Breaking News
টার্কির করাইজা
টার্কির করাইজা

টার্কির করাইজা-বিস্তারিত

টার্কির করাইজাঃ

এটি আপার রেস্পিরেটরী ট্রাকের  তীব্র সংক্রামক ও ছোঁয়াচে রোগ।

যা এলকালিজেনস রাইনোট্রাকাইটিস (Alcaligenes rhinotrachitis)

বোর্ডেটেলা ব্রনকিসেপ্টিকা (Bordetella bronchiseptica)

এলকালিজেনস ফ্যাকালিস (Alcaligenes Faecalis) নামক জীবাণু দ্বারা হয়।

এ রোগের প্রধান  লক্ষণ হলো আপার রেস্পিরেটরী ট্রাকে  মৃদু  শব্দ

গড় গড় শব্দ করা,

নাক দিয়ে অতিরিক্ত মিউকাস বের হয়।

তীব্র শ্বাস কষ্ট।

উৎপাদন কমে যায় ও এমন কি মারা যেতে পারে।

বিস্তার
সরাসরি সংস্পর্শে

বাচ্চা টার্কি   সহজেই এ রোগে আক্রান্ত হয়।

ফার্ম কাছাকাছি হলে সহজেই রোগ ছড়িয়ে পড়ে।

লিটারের সূক্ষ্ম কণার মাধ্যমে ।

খাদ্য ও পানির মাধ্যমে

খাদ্য ও পানির পাত্রের মধ্যে এলকালিজেনস ফ্যাকালিস  ৬ মাস পর্যন্ত বেঁচে থাকে।

ইন কিউবেশন পিরিয়ড

৭-৯ দিন।

রোগের লক্ষণঃ

টার্কির কণ্ঠস্বর  মৃদু হয়ে আসে।

অতিরিক্ত মিউকাস বের হয়।

চোখে ফ্যানাযুক্ত পানি ।

কনজাংটিভাইটিস

খাদ্য ও পানি  কম খায়

দ্রুত  ওজন  কমে যায়।

গলার কণ্ঠস্বরে পরিবর্তন হয়।

তীব্র শ্বাস কষ্ট হবে এবং শেষে মারা যাবে।

বাচ্চা টার্কি  একত্রে জড়ো হবে। পাইলিং হতে পারে।

এসকারেসিয়া কোলি ও রাণীক্ষেত রোগ  একই সাথে যুক্ত হতে পারে।

আক্রান্তের হার ১০০% এবং মৃত্যুর হার  ১ থেকে ৭০%পর্যন্ত হতে পারে।

মৃত্যুর হার বৃদ্ধি পাবে যদি খামার ব্যবস্থাপনা ভাল না থাকে।

গ্রীষ্মকালীন সময়ে গরম আদ্রর্তা

অপর্যাপ্ত বায়ুপ্রবাহ

অতিরিক্ত এমোনিয়া গ্যাস

অতিরিক্ত স্যাতস্যাতে ও  আদ্রর্তা  থাকলে  রোগ বেড়ে যায়।

টার্কি কোরাইজার সাথে পাসচুরেলা মাল্টোসিডা ও হ্যামোরেজিক এন্টেরাইটিস  থাকলে টার্কির মৃত্যুর হার  বৃদ্ধি পাবে।

পোস্টমর্টেম
ট্রাকিয়ার  ক্রাটিলেজ (cartilage)  সংকোচিত  হয়ে যাওয়া এ রোগের অন্যতম লক্ষণ।

তীব্র শ্বাস কষ্ট হবে।

চোয়াল ফুলে যাবে

নাসিকা রন্ধ্রে ও ট্রাকিয়ায় অতিরিক্ত  মিউকাস বের হয়।

ই,কোলাই সংক্রমণের ফলে পেরিহেপাটাইটিস  ও পেরিকার্ডাইটিস  হবে।

প্রতিরোধ
জীবনিরাপত্তা

স্যানিটেশন

মুক্ত বায়ু চলাচল

এমোনিয়া  মুক্ত খামার

লিটারের আদ্রর্তা ঠিক রাখা,

খাদ্য ও পানির পাত্র পরিস্কার

নিয়মিত ফাউল কলেরা ও রাণীক্ষেত রোগের ভ্যাকসিন প্রয়োগ করতে হবে।

চিকিৎসাঃ

ডাক্তার ঠিক করবে রোগের অবস্থা বুঝে কি দেয়া যায়

নিচের যে কোন এন্টিবায়োটিক দেয়া যায়
সালফোনেমাইড,

স্ট্রেপটোমাইসিন

অক্সিটেট্রাসাইক্লিন,

 

Please follow and like us:

About admin

Check Also

টার্কির রোগ ব্যাধি এবং ভ্যাক্সিন সিডিউল

রোগঃ ১।সালমোনেলোসিস(সালমোনেলা এরিজোনা) সালমোনেলা মুক্ত ব্রিডার থেকে আনতে হবে। ২।এ আই ৩।কলেরাঃ মৃত্য হার ৬০-৯০%,৬ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »