Breaking News
জন্মের পর বাছুর উঠে না দাড়ানোর কারণ
জন্মের পর বাছুর উঠে না দাড়ানোর কারণ

জন্মের পর বাছুর উঠে দাড়াতে না পারা এবং কোন বয়সে কি কি জীবাণু দিয়ে ডা্য়রিয়া রোগ রোগ হয়ঃ

জন্মের পর বাছুর উঠে দাড়াতে না পারা
Inability to rise after birth of calf

আমাদের দেশে অনেক খামারীর অভিজ্ঞতা ও সুষ্ঠ খামার ব্যবস্থাপনা না থাকার কারনে, সংকর জাতের বাছুর জন্মের পর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়।

অনেক গাভী গর্ভাবস্থায় স্বাস্থ্য খুব ভালো এবং বাছুর ভুমিষ্ঠ হওয়ার পর বাছুরের স্বাস্থ্যও অনেক ভালো হওয়া সত্ত্বেও বাছুর উঠে দাড়াতে পারে না।

এ ধরনের রোগকে Inability to rise after birth of calf বলা হয়।

কারন
গর্ভাবস্থায় গাভীর বিভিন্ন ভিটামিন, বিশেষ করে AD3E ও মিনারেল এর অভাব হলে বাছুরের এ রোগ হয়ে থাকে।

লক্ষন
> জন্মের পর বাছুর ঘাড় ছেড়ে দিয়ে শুয়ে থাকে ও উঠে দাড়ানোর চেষ্টা করে না।
> অনেক সময় উঠে দাড়ানোর চেষ্টা করে কিন্তু ব্যালান্চ পায় না।
> বাছুরের অন্ধত্ব, খিচুনী ও অসামন্জ্ঞস্য চলন ভঙ্গি দেখা যায়।

চিকিৎসা
® Vitamin A D3 E inj: Es-ADE 10ml/100ml (square) 2-5cc করে মাংশে ৫ দিন পরপর ৩ মাত্রা দিতে হবে।
CONSTRAINDICATION: This Es-ADE drug should not be used in animal hypersensitive to active ingredients.

® Vitamin B-Complex inj: Nervin 2ml (Jayson) This medicine is human, 1 vial প্রতিদিন একটি করে ৭ দিন মাংশে দিতে হবে।
Or
As prescribed by the registered veterinary doctor.

® বাছুর দাড়াতে না পারলে ফিটারে করে দুধ খাওয়াতে হবে।

প্রতিরোধ
* গর্ভাবস্থায় গাভীকে প্রতিদিন প্রচুর সবুজ কাচা ঘাস খাওয়াতে হবে।
* কমপক্ষে ছয় মাস গর্ভকালিন সময়ের পর থেকে হলেও গাভীকে প্রতি মাসের ১০ দিন syr: Easkvit AD3E ২০ মিঃলিঃ ও Pow: DCP-PLUS ২০/৩০ মিঃগ্রাঃ করে খাওয়াতে হবে।

Information & treatment by Dr Jalal Uddin (DVM)

এস এম রাসেল( সততা ডেইরী ফার্ম )

কোন সময় কোন ধরণের জীবাণু দিয়ে রোগ হয়ঃ

১।জন্মের কয়েক দিনের মধ্যে ই কলাই

২।জন্মের ৫দিন পর থেকে ক্রিপ্টোস্পোরিডিওসিস

৩.১০-১৫দিনের মধ্যে রোটা ও করোনা ভাইরাস

৪.২ সপ্তাহ থেকে দুধ ছাড়ার আগ পর্যন্ত নিউট্রিশনাল ডায়রিয়া।

৫.১ মাস বয়স থেকে   আমাশয়।

 

Please follow and like us:

About admin

Check Also

বাছুরের ডায়রিয়ার কারণ

Couses of diarrhea in neonatal rumenants ?Bacterial: ?Escherichia coli ?Salmonella spp. ?Campylobacter fecalis ?Campylobacter coli …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »