Breaking News
দাউদ রোগ
দাউদ রোগ

দাউদ রোগ RingWorm

দাউদ রোগ
RingWorm

দাউদ রোগ RingWorm এটি একটি ছত্রাক জনিত রোগ। যা প্রাপ্ত বয়ষ্ক গরুর তুলনায় বাছুর গরুতে বেশি হয়ে থাকে।

এ রোগে ত্বকে গোলাকৃতি হয়ে খুসকী সৃষ্টি হয়।

কারন
> ট্রাইকোফাইটোম নামক ছত্রাক এ রোগের জন্য দায়ী।
> পরবর্তিতে আক্রান্ত গরুর সংস্পর্শে আসলে বা চাটার মাধ্যমে সুস্থ গরুতে দ্রুত ছড়াতে পারে।

লক্ষন
প্রথম দিকে গরু বা বাছুরের মাথায় ও ঘাড়ের বিভিন্ন অংশে খোলাকৃতি ক্ষত দেখা যাবে।

খোলাকৃতি ক্ষত গুলো আস্তে আস্তে Ring এর মত গোলাকৃতি রুপ ধারন করবে।

ক্ষত স্থানে অনেক সময় ধুসর বর্নের মামড়ি পরতে পারে।

আক্রান্ত গরু গাছ বা অন্য কোন বস্তুর সাথে গা ঘষতে দেখা যাবে এবং পশম পড়ে যাবে।

আক্রান্ত স্থানে অনেক সময় জীবানুর জঠিলতায় পুঁজ দেখা যেতে পারে।

চিকিৎসা
® আইভারমেকটিন গ্রুপের inj: Clomectin-C 50ml (komipharma, korea) 1cc/50kg b.wt হিসাবে চামড়ার নিচে এক সপ্তাহের ব্যবধানে ২ মাত্রা দিতে হবে।

® ইকোনাজল নাইট্রেড & ট্রাইয়্যামসিনোলোন এসিটোনাইড Oint: Pevicort 10mg (Cosmic pharma LTD) দিনে ২ বার আক্রান্ত স্থানে লাগাতে হবে ৮-১০ দিন।
(মানুষের মেডিসিন)

® প্রত্যেহ গোসলের সময় ক্ষতস্থান পরিষ্কার করে গ্লিসারিন ও সমপরিমান পানি মিশিয়ে ৫-৭ দিন দিতে হবে।

 

প্রতিরোধ
গরুর বাসস্থানে নিয়মিত জীবানুনাশক ব্যবহার করা।
সুস্থ গরুকে আক্রান্ত গরুর সংস্পর্শে থেকে দুরে রাখতে হবে।
সুস্থ ও আক্রান্ত গরুর গোসলের ব্রাশ আলাদা হতে হবে।

কালেক্টেড

Please follow and like us:

About admin

Check Also

বাছুরের ডায়রিয়ার কারণ

Couses of diarrhea in neonatal rumenants ?Bacterial: ?Escherichia coli ?Salmonella spp. ?Campylobacter fecalis ?Campylobacter coli …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »