক)

মোড অফ একশন

এটি মাছির মোল্টিং এ বাধা দেয়,পিউপেশন হতে দেয় না।(ফলে পিউপা মানে মাছির বাচ্চা হতে পারেনা।

 

Please follow and like us:

About admin

Check Also

টিপস ৩৪(মেডিসিনের হিসাব)

ভি টি এস টিপসঃ ১০০০ প্রডাকশন লেয়ারের এক বেলার পানি মানে ১০০লিটার পানি।(২০ সপ্তাহের পর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »