Breaking News
নরসিংদীতে পিপিবির ভলান্টিয়ার টিম গঠন
নরসিংদীতে পিপিবির ভলান্টিয়ার টিম গঠন

নরসিংদীতে পোল্ট্রি খামারীদের নিয়ে সেমিনার এবং পিপিবির ভলান্টিয়ার টিম গঠনঃবিস্তারিত জানতে ক্লিক করুন

নরসিংদীতে পিপিবির ভলান্টিয়ার টিম গঠন

পোল্ট্রি প্রফেশনালস বাংলদেশের ১ম জেলাভিত্তিক প্রোগ্রাম নরসিংদীতে শুরু করে ২৮.১২২০১৯ তারিখ।শিশু একাডেমী,ভেলানগরে।

ভলান্টিয়ার টিম গঠনের পাশাপাশি বায়োটেকনোলজির উপর সেমিনার হয়।এতে প্রায় ১০০ বেশি খামারী এবং অন্যান্য পেশাজীবীর প্রায় ৫০জন  মিলে প্রায় ২০০জন গ্রহণ করে।

বায়োটেকনোলজি এবং বায়োসিকিউরিটির উপর প্রোগ্রাম টি ছিল ভাল লাগার মত একটি সেমিনার।অনেক নতুন এবং আকষ্ণনীয় বিষয় আলচনা হয়েছে।

ঢাকা থেকে আগত অতিথীদের  উপস্থিতিতে এক সুন্দর পরিবেশের মধ্যে সকাল ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে সেমিনার  এবং টিম গঠনের কাজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

পিপিবির প্রধান সমন্বয়ক অঞ্জন মজুমদার

ডা এম এ আজিজ কোর টিম মেম্বার পিপিবি

ডা এন সি বনিক সিনিয়র পোল্ট্রি কন্সাট্যালন্ট  ,নরসিংদী

ডা সাইফুল বাসার,সভাপতি,দি ভেট এক্সিকিউটিভ

ডা বিবেক রায়

ডা বলরাম কুমার ,ভি এস ,নরসিংদী জেলা প্রাণি সম্পদ হাসপাতাল।

ডা মোস্তাফিজুর রহমান পাপ্পু

সিলেট থেকে আগত ডা মহিউদ্দিন তারেক

ডা তাপস কুমার ঘোশ ,ফার্মা রন্ড ফার্ম ।

ড ইমরান হাসান আনসারী ,ডিরেক্টর ,ফার্মা এন্ড ফার্ম

ডা মোজ্জামেল খান ,কোর টিম পিপিবি

এ কে এল রফিকুল ইসলাম চৌধুরী কোর টিম পিপিবি

তাজুল ইসলাম সভাপতি ,  ্ববাংলদেশ পোল্ট্রি ইন্ডাস্টিজ এসোসিয়েশন  এর নরসিংদী শাখার সভাপতি।

২১ সদস্যের জেলা টিম গঠন করা হয় যেখানে একজন লিডার ,২জন কো লিডার ,বাকিরা মেম্বার।

লিডার পোল্ট্রি কন্সালট্যান্ট  ডা মো সোহরাব হুসাইন ,নরসিংদী।

কো লিডার মো ফারুক,এভিস্তা বাংলাদেশ।

কো লিডার এস এম শাহাদাত হোসেন ,দোলা হ্যাচারী

মেম্বারদের লিস্ট

বেলাবো

মো হানিফ মিয়া  ০১৭১২ ৮৭৪৫৬১ রাংগাটেক

সোহরাব ০১৭১০০০৯৬১৭  রাজারবাগ

তোফাজ্জল হোসেন,০১৭১৮৭৫৪৫৭৯ রাংগাটেক

মো বাদল ০১৭১৩৫০০০৮৩ চর উজলাবো

বাদল  ০১৭৬১৭৪৬৯৬১ বটেশর

অপু ০১৭১৫৮৪৮৩০১ বিন্নাবাইদ

আপন ০১৮৮২০২৪৮৭৪

আকরাম  ০১৭৪০৮১২১৫৪ বটেশ্বর

আসাবুল্লা ০১৯২৬৭৪৪৩৬১ আমলাবো

মাসুদ ০১৯৩৪৮৩৮২০৮

মুকুল ০১৭৭৫২২৮৫৫ ওয়ারী

মোসলেম ০১৭৭৯০৮১১২৫ সুজাতপুর

শাহালম ০১৭১৮৪৮৪৫৭৫  উজলাবো

ইলিয়াস ০১৬৩২১০৭৮৪৩ রাজারবাগ

আনোয়ার ০১৭৬৭৪৫৫১০০ বটেশ্বর

কবির  ০১৭১১০৫১৭০৮ বটেশ্বর

রেনু ০১৭৪২০৮৮৬২৮ সুজাতপুর

কালাম ০১৭৪০৯৫৭৮০৭ বটেশ্বর

মাসুম ০১৭২০০৪২৬৯৮  শিমুল তলা

রায়পুরা

মো শফিকুল ইসলা্‌ম , রায়পুরা  ০১৮২৯৬৮২২৯৩

মো আমির হোসেন  ,০১৭১২৬৯১৫২১

শফিক মিয়া,০১৮২৯৬৮২২৯৩

মোশারফ তালুকদার ,০১৮৩৪৪৯৯০৭৭

বাবুল ০১৭৭৯৯৩২১৮৬ ,ধরিহাটি

আল্কাস ০১৭৯৬৬৭১৭৬০ মাহ্মুদকাটি

আলফাজ ০১৭৬৬৬৪০৯৮০ ।ধরিহাটি

মিলন ০১৮৬৪৬৬৯৪৪২ ধরিহাটি

মতিন ০১৮১৫৪৮৭৩৮২

নাহিদ ০১৮২৬৪৮০৮৫৪

পলাশ

আব্দুল কাইয়ুম তারা মিয়া ,০১৮১৯১৪৫৪৯৯

মো রনি মিয়া  ,ডাংগা ০১৭০৪৪৩৩২৮৬

মো শফিকুল হক , ডাংগা  ০১৭৪০ ৫৮০৬৩১

শিবপুর

কাদির ০১৭৮৩৫১৪৭১২

কাজল,০১৭১২৪৯৩১৬২

মো জাকারিয়া,  ০১৯৯১৩৪১৬০৯

মো আলমগীর  হোসেন , ০১৭২৮৬০৬১৪৮

ফরিদ মৃধা  ০১৭২৬৫২৭৮৭১

আবুল হুসাইন ০১৭১৫৪১৩৩৭১

এরশাদ  ০১৭১২৩৪৮৫৯৬

মনোহরদী

সোহেল পাঠান  ,  মনোহরদী   ০১৭১৩৫০২৫০৯

সাইফুল ইসলাম ,  ০১৯৪২৭৯৬৯১২

আব্দুল বাকের,০১৭১৪২৮৬৫৫৩,মনোহরদী

শফিকুল  ০১৭১৬৩০৫২৫২

সদর

রফিকুল ইসলাম ০১৭১৮৭৪৩৪৯১ ,সদর

মো রুবেল  ,সদর ০১৭৯১১৬৭৩৭৫

মো বাদল খন্দকার  ,পাচদোনা ০১৬১১৬২১০০৭

মো সাইদুজ্জামান খোকন ,০১৭১১৩১১২০৮

মো সালাউদ্দিন ,সদর,  পাচদোনা ,০১৮৫০৭২৩০৪৯

মো আক্তার মিয়া , সদর ,পাকুরিয়া ০১৭১২৫৪৯৩৭৪

শাহাজাদা,০১৭১১৩৩৩৫৭৭৯,সদর

####

১৭ সদস্য বিশিস্ট উপজেলা এবং ৭ সদস্য বিশিস্ট ইউনিয়ন কমিটি গঠন করা হবে।

যারা অনলাইনে এক্টিভ এবং স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে আগ্রহী তাদেরকে কমিটি রাখা হয়েছে।

উদ্দেশ্যঃ

১।খামারীদের আধুনিক পোল্ট্রি পালনে প্রশিক্ষণ প্রদান এবং অনলাইন ভিত্তিক খামারীদের ব্যবস্থাপনা বিষয়ে তথ্য প্রদান

২।সারাদেশে খামারীদের পরিসংখ্যান তৈরি।

৩।সারাদেশের পোল্ট্রি পেশাজীবি সংগঠন গুলোর মধ্যে যোগাযোগ সৃস্টি করা

৪।পোল্ট্রি পণ্যের বাজারের সাথে  খামারীদের যোগাযোগ তৈরির জন্য নেটওয়ার্ক গড়ে তোলা।

৫।সারাদেশের পোল্ট্রি পণ্যের দাম প্রদানে প্রান্তিক খামারীদের সক্রীয় অংশ গ্রহণে যুক্ত করা।

৬।সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠান যে গুলো পোল্ট্রি ইন্ডাস্টির সাথে যুক্ত সে গুলোর সাথে প্রান্তিক খামারীদের পরিচিতি করানো এবং সে সব প্রতিষ্ঠান থেকে খামারীরা কিভাবে সেবা পেতে পারে সেগুল সম্পর্কে তাদেরকে অবহিত করা।

নিচের অংশটুকু গুছিয়ে লিখেছেন ডা বলরাম কুমার রয়,ভি এস নরসিংদী সদর।

পোলট্রি প্রফেশনাল’স বাংলাদেশ /পিপিবি এর পরিচালনায় অনুষ্ঠিত হলো সেমিনার এবং পিপিবি ভলান্টিয়ার টিম গঠন-
বায়ো- টেকনোলজি পদ্ধতি ব্যবহার করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কিভাবে অধিক পরিমাণে ও নিরাপদ পোলট্রি মাংস ও ডিমের উৎপাদন করা সম্ভব সে বিষয়ে পোলট্রি খামারিদের প্রশিক্ষণ প্রদানকারী সম্পূর্ণরূপে একটি সেবাধর্মী স্চ্ছোসেবী সংগঠন। এ সংগঠনটি প্রথম নরসিংদী জেলা থেকে আজ তাদের কাজ শুরু করলো ।পরবর্তীতে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল জেলার তৃণমূল পোলট্রি খামারিদের ও পোলট্রি সংশ্লিষ্ট সকল শ্রেণীর পেশাজীবীদের নিয়ে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে ভলান্টিয়ার টিম গঠন হবে ।
উদ্দেশ্য হলো দেশের মানুষের জন্য আমিষের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ মাংস ও ডিমের চাহিদা পূরণ ।এ লক্ষ্যে খামারিদের মধ্যে পোলট্রি খামার পরিচালনা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি, জীব নিরাপত্তা বিধায়ক ধারণা, এন্টিবায়োটিকের ব্যবহারে নিয়মকানুন ও এন্টিবায়োটিকের ব্যবহার হ্রাস করে প্রোবায়োটিক, প্রিবায়োটিক, সিন বায়োটিক, এসেন্সিয়াল ওয়েল, এসিডিফায়ার এর ব্যবহারের মাধ্যমে পোলট্রি পালন ।
তাই সকল জেলায় সেমিনার ও সাধারন খামারিদের সংগঠিত করা এবং তাঁরা যাতে ন্যয্য মূল্যে উন্নত মানের বাচ্চা, খাদ্য, ভ্যাকসিন, মেডিসিন ও সরঞ্জাম সরবরাহ পায় ।এবং তাদের উৎপাদিত পণ্যের যেন ন্যয্য বাজার পায় ।এ ব্যাপারে পোলট্রি প্রফেশনাল’স বাংলাদেশ/পিপিবি সর্বদা সোচ্চার থাকবে এবং সমস্যার সমাধান কল্পে সরকারি ও বেসরকারি নীতিনির্ধারকদের সাথে কথা বলে জোড়ালো ভূমিকা রাখবে ।

 

Please follow and like us:

About admin

Check Also

পোল্ট্রি খামারীদের বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধনঃ

খাবারের ও বাচ্চার দাম যেভাবে বাড়ছে তাতে লাখ লাখ তরুণ পোল্ট্রি খামারী সহ ৬০লাখ লোক …

Translate »